ETV Bharat / sitara

আরও একটি থ্রিলার উপহার সৃজিতের, মুক্তি পেল 'ভিঞ্চি দা'-র ট্রেলার - RUdranil Ghosh

'শাহজাহান রিজেন্সি'-র রেশ কাটতে কাটতেই সৃজিত মুখার্জি দর্শককে উপহার দিতে চলেছেন আরও একটা ছবি, 'ভিঞ্চি দা'। থ্রিলারধর্মী এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ। সৃজিতের 'বাইশে শ্রাবণ' বা 'চতুষ্কোণ'-এর মতো  থ্রিলারধর্মী ছবি এর আগে দর্শকমহলে চূড়ান্ত সাড়া ফেলেছিল। তাই এই ছবি নিয়েও যথেষ্ট প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্য়ে। ছবিটির গল্প রুদ্রনীল আর সৃজিতের যৌথভাবে লেখা। তবে মূলত রুদ্রনীলের মাথা থেকেই আসে কনসেপ্টটি। মুক্তি পেল ছবিটির ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

ভিঞ্চি দা-র ট্রেলার লঞ্চ
author img

By

Published : Mar 10, 2019, 11:40 PM IST

সৃজিত বললেন, "এই ছবিটা ঠিক এরকম নয় যে কে খুন করেছেন বোঝা যাচ্ছে না। তবে কীভাবে খুনগুলো করা হল সেটাই দেখার। ছবিটা খুবই ভায়োলেন্ট। রাজকাহিনির পর এই ছবিতেই আমি এতটা ভায়োলেন্স দেখিয়েছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রুদ্রনীল বললেন, "লেখালেখির জন্যই এই ইন্ডাস্ট্রিতে আসা আমার। তবে তখন আমি লিখতাম আর অন্য কারোর নাম যেত। তারপর অভিনেতা হিসেবে আমার পরিচিতি বাড়ে।" কিন্তু, লেখালেখি পিছু ছাড়েনি। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর জীবন নিয়ে এই ছবির গল্প রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত। তিনি বললেন তাঁর রিয়েল লাইফ অভিজ্ঞতার কথা, যা তাঁকে এই গল্প লিখতে বাধ্য় করেছে।

কথা বললেন অনির্বণ ভট্টাচার্য্য, যিনি এই ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সোহিনী সরকারও একটি চ্যালেঞ্জিং চরিত্রে রয়েছেন। কথা বললেন তিনিও।

পুরোটা শুনতে দেখুন ভিডিয়ো...

ভিঞ্চি দা-র ট্রেলার লঞ্চ


সৃজিত বললেন, "এই ছবিটা ঠিক এরকম নয় যে কে খুন করেছেন বোঝা যাচ্ছে না। তবে কীভাবে খুনগুলো করা হল সেটাই দেখার। ছবিটা খুবই ভায়োলেন্ট। রাজকাহিনির পর এই ছবিতেই আমি এতটা ভায়োলেন্স দেখিয়েছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রুদ্রনীল বললেন, "লেখালেখির জন্যই এই ইন্ডাস্ট্রিতে আসা আমার। তবে তখন আমি লিখতাম আর অন্য কারোর নাম যেত। তারপর অভিনেতা হিসেবে আমার পরিচিতি বাড়ে।" কিন্তু, লেখালেখি পিছু ছাড়েনি। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর জীবন নিয়ে এই ছবির গল্প রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত। তিনি বললেন তাঁর রিয়েল লাইফ অভিজ্ঞতার কথা, যা তাঁকে এই গল্প লিখতে বাধ্য় করেছে।

কথা বললেন অনির্বণ ভট্টাচার্য্য, যিনি এই ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সোহিনী সরকারও একটি চ্যালেঞ্জিং চরিত্রে রয়েছেন। কথা বললেন তিনিও।

পুরোটা শুনতে দেখুন ভিডিয়ো...

ভিঞ্চি দা-র ট্রেলার লঞ্চ


Intro:Body:

আরও একটি থ্রিলার উপহার সৃজিতের, মুক্তি পেল 'ভিঞ্চি দা'-র ট্রেলার



'শাহজাহান রিজেন্সি'-র রেশ কাটতে কাটতেই সৃজিত মুখার্জি দর্শককে উপহার দিতে চলেছেন আরও একটা ছবি, 'ভিঞ্চি দা'। থ্রিলারধর্মী এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ। সৃজিতের 'বাইশে শ্রাবণ' বা 'চতুষ্কোণ'-এর মতো  থ্রিলারধর্মী ছবি এর আগে দর্শকমহলে চূড়ান্ত সাড়া ফেলেছিল। তাই এই ছবি নিয়েও যথেষ্ট প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্য়ে। ছবিটির গল্প রুদ্রনীল আর সৃজিতের যৌথভাবে লেখা। তবে মূলত রুদ্রনীলের মাথা থেকেই আসে কনসেপ্টটি। মুক্তি পেল ছবিটির ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।



সৃজিত বললেন, "এই ছবিটা ঠিক এরকম নয় যে কে খুন করেছেন বোঝা যাচ্ছে না। তবে কীভাবে খুনগুলো করা হল সেটাই দেখার। ছবিটা খুবই ভায়োলেন্ট। রাজকাহিনির পর এই ছবিতেই আমি এতটা ভায়োলেন্স দেখিয়েছি।"



রুদ্রনীল বললেন, "লেখালেখির জন্যই এই ইন্ডাস্ট্রিতে আসা আমার। তবে তখন আমি লিখতাম আর অন্য কারোর নাম যেত। তারপর অভিনেতা হিসেবে আমার পরিচিতি বাড়ে।" কিন্তু, লেখালেখি পিছু ছাড়েনি। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর জীবন নিয়ে এই ছবির গল্প রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত। তিনি বললেন তাঁর রিয়েল লাইফ অভিজ্ঞতার কথা, যা তাঁকে এই গল্প লিখতে বাধ্য় করেছে।



কথা বললেন অনির্বণ ভট্টাচার্য্য, যিনি এই ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সোহিনী সরকারও একটি চ্যালেঞ্জিং চরিত্রে রয়েছেন। কথা বললেন তিনিও।



পুরোটা শুনতে দেখুন ভিডিয়ো...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.