কলকাতা : মুক্তি পেয়েছে 'ম্যায় মুলায়ম সিং যাদব' ছবির পোস্টার । এটি পরিচালনা করছেন শুভেন্দু রাজ ঘোষ । এই ছবির যথেষ্ট চর্চার মধ্যে রয়েছেন তিনি । আর তার মাঝেই শেয়ার করলেন নিজের পরবর্তী ছবির কথা ।
ছবিটির নাম 'সুরুর'। গল্পটি লিখেছেন রশিদ ইকবাল । এটি একটি মার্ডার মিস্ট্রি । তিন নারীকে নিয়ে গল্প । এমন তিন নারী, যারা একসঙ্গে বড় হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে আলাদা হয়ে যায় । অনেক বছর পর তাদের দেখা হয় সোশাল মিডিয়ার দৌলতে ।
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা মুকেশ তিওয়ারি, দীপাঞ্জন বসাক, দেবদাস পাল, জরিনা ওয়াহাব, আশুতোষ রানা, গুলশান পান্ডা, মুস্তাক খান, কিরণ ঝানগিয়ানি, সুপ্রিয় কার্নিক, পূর্ণদর্শন গুপ্ত এবং রাজেশ শর্মার । গেস্ট অ্যাপিয়ারেন্সের অভিনয় করার কথা অর্জুন রামপালের ।
যে তিনকন্যাকে নিয়ে ছবির গল্প তাঁরা কোনদিনও কোনও সিনেমা কিংবা সিরিয়ালে কাজ করেননি । একেবারে নতুন তিন শিল্পী প্রেরণা, চিত্রালী ও পূজাকে এই ছবির জন্য তৈরি করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । যাঁকে দর্শক এখন দেখছেন 'শ্রীময়ী' ধারাবাহিকে তাঁর প্রাক্তন স্বামী অনিন্দ্য সেনগুপ্তর চরিত্রে ।
ছবির সিনেম্যাটোগ্রাফি করবেন যোগেশ কলি । কস্টিউম ডিজ়াইন করবেন ঐন্দ্রিলা বসু । সাউন্ড ডিজ়ইন করবেন গৌতম নাগ এবং সম্পাদনা করবেন রাজ সিং সিধু । ছবির আর্ট ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে যোগেশ ইংলেকে । ভিজ়ুয়াল এফেক্টস করবেন কুন্তল ঘোষ দস্তিদার । সব ঠিক থাকলে এবছর অক্টোবরেই শুরু হবে শুটিং । তবে শুটুং হবে কোনও পাহাড়ি জায়গায় । আর তার জন্য পরিচালকের প্রথম পছন্দ সিকিম, না হলে অন্য কোনও পাহাড় ।
এই ছবি প্রসঙ্গে পরিচালক শুভেন্দু রাজ ঘোষ ETV ভারতকে বলেন, "প্ৰত্যেক মার্ডার মিস্ট্রির মধ্যে কিছু কিছু জিনিস থাকে । এখানে সতর্কতা আছে । রশিদ ইকবালের কাছে যখন গল্পটা শুনলাম আমার মনে হল এটা নিয়ে ছবি করা যায় ।"
'সুরুর' প্রযোজনা করেছে M S ফিল্মস অ্যান্ড প্রোডাকশনস এবং সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বব এস.এন ।