ETV Bharat / sitara

প্রচারে টিম 'ভিঞ্চি দা' - Rudranil

রুদ্রনীল ঘোষ : "বলিউড ও হলিউডে আজ পর্যন্ত মেকআপ আর্টিস্ট ও তার সঙ্গে আবার থ্রিলার, একসঙ্গে এই দুটোকে কেন্দ্র করে কোনও ছবি হয়েছে বলে আমার তো জানা নেই। "

টিম 'ভিঞ্চি দা'
author img

By

Published : Apr 8, 2019, 6:13 PM IST

Updated : Apr 10, 2019, 12:18 PM IST

কলকাতা: ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে সৃজিত মুখার্জি পরিচালিত 'ভিঞ্চি দা' ছবির টিম মেতে উঠল শেষ রবিবাসরীয় প্রচারে। দক্ষিণ কলকাতার এক শপিংমলে টিম ভিঞ্চি দার সৃজিত মুখার্জি, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও অনির্বাণ ভট্টাচার্য তাঁদের ছবি প্রচার সারলেন। উপলক্ষ্য ছিল নববর্ষের প্রাক্কালে বাঙালিদের আরেকটু কেনাকাটার প্রতি ঝোঁক বাড়িয়ে দেওয়ার। তারই মাঝে ছবি তৈরি হওয়ার অনেক না জানা ইতিহাস, অভিনেতাদের দেখা সুযোগ ও অনুপম রায়ের গান কেউ মিস করতে চাননি। তাই অনুষ্ঠান দেখা গেল বিপুল জনসমাগম।

ছবি সম্পর্কে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, "বাংলা ছবিকে নিয়ে আমার লড়াই ২০১০ সাল থেকে চলছে। আমি সবসময় চেষ্টা করেছি ভালো শো টাইম। ভালো সিনেমা হল পাওয়ার জন্য। গল্পটা এতই মজবুত যে সবারই ভালো লাগবে ছবিটা। আর দর্শকের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের ছবিটার পাশে দাঁড়ান।"

টিম 'ভিঞ্চি দা'
অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, "বাংলা আধুনিক ছবির ক্ষেত্রে দেখা গেছে ভালো গল্প।, ভালো অভিনয় দেখে কিন্তু দর্শক বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। আমাদের চেনা জানা যে টলিউডে থ্রিলারধর্মী ছবিগুলি হয় তার থেকে একদম আলাদা ধরনের। গল্পের শুরুটা আমি লিখেছিলাম কিন্তু তার পরে এটাকে সিনেমার রূপ দেয় সৃজিত। বলিউড ও হলিউডে আজ পর্যন্ত মেকআপ আর্টিস্ট ও তার সঙ্গে আবার থ্রিলার, একসঙ্গে এই দুটোকে কেন্দ্র করে কোনও ছবি হয়েছে বলে আমার তো জানা নেই। তাই আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যেটা বাংলা থেকে জন্ম নিল এবং সারা পৃথিবীর কাছে এই বার্তাটা যাবে।"

কলকাতা: ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে সৃজিত মুখার্জি পরিচালিত 'ভিঞ্চি দা' ছবির টিম মেতে উঠল শেষ রবিবাসরীয় প্রচারে। দক্ষিণ কলকাতার এক শপিংমলে টিম ভিঞ্চি দার সৃজিত মুখার্জি, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও অনির্বাণ ভট্টাচার্য তাঁদের ছবি প্রচার সারলেন। উপলক্ষ্য ছিল নববর্ষের প্রাক্কালে বাঙালিদের আরেকটু কেনাকাটার প্রতি ঝোঁক বাড়িয়ে দেওয়ার। তারই মাঝে ছবি তৈরি হওয়ার অনেক না জানা ইতিহাস, অভিনেতাদের দেখা সুযোগ ও অনুপম রায়ের গান কেউ মিস করতে চাননি। তাই অনুষ্ঠান দেখা গেল বিপুল জনসমাগম।

ছবি সম্পর্কে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, "বাংলা ছবিকে নিয়ে আমার লড়াই ২০১০ সাল থেকে চলছে। আমি সবসময় চেষ্টা করেছি ভালো শো টাইম। ভালো সিনেমা হল পাওয়ার জন্য। গল্পটা এতই মজবুত যে সবারই ভালো লাগবে ছবিটা। আর দর্শকের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের ছবিটার পাশে দাঁড়ান।"

