ETV Bharat / sitara

এবার স্কুলের পাঠ্য বইতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিল্ম 'ভিলেজ রকস্টার' - আসামের টেক্সট বুকে ভিলেজ রকস্টার

রিমা দাস পরিচালিত 'ভিলেজ রকস্টার' জায়গা করে নিল অসমের স্কুলগুলির ইংরেজি পাঠ্য বইতে । জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ছবি 2019 সালে অস্কারের মঞ্চে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়।

Village Rockstars in Assam English text book
Village Rockstars in Assam English text book
author img

By

Published : Feb 12, 2020, 7:11 PM IST

মুম্বই : 10 বছরের ছোট্ট ধুনু স্বপ্ন দেখে একটি গিটার কেনার । ধুনুর স্বপ্নের সঙ্গে একাত্ম হয়ে গেছিল প্রেক্ষাগৃহের দর্শক । এবার অসমে স্কুলের ছোটো ছোটো ছেলে-মেয়েরাও সেই স্বাদ পেতে চলেছে । কারণ তাদের ইংরেজি টেক্সট বইতে জায়গা করে নিয়েছে রিমা দাস পরিচালিত 'ভিলেজ রকস্টার' । ধুনুর স্বপ্ন পূরণের গল্প এখন বইয়ের পাতাতেও ।

এই প্রসঙ্গে IANS-এর সঙ্গে কথা বললেন রিমা । তিনি বললেন, "আমার বাবা স্কুল টিচার ছিলেন, আমার মায়ের একটা প্রেস ছিল । আমারও বড় হয়ে শিক্ষিকা হওয়ার কথা ছিল । আমার পরিবারে পড়াশোনার গুরুত্ব সবসময়েই বেশি । তাই এই ছবির সমস্ত অ্যাচিভমেন্টর মধ্যে টেক্সট বইয়ে জায়গা করে নেওয়াটাই বাবা-মায়ের কাছে সবথেকে গর্বের ব্যাপার ।"

Village Rockstars in Assam English text book
রিমা দাস

অসমের স্কুলগুলোর সপ্তম শ্রেণির টেক্সট বইয়ে ছবিটির গল্প প্রিন্ট করা হবে । নাম হবে 'ধুনু'স গিটার (Dhunu's Guitar)' ।

2019 সালের এপ্রিল মাস থেকেই অসমের মিডল স্কুলগুলোর সিলেবাসকে আরও উন্নত করার জন্য তৈরি হয় একটি টিম, নাম SCERT । ডক্টর মিজ়ো প্রভা বোরার তত্ত্বাবধানে সেই টিমের অন্যতম সদস্য প্রফেসর পদ্মিনী বরুয়ার মনে আসে এই আইডিয়ার কথা । তিনি মনে করেন যে, রিমা দাসের এই জার্নির কথা অসমের ছোটো ছোটো শিশুদের জানা উচিত ও অসমকে এভাবেই চেনা উচিত ।

Village Rockstars in Assam English text book
ছবির দৃশ্য..

উচ্ছ্বসিত রিমা বলেন, "আমার এটা ভেবেই ভালো লাগছে যে, আমার ফিল্মমেকিংয়ের জার্নির কথা জানতে পারবে অসমের বাচ্চারা । এভাবেই তৈরি হবে পরবর্তী প্রজন্মের পরিচালকরা, আশা আমার ।"

মুম্বই : 10 বছরের ছোট্ট ধুনু স্বপ্ন দেখে একটি গিটার কেনার । ধুনুর স্বপ্নের সঙ্গে একাত্ম হয়ে গেছিল প্রেক্ষাগৃহের দর্শক । এবার অসমে স্কুলের ছোটো ছোটো ছেলে-মেয়েরাও সেই স্বাদ পেতে চলেছে । কারণ তাদের ইংরেজি টেক্সট বইতে জায়গা করে নিয়েছে রিমা দাস পরিচালিত 'ভিলেজ রকস্টার' । ধুনুর স্বপ্ন পূরণের গল্প এখন বইয়ের পাতাতেও ।

এই প্রসঙ্গে IANS-এর সঙ্গে কথা বললেন রিমা । তিনি বললেন, "আমার বাবা স্কুল টিচার ছিলেন, আমার মায়ের একটা প্রেস ছিল । আমারও বড় হয়ে শিক্ষিকা হওয়ার কথা ছিল । আমার পরিবারে পড়াশোনার গুরুত্ব সবসময়েই বেশি । তাই এই ছবির সমস্ত অ্যাচিভমেন্টর মধ্যে টেক্সট বইয়ে জায়গা করে নেওয়াটাই বাবা-মায়ের কাছে সবথেকে গর্বের ব্যাপার ।"

Village Rockstars in Assam English text book
রিমা দাস

অসমের স্কুলগুলোর সপ্তম শ্রেণির টেক্সট বইয়ে ছবিটির গল্প প্রিন্ট করা হবে । নাম হবে 'ধুনু'স গিটার (Dhunu's Guitar)' ।

2019 সালের এপ্রিল মাস থেকেই অসমের মিডল স্কুলগুলোর সিলেবাসকে আরও উন্নত করার জন্য তৈরি হয় একটি টিম, নাম SCERT । ডক্টর মিজ়ো প্রভা বোরার তত্ত্বাবধানে সেই টিমের অন্যতম সদস্য প্রফেসর পদ্মিনী বরুয়ার মনে আসে এই আইডিয়ার কথা । তিনি মনে করেন যে, রিমা দাসের এই জার্নির কথা অসমের ছোটো ছোটো শিশুদের জানা উচিত ও অসমকে এভাবেই চেনা উচিত ।

Village Rockstars in Assam English text book
ছবির দৃশ্য..

উচ্ছ্বসিত রিমা বলেন, "আমার এটা ভেবেই ভালো লাগছে যে, আমার ফিল্মমেকিংয়ের জার্নির কথা জানতে পারবে অসমের বাচ্চারা । এভাবেই তৈরি হবে পরবর্তী প্রজন্মের পরিচালকরা, আশা আমার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.