ETV Bharat / sitara

এবার পুজোয় তিনটে গোয়েন্দা ছবি, কী বলছেন পরিচালকেরা ? - ব্যোমকেশ বক্সী

এবারের পুজোর মরশুমটা গোয়েন্দায় ভরপুর। এক বা দুই নয়, একসঙ্গে আসতে পারে তিন তিনটি গোয়েন্দা ছবি। এক দিকে ব্যোমকেশের দুটি ছবি। অন্যদিকে মিতিনমাসি। এতে অনেকেই মনে করছেন এতে দর্শকদের মন দ্বিধাগ্রস্থ হতে পারে। কোন গোয়েন্দা কাহিনিকে বেছে নেবেন। যদিও প্রত্যেকবারই পুজোর সময় একাধিক ছবি মুক্তি পায়। এবং প্রত্যেক প্রযোজনা সংস্থাই নিয়ে আসে তাদের পুজোর চমক।

ছবি সৌজন্য় সোশাল মিডিয়া
author img

By

Published : Jun 1, 2019, 3:41 PM IST

কলকাতা : তিন তিনটে গোয়েন্দা ছবি! একটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যোমকেশ, যাঁর পরিচালক কে এখনও জানা যায়নি। অন্যটি সায়ন্তন ঘোষালের ব্যোমকেশ, যেই ছবিতে প্রথমবার দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবং তৃতীয় নম্বরটি অরিন্দম শীলের মিতিনমাসি।

কিছুদিন আগেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছিলেন, পুজোয় তাঁদের গোয়েন্দা গল্প আসছে এবং সেটি প্রত্যেকবারের মতো ব্যোমকেশই
হতে চলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই ব্যোমকেশ পরিচালনার দায়িত্বে নাকি থাকতে পারেন বিরসা দাশগুপ্ত। এটাই তাঁর প্রথম ব্যোমকেশ পরিচালনা। ETV Bharatকে বিরসা বললেন, "এখনও ঠিক হয়নি আমাকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা। তবে কথা যে দিকে এগোচ্ছে, তাতে মনে হয় ইতিবাচক কিছু ঘটবে। দেখুন ব্যোমকেশ অত্যন্ত চাহিদার একটি বিষয়। দর্শক হলে আসেই। আর যেকোনও ভালো গোয়েন্দা চরিত্রের প্রতি আগ্রহ থাকে। সে ফেলুদাই হোক, মিতিনমাসিই হোক বা ব্যোমকেশ। আমার মনে হয় দর্শক সব কটা ছবিই দেখবে।" তবে ব্যোমকেশের পরিচালনা অরিন্দম শীল কেন নেই, সেই নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে ?

এ দিকে সায়ন্তন ঘোষাল যে ব্যোমকেশটি পরিচালনা করছেন, সেটি পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ছবি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ সিরিজের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে ব্যোমকেশ বক্সীর চরিত্র দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং অজিতের চরিত্রে থাকবেন রুদ্রনীল ঘোষ। পরমব্রতকে ব্যোমকেশের ভূমিকায় দেখতে এখন থেকেই দর্শক আগ্রহী। তার উপর ব্যোমকেশের চরিত্রে দর্শক আবীর চট্টোপাধ্যায়কে যেভাবে গ্রহণ করেছেন, তাতে প্রশ্ন উঠেছে, পরমব্রতকে সেইভাবে গ্রহণ করবে কিনা? যদিও সায়ন্তনের বক্তব্য অন্য। ETV Bharatকে তিনি বললেন, "পরমব্রত ব্যোমকেশ করবে এটা আমার কাছে অত্যন্ত এক্সাইটিং। আমি এর আগেও ওয়েব সিরিজে ব্যোমকেশ পরিচালনা করেছি। তাই বিষয়টার উপর থেকে আমার ভয় চলে গেছে। মগ্ন মেনকাকে কীভাবে আমরা পর্দায় তুলে ধরব, সেটাও একটা দেখার বিষয়। আমি খুব আগ্রহের সঙ্গে এই ছবিটার জন্য অপেক্ষায় আছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিন তিনটে গোয়েন্দা গল্পকে দর্শক কীভাবে গ্রহণ করবে জিজ্ঞাসা করে সায়ন্তন বললেন, "আমি যখন সিনেমা বানাতে শুরু করিনি, তখনও একসঙ্গে দুটো ব্যোমকেশ মুক্তি পেয়েছিল। আপনি যদি বক্স অফিস দেখেন, তাহলে বলতেই হয় দর্শক দুটোই দেখেছে। তাহলে এবার কেন নয়। তাছাড়া পুজোর সময় দর্শক ছবি দেখতে হলে আসে। খুব পছন্দ করে। দর্শক দুজনের ব্যোমকেশই দেখবে। আমি নিজেও খুব এক্সাইটেড বিরসাদা ব্যোমকেশ করছে শুনে। সে যেই করুক অরিন্দমদা, বিরসাদা। মিতিনমাসিও আসছে। এটাও খুব ভালো হবে।

