ETV Bharat / sitara

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব - ইন্দ্রজিৎ দেবের খবর

73 বছর বয়সে এসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন টেলিভিশন-সিনেমার পরিচিত অভিনেতা ইন্দ্রজিৎ দেব ।

bengali actor indrajit deb passes away
bengali actor indrajit deb passes away
author img

By

Published : Jan 30, 2021, 2:46 PM IST

কলকাতা : আজ ভোর রাতে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব । বয়স হয়েছিল 73 । দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । তাই শেষের দিকে ছোটো বা বড় পরদায় তেমন একটা দেখা যায়নি অভিনেতাকে । ইন্দ্রজিৎবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড জগৎ ও তাঁর সহকর্মীরা ।

বিজ্ঞাপন জগৎ থেকে ক্যারিয়ারে হাতে খড়ি তাঁর । এরপর পরিচালক জোছণ দস্তিদারের 'চার্বাক' দলটির সঙ্গে বহু বছর অঙ্গাঙ্গীভাবে যুক্ত থেকেছেন ইন্দ্রজিৎ । ছোট পরদা, বড় পরদা ও থিয়েটারের মঞ্চ সমান দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি ।

bengali actor indrajit deb passes away
নিশ্চুপ..
জোছণ দস্তিদার পরিচালিত প্রথম বাংলা ধারাবাহিক 'তেরো পার্বণ'-এ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ । তারপর দস্তিদার মশাইয়ের সমস্ত ধারাবাহিকে ছিলেন তিনি । পাশাপাশি দূরদর্শনের বহু কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন, করেছেন অসংখ্য টেলিফিল্মও । সম্প্রতি ধারাবাহিক 'রানী রাসমণি' তে দেখা যায় ইন্দ্রজিৎকে ।

পার্থিব দেহটা চলে গেলেও অভিনেতার কাজ থেকে যাবে আজীবন । ইন্দ্রজিৎ দেবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ইটিভি ভারত ।

কলকাতা : আজ ভোর রাতে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব । বয়স হয়েছিল 73 । দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । তাই শেষের দিকে ছোটো বা বড় পরদায় তেমন একটা দেখা যায়নি অভিনেতাকে । ইন্দ্রজিৎবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড জগৎ ও তাঁর সহকর্মীরা ।

বিজ্ঞাপন জগৎ থেকে ক্যারিয়ারে হাতে খড়ি তাঁর । এরপর পরিচালক জোছণ দস্তিদারের 'চার্বাক' দলটির সঙ্গে বহু বছর অঙ্গাঙ্গীভাবে যুক্ত থেকেছেন ইন্দ্রজিৎ । ছোট পরদা, বড় পরদা ও থিয়েটারের মঞ্চ সমান দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি ।

bengali actor indrajit deb passes away
নিশ্চুপ..
জোছণ দস্তিদার পরিচালিত প্রথম বাংলা ধারাবাহিক 'তেরো পার্বণ'-এ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ । তারপর দস্তিদার মশাইয়ের সমস্ত ধারাবাহিকে ছিলেন তিনি । পাশাপাশি দূরদর্শনের বহু কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন, করেছেন অসংখ্য টেলিফিল্মও । সম্প্রতি ধারাবাহিক 'রানী রাসমণি' তে দেখা যায় ইন্দ্রজিৎকে ।

পার্থিব দেহটা চলে গেলেও অভিনেতার কাজ থেকে যাবে আজীবন । ইন্দ্রজিৎ দেবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ইটিভি ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.