টিম 'ভিঞ্চি দা'
অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, "বাংলা আধুনিক ছবির ক্ষেত্রে দেখা গেছে ভালো গল্প।, ভালো অভিনয় দেখে কিন্তু দর্শক বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। আমাদের চেনা জানা যে টলিউডে থ্রিলারধর্মী ছবিগুলি হয় তার থেকে একদম আলাদা ধরনের। গল্পের শুরুটা আমি লিখেছিলাম কিন্তু তার পরে এটাকে সিনেমার রূপ দেয় সৃজিত। বলিউড ও হলিউডে আজ পর্যন্ত মেকআপ আর্টিস্ট ও তার সঙ্গে আবার থ্রিলার, একসঙ্গে এই দুটোকে কেন্দ্র করে কোনও ছবি হয়েছে বলে আমার তো জানা নেই। তাই আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যেটা বাংলা থেকে জন্ম নিল এবং সারা পৃথিবীর কাছে এই বার্তাটা যাবে।"
Intro:মুক্তির আগে শেষ রবিবাসরীয় প্রচারে টিম ভিঞ্চি দা

অমিত চক্রবর্তী, কলকাতা: ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন তার আগে সৃজিত মুখার্জী পরিচালিত ভিঞ্চি দা ছবির টিম মেতে উঠলো শেষ রবিবাসরীয় প্রচার। এদিন দক্ষিণ কলকাতার এক শপিংমলে টিম ভিঞ্চি দার সৃজিত মুখার্জী,রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও অনির্বাণ ভট্টাচার্য তাদের ছবি প্রচার সারলেন। উপলক্ষ ছিল নববর্ষের প্রাক্কালে বাঙালি মানুষদেরকে আরেকটু কেনাকাটার প্রতি ঝোঁক বাড়িয়ে দেওয়ার। তারই মাঝে ছবি তৈরি হওয়ার অনেক না জানা ইতিহাস অভিনেতা দের দেখা সুযোগ ও অনুপম রায়ের গান কেউ মিস করতে চান নি। তাই অনুষ্ঠান দেখা গেল বিপুল জনসমাগম।তবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য শুধুমাত্র যে ভিঞ্চির দার প্রমোশন করলেন তেমন নয়, সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ ব্যোমকেশ।


Body:তার নতুন ছবি সম্পর্কে পরিচালক সৃজিত মুখার্জি জানালেন, বাংলা ছবি কে নিয়ে আমার লড়াই ২০১০ সাল থেকে চলছে। আমি সব সময় চেষ্টা করেছি ভালো শো টাইম, ভালো সিনেমা হল পাওয়ার জন্য। তবে আমার বিশ্বাস যে এই ছবিটি এত সু অভিনীত আর গল্পটা এতই মজবুত যে সবারই ভালো লাগবে ছবিটা। আর দর্শকদের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের ছবিটার পাশে দাঁড়ান।

অভিনেতা রুদ্রনীল ঘোষ জানালেন, বাংলা আধুনিক ছবির ক্ষেত্রে দেখা গেছে ভালো গল্প, ও ভালো অভিনয় দেখে কিন্তু দর্শকরা বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। আমাদের চেনা জানা যে টলিউডে থ্রিলারধর্মী ছবিগুলি হয় তার থেকে একদম আলাদা ধরনের। গল্পের শুরুটা আমি লিখেছিলাম কিন্তু তার পরে এটাকে সিনেমার রূপ দেয় সৃজিত এবং বলিউড ও হলিউডে আজ পর্যন্ত মেকআপ আর্টিস্ট ও থ্রিলার এই দুটো কে কেন্দ্র করে কোনো ছবি হয়েছে বলে আমার তো জানা নেই। তাই আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা বাংলা থেকে জন্ম নিল এবং সারা পৃথিবীর কাছে এই বার্তাটা যাবে।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানালেন, আগামী ১২ তারিখ মুক্তি পাচ্ছে আমাদের নতুন ছবি ভিঞ্চি দা। আপনারা ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে বুঝতে পেরেছেন ছবিটা একদমই অন্য ধরনের। এতদিন ধরে সৃজিত মুখার্জী যে ধরনের ছবি পরিচালনা করে আসছিলেন তার থেকে এই ছবির বিষয়বস্তু একদমই আলাদা। এই ছবিটা আমাদের কাছে একটা গ্রুপ থিয়েটারের মত কারো রুদ্রনীল ঘোষ,ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। আর বেশ কিছুদিন হল আমি সৃজিতদার সঙ্গে তার সবকটা ছবিতে কাজ করছি। তবে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা একদমই আলাদা। আর আমাদেরকে লড়াই করতে হবে অনেক কিছুর সঙ্গে কারণ ভোট,বেশ কিছু ইংলিশ সিনেমা আর গরম।তবে এসব কিছুর বিরুদ্ধে একমাত্র আপনারাই আমাদের এই লড়াই কে সাহায্য করতে পারেন।


Conclusion:
Last Updated : Apr 10, 2019, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.