অন্যদিকে ক্যামেলিয়া প্রোডাকশনসের সুচিত্রা ভট্টাচার্য রচিত গোয়েন্দা চরিত্র মিতিনমাসিকে নিয়ে আসছে বড় পরদায়। সেই ছবির পরিচালনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম শীলকে। হায়দ্রাবাদের ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV Bharatকে তিনি বলেছিলেন, মগ্ন মৈনাকের পরিচালনার দায়িত্ব নাকি তাঁর। অর্থাৎ, ব্যোমকেশ তিনি পরিচালনা করবেন। কিন্তু সেই ছবিটি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলতো ব্যোমকেশ নিয়ে আর কোনও আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম। ETV Bharatকে তিনি বললেন, "যেই ব্যোমকেশ করুন না কেন, তাঁর জন্য আমার শুভেচ্ছা রইল। আমি আগেও জানিয়েছি ব্যোমকেশ নিয়ে আমি আগ্রহী নই। পুজোতে মিতিনমাসিও আসছে। আমার কারওর সঙ্গে ব্যক্তিগত কোনও প্রতিযোগিতা নেই। দর্শক প্রত্যেক বছরই পুজোর সময় বাংলা ছবি দেখেন। এবারও দেখবেন। সুতরাং, কটা গোয়েন্দা গল্প নিয়ে ছবি হল, সেটা বড় কথা নয়। বাংলা ছবি দর্শক হলে এসে দেখছেন কিনা, সেটাই বড় কথা। এটুকু বলতে পারি, আমি সব ক'টা ছবি দেখব। এবং চাইব দর্শকও সবক'টি বাংলা ছবি দেখুক।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : তিন তিনটে গোয়েন্দা ছবি! একটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যোমকেশ, যাঁর পরিচালক কে এখনও জানা যায়নি। অন্যটি সায়ন্তন ঘোষালের ব্যোমকেশ, যেই ছবিতে প্রথমবার দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবং তৃতীয় নম্বরটি অরিন্দম শীলের মিতিনমাসি।

কিছুদিন আগেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছিলেন, পুজোয় তাঁদের গোয়েন্দা গল্প আসছে এবং সেটি প্রত্যেকবারের মতো ব্যোমকেশই
হতে চলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই ব্যোমকেশ পরিচালনার দায়িত্বে নাকি থাকতে পারেন বিরসা দাশগুপ্ত। এটাই তাঁর প্রথম ব্যোমকেশ পরিচালনা। ETV Bharatকে বিরসা বললেন, "এখনও ঠিক হয়নি আমাকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা। তবে কথা যে দিকে এগোচ্ছে, তাতে মনে হয় ইতিবাচক কিছু ঘটবে। দেখুন ব্যোমকেশ অত্যন্ত চাহিদার একটি বিষয়। দর্শক হলে আসেই। আর যেকোনও ভালো গোয়েন্দা চরিত্রের প্রতি আগ্রহ থাকে। সে ফেলুদাই হোক, মিতিনমাসিই হোক বা ব্যোমকেশ। আমার মনে হয় দর্শক সব কটা ছবিই দেখবে।" তবে ব্যোমকেশের পরিচালনা অরিন্দম শীল কেন নেই, সেই নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে ?

