ETV Bharat / sitara

শুটিং কভারেজ : তথাগতর ছবি 'ভটভটি'

author img

By

Published : Nov 28, 2019, 8:59 PM IST

তথাগত মুখার্জির ম্যাজিক রিয়েলিজ়মের গল্প 'ভটভটি'। ছবির শুটিং কভারেজে ETV ভারত সিতারা।

BhotBhoti Film
BhotBhoti Film

কলকাতা : তথাগত মুখার্জির ছবি 'ভটভটি'-র প্রেক্ষাপট রূপকথা। আমাদের চারপাশের সমাজ এখন অনেক বদলেছে। আমাদের জীবন থেকে হারিয়েছে বিশ্বাস শব্দটা। এই জটিল সময়ে দাঁড়িয়ে একজন মানুষ তার বিশ্বাসকে আঁকড়ে ধরে কতদূর অবধি এগোতে পারে সেটা নিয়েই এই ছবির গল্প। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু, তিনিই ছবির 'ভটভটি'। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, বিবৃতি চ্যাটার্জি সহ আরও অনেকে।

রজতাভর চরিত্রটা এখানে এক ডোমের। তিনি কাঠের চুল্লিতে শবদেহ পোড়ান। একটু ভাবুক প্রকৃতির উদাসীন সেই চরিত্রে রজতাভর মেকআপটা নজর কাড়া। খুব সহজে চেনা যাবে না। অন্যদিকে দেবলীনা এখানে এক প্রস্টিটিউটের চরিত্রে অভিনয় করছেন। তাঁর মেকআপ আর চুলের রংও বেশ আলাদা একটা লুক দিয়েছে অভিনেত্রীকে।

BhotBhoti Film
ছবির শুটিংয়ে রজতাভ

মৎস্য কন্যার ভূমিকায় অভিনয় করছেন বিবৃতি। প্রথম তিনি ভাবতেই পারেননি যে, এই চ্যালেঞ্জিং চরিত্রে তিনি অভিনয় করতে পারবেন। তাঁর লুকেও বেশ একটা নতুনত্ব রয়েছে। প্রত্যেকেই কথা বললেন ETV ভারত সিতারার ক্যামেরায়।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : তথাগত মুখার্জির ছবি 'ভটভটি'-র প্রেক্ষাপট রূপকথা। আমাদের চারপাশের সমাজ এখন অনেক বদলেছে। আমাদের জীবন থেকে হারিয়েছে বিশ্বাস শব্দটা। এই জটিল সময়ে দাঁড়িয়ে একজন মানুষ তার বিশ্বাসকে আঁকড়ে ধরে কতদূর অবধি এগোতে পারে সেটা নিয়েই এই ছবির গল্প। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু, তিনিই ছবির 'ভটভটি'। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, বিবৃতি চ্যাটার্জি সহ আরও অনেকে।

রজতাভর চরিত্রটা এখানে এক ডোমের। তিনি কাঠের চুল্লিতে শবদেহ পোড়ান। একটু ভাবুক প্রকৃতির উদাসীন সেই চরিত্রে রজতাভর মেকআপটা নজর কাড়া। খুব সহজে চেনা যাবে না। অন্যদিকে দেবলীনা এখানে এক প্রস্টিটিউটের চরিত্রে অভিনয় করছেন। তাঁর মেকআপ আর চুলের রংও বেশ আলাদা একটা লুক দিয়েছে অভিনেত্রীকে।

