কলকাতা: ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে সৃজিত মুখার্জি পরিচালিত 'ভিঞ্চি দা' ছবির টিম মেতে উঠল শেষ রবিবাসরীয় প্রচারে। দক্ষিণ কলকাতার এক শপিংমলে টিম ভিঞ্চি দার সৃজিত মুখার্জি, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও অনির্বাণ ভট্টাচার্য তাঁদের ছবি প্রচার সারলেন। উপলক্ষ্য ছিল নববর্ষের প্রাক্কালে বাঙালিদের আরেকটু কেনাকাটার প্রতি ঝোঁক বাড়িয়ে দেওয়ার। তারই মাঝে ছবি তৈরি হওয়ার অনেক না জানা ইতিহাস, অভিনেতাদের দেখা সুযোগ ও অনুপম রায়ের গান কেউ মিস করতে চাননি। তাই অনুষ্ঠান দেখা গেল বিপুল জনসমাগম।
ছবি সম্পর্কে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, "বাংলা ছবিকে নিয়ে আমার লড়াই ২০১০ সাল থেকে চলছে। আমি সবসময় চেষ্টা করেছি ভালো শো টাইম। ভালো সিনেমা হল পাওয়ার জন্য। গল্পটা এতই মজবুত যে সবারই ভালো লাগবে ছবিটা। আর দর্শকের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের ছবিটার পাশে দাঁড়ান।"