এ দিকে সায়ন্তন ঘোষাল যে ব্যোমকেশটি পরিচালনা করছেন, সেটি পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ছবি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ সিরিজের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে ব্যোমকেশ বক্সীর চরিত্র দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং অজিতের চরিত্রে থাকবেন রুদ্রনীল ঘোষ। পরমব্রতকে ব্যোমকেশের ভূমিকায় দেখতে এখন থেকেই দর্শক আগ্রহী। তার উপর ব্যোমকেশের চরিত্রে দর্শক আবীর চট্টোপাধ্যায়কে যেভাবে গ্রহণ করেছেন, তাতে প্রশ্ন উঠেছে, পরমব্রতকে সেইভাবে গ্রহণ করবে কিনা? যদিও সায়ন্তনের বক্তব্য অন্য। ETV Bharatকে তিনি বললেন, "পরমব্রত ব্যোমকেশ করবে এটা আমার কাছে অত্যন্ত এক্সাইটিং। আমি এর আগেও ওয়েব সিরিজে ব্যোমকেশ পরিচালনা করেছি। তাই বিষয়টার উপর থেকে আমার ভয় চলে গেছে। মগ্ন মেনকাকে কীভাবে আমরা পর্দায় তুলে ধরব, সেটাও একটা দেখার বিষয়। আমি খুব আগ্রহের সঙ্গে এই ছবিটার জন্য অপেক্ষায় আছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিন তিনটে গোয়েন্দা গল্পকে দর্শক কীভাবে গ্রহণ করবে জিজ্ঞাসা করে সায়ন্তন বললেন, "আমি যখন সিনেমা বানাতে শুরু করিনি, তখনও একসঙ্গে দুটো ব্যোমকেশ মুক্তি পেয়েছিল। আপনি যদি বক্স অফিস দেখেন, তাহলে বলতেই হয় দর্শক দুটোই দেখেছে। তাহলে এবার কেন নয়। তাছাড়া পুজোর সময় দর্শক ছবি দেখতে হলে আসে। খুব পছন্দ করে। দর্শক দুজনের ব্যোমকেশই দেখবে। আমি নিজেও খুব এক্সাইটেড বিরসাদা ব্যোমকেশ করছে শুনে। সে যেই করুক অরিন্দমদা, বিরসাদা। মিতিনমাসিও আসছে। এটাও খুব ভালো হবে।

অন্যদিকে ক্যামেলিয়া প্রোডাকশনসের সুচিত্রা ভট্টাচার্য রচিত গোয়েন্দা চরিত্র মিতিনমাসিকে নিয়ে আসছে বড় পরদায়। সেই ছবির পরিচালনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম শীলকে। হায়দ্রাবাদের ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV Bharatকে তিনি বলেছিলেন, মগ্ন মৈনাকের পরিচালনার দায়িত্ব নাকি তাঁর। অর্থাৎ, ব্যোমকেশ তিনি পরিচালনা করবেন। কিন্তু সেই ছবিটি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলতো ব্যোমকেশ নিয়ে আর কোনও আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম। ETV Bharatকে তিনি বললেন, "যেই ব্যোমকেশ করুন না কেন, তাঁর জন্য আমার শুভেচ্ছা রইল। আমি আগেও জানিয়েছি ব্যোমকেশ নিয়ে আমি আগ্রহী নই। পুজোতে মিতিনমাসিও আসছে। আমার কারওর সঙ্গে ব্যক্তিগত কোনও প্রতিযোগিতা নেই। দর্শক প্রত্যেক বছরই পুজোর সময় বাংলা ছবি দেখেন। এবারও দেখবেন। সুতরাং, কটা গোয়েন্দা গল্প নিয়ে ছবি হল, সেটা বড় কথা নয়। বাংলা ছবি দর্শক হলে এসে দেখছেন কিনা, সেটাই বড় কথা। এটুকু বলতে পারি, আমি সব ক'টা ছবি দেখব। এবং চাইব দর্শকও সবক'টি বাংলা ছবি দেখুক।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:এবারের পুজোর মরশুমটা গোয়েন্দায় ভরপুর। এক দিকে দুই ব্যোমকেশ। অন্যদিকে মিতিনমাসি। পরিচালকরাও এ বলে আমায় দেখ। ও বলে আমায়। কিন্তু পুজোর সময় এতেই তিনটে গোয়েন্দা গল্প। অনেকেই মনে করছেন এতে দর্শকদের মন দ্বিধাগ্রস্থ হতে পারে। কোন গোয়েন্দা কাহিনিকে বেছে নেবেন। যদিও প্রত্যেকবারই পুজোর সময় একাধিক ছবি মুক্তি পায়। এবং প্রত্যেক প্রযোজনা সংস্থাই নিয়ে আসে তাদের পুজোর চমক।




Body:তবে তিন তিনটে গোয়েন্দা ছবি! এরকমটা একটু অন্যরকম এবছর। একটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যোমকেশ অন্যটি সায়ন্তন ঘোষালের ব্যোমকেশ এবং তৃতীয় নম্বরটি অরিন্দম শীলের মিতিনমাসি।

