ETV Bharat / sitara

রাস্তাতেই সন্তান প্রসব মহিলার, সৌজন্যে অটো চন্দ্রন - woman deliver baby on roadside

চন্দ্রন অটো চালান । সঙ্গে লেখেন উপন্যাসও । তাঁর বেস্টসেলার 'লকআপ' উপন্যাসটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে তামিল সিনেমা 'বিসারানাই' । আর বৃহস্পতিবার সকালে সেই চন্দ্রনের সাহায্যে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক মহিলা ।

fa
SD
author img

By

Published : Apr 18, 2020, 8:15 PM IST

Updated : Apr 18, 2020, 9:08 PM IST

কোয়েম্বাটোর(তামিলনাড়ু) : কলেজের কমনরুমে টিটি বোর্ডের উপর এক মহিলার সন্তান প্রসব করিয়েছিলেন ব়্যাঞ্চো । ওটা ছিল রিল লাইফ । আর এবার রাস্তার ধারে এক মহিলার সন্তান প্রসবে সাহায্য করলেন এক অটোচালক তথা লেখক । এটা ঘটল রিয়েল লাইফে ।

রাস্তাতেই উঠেছিল প্রসব যন্ত্রণা । হাসপাতালে যাওয়ার মতো গাড়ি বা অ্যাম্বুলেন্স কিছুই পাননি । কাউকে ডাকা বা কোথাও যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না । অনেকেই তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখেছেন । কিন্তু, এগিয়ে আসেননি । এগিয়ে যান অটো চন্দ্রন । আর তাঁর সাহায্যে রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা । পরে অ্যাম্বুলেন্স এলে স্বাস্থ্যকর্মীদের সাহায্যও করেন তিনি ।

ASD
.

চন্দ্রন অটো চালান । সঙ্গে লেখেন উপন্যাসও । তাঁর বেস্টসেলার 'লকআপ' উপন্যাসটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে তামিল সিনেমা 'বিসারানাই' । আর বৃহস্পতিবার সকালে সেই চন্দ্রনের সাহায্যে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক মহিলা ।

ঠিক কী হয়েছিল বা কীভাবেই চিকিৎসকদের সাহায্য ছাড়া সন্তান প্রসবে সাহায্য করলেন আটটি উপন্যাসের লেখক চন্দ্রন । বলেন, "আমি আমার জীবনে কয়েকটি সন্তান প্রসব দেখেছি । 2013-তে আমি 'আজ়াগু' নামে যে ছোটো গল্পটি লিখেছিলাম সেটিও আমার অটোয় এক মহিলার সন্তান প্রসবেরই গল্প । তাই ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে যাই আমি ।" আরও বলেন, "যখন বুঝতে পারি যে তিনি সন্তান প্রসব করতে চলেছেন, তখন তাঁকে রাস্তায় বসিয়ে দিই । তারপর সদ্যোজাতকে ধরি যাতে সহজে বাইরে বেরিয়ে আসতে পারে । তাকে কাঁদানোর চেষ্টা করি । পুরোনো দিনে এভাবেই সন্তান প্রসব করানো হত ।"

এর মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স আসে । সেই সময় প্ল্যাসেন্টা কর্ড লাগাতে স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতেও দেখা যায় চন্দ্রনকে । ওই মহিলা ও তাঁর সন্তানকে কোয়েম্বাটোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার CMCH ডিন পি কালিদাস বলেন, মহিলা ও সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

তবে রাস্তায় কয়েকজন মহিলা দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি । তার বদলে অনেককেই মোবাইলে ফোটো বা ভিডিয়ো তুলতে দেখা যায় ।

দেখুন সেই ভিডিয়ো

GVK EMRI-এর প্রোগ্রাম ম্যানেজার এস সেলভামুথুকুমার বলেন, তাঁরা বৃহস্পতিবার সকাল 10টা 49-এ রোগীর থেকে ফোন পান । এবং 11টা 13-য় সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছায় । এর মাঝেই 11টা 9 মিনিটে সন্তানের জন্ম দেন ওই মহিলা ।

এদিকে চন্দ্রনের সাহায্যে ওই মহিলার সন্তান প্রসবের ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ।

কোয়েম্বাটোর(তামিলনাড়ু) : কলেজের কমনরুমে টিটি বোর্ডের উপর এক মহিলার সন্তান প্রসব করিয়েছিলেন ব়্যাঞ্চো । ওটা ছিল রিল লাইফ । আর এবার রাস্তার ধারে এক মহিলার সন্তান প্রসবে সাহায্য করলেন এক অটোচালক তথা লেখক । এটা ঘটল রিয়েল লাইফে ।

রাস্তাতেই উঠেছিল প্রসব যন্ত্রণা । হাসপাতালে যাওয়ার মতো গাড়ি বা অ্যাম্বুলেন্স কিছুই পাননি । কাউকে ডাকা বা কোথাও যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না । অনেকেই তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখেছেন । কিন্তু, এগিয়ে আসেননি । এগিয়ে যান অটো চন্দ্রন । আর তাঁর সাহায্যে রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা । পরে অ্যাম্বুলেন্স এলে স্বাস্থ্যকর্মীদের সাহায্যও করেন তিনি ।

ASD
.

চন্দ্রন অটো চালান । সঙ্গে লেখেন উপন্যাসও । তাঁর বেস্টসেলার 'লকআপ' উপন্যাসটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে তামিল সিনেমা 'বিসারানাই' । আর বৃহস্পতিবার সকালে সেই চন্দ্রনের সাহায্যে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক মহিলা ।

ঠিক কী হয়েছিল বা কীভাবেই চিকিৎসকদের সাহায্য ছাড়া সন্তান প্রসবে সাহায্য করলেন আটটি উপন্যাসের লেখক চন্দ্রন । বলেন, "আমি আমার জীবনে কয়েকটি সন্তান প্রসব দেখেছি । 2013-তে আমি 'আজ়াগু' নামে যে ছোটো গল্পটি লিখেছিলাম সেটিও আমার অটোয় এক মহিলার সন্তান প্রসবেরই গল্প । তাই ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে যাই আমি ।" আরও বলেন, "যখন বুঝতে পারি যে তিনি সন্তান প্রসব করতে চলেছেন, তখন তাঁকে রাস্তায় বসিয়ে দিই । তারপর সদ্যোজাতকে ধরি যাতে সহজে বাইরে বেরিয়ে আসতে পারে । তাকে কাঁদানোর চেষ্টা করি । পুরোনো দিনে এভাবেই সন্তান প্রসব করানো হত ।"

এর মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স আসে । সেই সময় প্ল্যাসেন্টা কর্ড লাগাতে স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতেও দেখা যায় চন্দ্রনকে । ওই মহিলা ও তাঁর সন্তানকে কোয়েম্বাটোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার CMCH ডিন পি কালিদাস বলেন, মহিলা ও সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

তবে রাস্তায় কয়েকজন মহিলা দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি । তার বদলে অনেককেই মোবাইলে ফোটো বা ভিডিয়ো তুলতে দেখা যায় ।

দেখুন সেই ভিডিয়ো

GVK EMRI-এর প্রোগ্রাম ম্যানেজার এস সেলভামুথুকুমার বলেন, তাঁরা বৃহস্পতিবার সকাল 10টা 49-এ রোগীর থেকে ফোন পান । এবং 11টা 13-য় সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছায় । এর মাঝেই 11টা 9 মিনিটে সন্তানের জন্ম দেন ওই মহিলা ।

এদিকে চন্দ্রনের সাহায্যে ওই মহিলার সন্তান প্রসবের ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ।

Last Updated : Apr 18, 2020, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.