কলকাতা, 1 অক্টোবর: বন্যা ত্রাণে রাজ্যকে 468 কোটি টাকা বরাদ্দ করল স্বরাষ্ট্রমন্ত্রক । সোশাল মিডিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বছর বর্ষায় অন্য কয়েকটি রাজ্যের মতো বাংলাও ভাসছে। ভয়াবহ পরিস্থিতির কবলে লক্ষ লক্ষ মানুষ। একাধিক জেলায় এখনও জমা জল থেকে রেহাই মেলেনি স্থানীয় বাসিন্দাদের । প্রসঙ্গত রবিবার উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কেন্দ্রের তরফে রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নেওয়া হয়নি ৷ একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত ৷"
এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স এদিন হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বন্যা পরিস্থিতে ব্যাপকভাব ক্ষতিগ্রস্ত 14টি রাজ্যকে ত্রাণ হিসেবে 5858.60 কোটি টাকা বরাদ্দ করেছে তাঁর মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিনিধিদল ক্ষতিগ্রস্থ জায়গায় গিয়ে পরিস্থিত খতিয়ে দেখার পরেই এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই এই প্রতিনিধিদল অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছে। সেখানে অর্থসাহায্যও করেছে কেন্দ্রীয় সরকার। দ্রুত এই প্রতিনিধিদল বাংলা ও বিহারের পরিস্থিতি খতিয়ে দেখবে।
The Modi govt stands shoulder to shoulder with the states affected by natural calamities in mitigating the hardship faced by the people. In this direction, the MHA today released ₹5858.60 crore to 14 flood-affected states as a central share from the State Disaster Response Fund… pic.twitter.com/CYHolkDjfN
— Amit Shah (@AmitShah) October 1, 2024
শাহ জানান, মহারাষ্ট্রকে 1492 কোটি টাকা দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশকে 1036 কোটি টাকা দেওয়া হয়েছে। অসমকে 716 কোটি টাকা দেওয়া হয়েছে । বিহারকে 655.60 কোটি টাকা দেওয়া হয়েছে। গুজরাতকে 600 কোটি টাকা দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশকে 189.20 কোটি টাকা দেওয়া হয়েছে। কেরলকে 145.60 কোটি টাকা দেওয়া হয়েছে। মনিপুরকে 50 কোটি টাকা দেওয়া হয়েছে। মিজোরামকে 21.60 কোটি টাকা দেওয়া হয়েছে। নাগাল্যান্ডকে 19.20 কোটি টাকা দেওয়া হয়েছে। সিকিমকে 23.60 কোটি টাকা দেওয়া হয়েছে । তেলেঙ্গানাকে 416.80 কোটি টাকা দেওয়া হয়েছে । ত্রিপুরাকে 25 কোটি টাকা দেওয়া হয়েছে । আর পশ্চিমবঙ্গকে 468 কোটি টাকা দেওয়া হচ্ছে ।
যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার জন্য ত্রাণের ঘোষণা করছেন সেদিনও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শ্রীভূমিতে গিয়ে তিনি বলেন, "এবার চারিদিকে বন্যা হয়েছে । আমি সব ক'টা জায়গায় মিটিং ও ত্রাণের ব্যবস্থা করেছি । সরকার থেকে প্রশাসন সকলেই তৎপর। দলের তরফ থেকেও সাধারণ মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে ৷ তবে দলের নাম ব্যবহার করা হচ্ছে না ।"