কিছুদিন আগেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছিলেন, পুজোয় তাঁদের গোয়েন্দা গল্প আসছে এবং সেটি প্রত্যেকবারের মতো ব্যোমকেশই
হতে চলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই ব্যোমকেশ পরিচালনার দায়িত্বে নাকি থাকতে পারেন বিরসা দাশগুপ্ত। এটাই তাঁর প্রথম ব্যোমকেশ পরিচালনা। ETV Bharatকে বিরসা বললেন, "এখনও ঠিক হয়নি আমাকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা। তবে কথা যে দিকে এগোচ্ছে, তাতে মনে হয় ইতিবাচক কিছু ঘটবে। দেখুন ব্যোমকেশ অত্যন্ত চাহিদার একটি বিষয়। দর্শক হলে আসেই। আর যেকোনও ভালো গোয়েন্দা চরিত্রের প্রতি আগ্রহ থাকে। সে ফেলুদাই হোক, মিতিনমাসিই হোক বা ব্যোমকেশ। আমার মনে হয় দর্শক সব কটা ছবিই দেখবে।"

এইদিকে সায়ন্তন ঘোষাল যে ব্যোমকেশটি পরিচালনা করছেন, সেটি পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ছবি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ সিরিজের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে ব্যোমকেশ বক্সীর চরিত্র দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং অজিতের চরিত্রে থাকবেন রুদ্রনীল ঘোষ। পরমব্রতকে ব্যোমকেশের ভূমিকায় দেখতে এখন থেকেই দর্শক আগ্রহী। তার উপর ব্যোমকেশের চরিত্রে দর্শক আবীর চট্টোপাধ্যায়কে যেভাবে গ্রহণ করেছেন, তাতে প্রশ্ন উঠেছে, পরমব্রতকে সেইভাবে গ্রহণ করবে কিনা। যদিও সায়ন্তনের বক্তব্য অন্য। ETV Bharatকে তিনি বললেন, "পরমব্রত ব্যোমকেশ করবে এটা আমার কাছে অত্যন্ত এক্সাইটিং। আমি এর আগেও ওয়েব সিরিজে ব্যোমকেশ পরিচালনা করেছি। তাই বিষয়টার উপর থেকে আমার ভয় চলে গেছে। মগ্ন মেনকাকে কীভাবে আমরা পর্দায় তুলে ধরব, সেটাও একটা দেখার বিষয়। আমি খুব আগ্রহের সঙ্গে এই ছবিটার জন্য অপেক্ষায় আছি।"

তিন তিনটে গোয়েন্দা গল্পকে দর্শক কীভাবে গ্রহণ করবে জিজ্ঞাসা করে সায়ন্তন বললেন, "আমি যখন সিনেমা বানাতে শুরু করিনি, তখনও একসঙ্গে দুটো ব্যোমকেশ মুক্তি পেয়েছিল। আপনি যদি বক্স অফিস দেখেন, তাহলে বলতেই হয় দর্শক দুটোই দেখেছে। তাহলে এবার কেন নয়। তাছাড়া পুজোর সময় দর্শক ছবি দেখতে হলে আসে। খুব পছন্দ করে। দর্শক দুজনের ব্যোমকেশই দেখবে। আমি নিজেও খুব এক্সাইটেড বিরসাদা ব্যোমকেশ করছে শুনে। সে যেই করুক অরিন্দমদা, বিরসাদা। মিতিনমাসিও আসছে। এটাও খুব ভালো হবে।

অন্যদিকে ক্যামেলিয়া প্রোডাকশনসের সুচিত্রা ভট্টাচার্য রচিত গোয়েন্দা চরিত্র মিতিনমাসিকে নিয়ে আসছে বড় পর্দায়। সেই ছবির পরিচালনার গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছে অরিন্দম শীলকে। অরিন্দম শীল হায়দ্রাবাদের ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV Bharatকে বলেছিলেন, মগ্ন মৈনাকের পরিচালনার দায়িত্ব নাকি তাঁর। অর্থাৎ, ব্যোমকেশ তিনি পরিচালনা করবেন। কিন্তু সেই ছবিটি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলতো ব্যোমকেশ নিয়ে আর কোনও আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম। ETV Bharatকে তিনি বললেন, "যেই ব্যোমকেশ করুন না কেন, তাঁর জন্য আমার শুভেচ্ছা রইল। আমি আগেও জানিয়েছি ব্যোমকেশ নিয়ে আমি আগ্রহী নই। পুজোতে মিতিনমাসিও আসছে। আমার কারওর সঙ্গে ব্যক্তিগত কোনও প্রতিযোগিতা নেই। দর্শক প্রত্যেক বছরই পুজোর সময় বাংলা ছবি দেখেন। এবারও দেখবেন। সুতরাং, কটা গোয়েন্দা গল্প নিয়ে ছবি হল, সেটা বড় কথা নয়। বাংলা ছবি দর্শক হলে এসে দেখছেন কিনা, সেটাই বড় কথা। এটুকু বলতে পারি, আমি সব ক'টা ছবি দেখব। এবং চাইব দর্শকও সবক'টি বাংলা ছবি দেখুক।"






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.