BhotBhoti Film
ছবির শুটিংয়ে রজতাভ

মৎস্য কন্যার ভূমিকায় অভিনয় করছেন বিবৃতি। প্রথম তিনি ভাবতেই পারেননি যে, এই চ্যালেঞ্জিং চরিত্রে তিনি অভিনয় করতে পারবেন। তাঁর লুকেও বেশ একটা নতুনত্ব রয়েছে। প্রত্যেকেই কথা বললেন ETV ভারত সিতারার ক্যামেরায়।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: পরিচালক তথাগত মুখার্জি প্রথমবার বড়পর্দায় একটি বাংলা ছবি পরিচালনা করছেন সে কথা আমরা আগেই জেনেছিলাম। ছবির নাম ছিল ভটভটি। গল্পের পেক্ষাপট ছিল বাস্তবের সঙ্গে রূপকথাকে মিশিয়ে জলপরী বা জলকন্যা কি নিয়ে মানুষের উন্মাদনা কে জাগিয়ে তোলা। ছোটবেলায় আমরা সকলেই জলপরী বা জল কন্যাকে নিয়ে অনেক ধরনের গল্প শুনেছিলাম। যার বেশিরভাগই আজও আমাদের মনে রয়ে গেছে।আর ঠিক সেই জায়গা থেকেই পরিচালক তার নতুন ছবিতে দর্শকদের সামনে তুলে ধরেছেন সেই জল কন্যার গল্প। পি এস এস এন্টারটেইনমেন্ট ও প্রমথ চৌধুরী প্রযোজিত নতুন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, বিবৃতি চ্যাটার্জি, রিসব বসু, দেবলীনা দত্ত, সহ আরো অনেকে। ছবির শুটিং শেষ হতে আর বেশি বাকি নেই।তারমধ্যে এদিন দক্ষিণ কলকাতায় নেপালগঞ্জ অঞ্চলে জোর কদমে চলছিল ছবির আউটডোর পর্যায়ের শুটিং। আর সেই শুটিং লোকেশনে এ গিয়ে দেখা গেল রজতাভ দত্ত দেবলীনা বা বিবৃতি কাউকেই তাদের লুকে চেনা যাচ্ছে না। আর এদিনই প্রথমবার এই ছবি চরিত্রদের লুক দর্শকদের সামনে এলো। আর খুব সম্ভবত আগামী মে-জুন মাসে ছবিটি দর্শকদের জন্য মুক্তি পেতে পারে।


Body:আমাদের ছোট বেলা তে আমরা যত বার জলপরী বা জল কন্যাদের গল্প শুনেছি, ততবারই আমরা জলকন্যা দের নিয়ে বা মৎস্যকন্যাদের নিয়ে নানা ধরনের স্বপ্নে বিভোর হয়েছি। আদৌ কি এটা হওয়া সম্ভব। সুন্দর পরীর মতো দেখতে কোন জলকন্যা রা কি পৃথিবীতে আছে। কিন্তু আজ পর্যন্ত এই মৎস্যকন্যা দের নিয়ে কোন রহস্যের রহস্যের সমাধান হয়নি, তাই মানুষ মৎস্যকন্যা আছে বলে বারবারই বিশ্বাস করেছে। আর ছোটবেলার সেই বিশ্বাসের জায়গা থেকেই,প্রথমবার অভিনেতা তথা পরিচালক তথাগত মুখার্জি যখন তার স্ত্রী দেবলীনা দত্ত কে এই জলকন্যা দের নিয়ে গল্পের বিষয় বলেন,সেই সময়ে দেবলিনা নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তারা যদি কোনদিনও বড় পর্দায় ছবি করেন তাহলে অবশ্যই এই জলকন্যা দের নিয়ে হবে। ভটভটি ছবির গল্প বেশ মজাদার।গল্পের প্রেক্ষাপট ছবির কেন্দ্রীয় চরিত্র,ভটভটি কে কেন্দ্র করে।সে জাহাজ বস্তি বলে একটা জায়গায় বসবাস করে। এবং ছোট থেকেই তার বিশ্বাস হয়েছে যে জলকন্যা বলে অপরুপা সুন্দরী এই পৃথিবীতে আছে। সেই যখন তার গ্রামের ডোম হরিদার (রজতাভ দত্ত) সঙ্গে মড়া পোড়ায় বা তার বন্ধুদের সঙ্গে গঙ্গার তলায় গিয়ে পয়সা তোলে ততোবারই সে সবাইকে বলে যে সে একদিন মৎস্য কন্যা কে খুঁজে বার করবেই। আর যিনি এই ছবির মুখ্য অভিনেত্রী সেই বিবৃতি চাটার্জী তথা গল্পের নায়িকা মোহাম্মদ প্রিন্সেস যার আরেক নাম এডিএল, তিনি জানালেন এরম একটি চরিত্র ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনয় করার।তাই প্রথমবার যখন এই অফারটা পাই, তখন থেকেই এই রোল টা করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। কারন আমার অল্প সময়ের অভিনয় জীবনে এই ধরনের চরিত্রে অভিনয় করিনি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.