ETV Bharat / sitara

The Kashmir Files Business: ব্যবসার দৌড়ে 'দঙ্গল'-কে পিছনে ফেলে 'বাহুবলী 2'-কে প্রায় ধরে ফেলল 'দ্য কাশ্মীর ফাইলস' - The Kashmir Files Box Office Milestones

অষ্টম দিনের ব্যবসার নিরিখে 'দঙ্গল'-কে পিছনে ফেলে বাহুবলী 2-এর মত ব্লক বাস্টার হিট ছবিকে প্রায় ছুঁয়ে ফেলল 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files box office ) ৷ অষ্টম দিনে 'দ্য কাশ্মীর ফাইলস' তুলল 19.15 কোটি টাকা সেখানে 'বাহুবলী 2'-এর ব্যবসা ছিল 19.75 টাকার ৷

The Kashmir Files
ব্যবসার দৌড়ে 'দঙ্গল'-কে পিছনে ফেলে 'বাহুবলী 2'-কে প্রায় ধরে ফেলল 'দ্য কাশ্মীর ফাইলস'
author img

By

Published : Mar 19, 2022, 1:16 PM IST

হায়দরাবাদ : পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' যে ব্যবসায়িকভাবে সফল হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল প্রথম কয়েকদিনেই ৷ তবে অনেকেই মনে করেছিলেন অক্ষয় কুমারের 'বচ্চন পান্ডে'-র মুক্তির পর হয়ত কিছুটা ধাক্কা খেতে পারে এই ছবির ব্যবসা ৷ কিন্তু ধাক্কা খাওয়া দূর বরং অষ্টম দিনেই 'বাহুবলী-2'- এর মত ব্লকবাস্টারকে প্রায় ছুঁয়ে ফেলে রেকর্ড তৈরি করল এই ছবি (The Kashmir Files Box Office Milestones)৷

সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের টুইটার হ্য়ান্ডেল থেকে জানিয়েছেন, ইতিহাস তৈরি করেছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি ৷ অষ্টম দিনে ব্যবসার চিত্র: দ্য কাশ্মীর ফাইলস: 19.15 কোটি, বাহুবলী-2 : 19.75 কোটি , দঙ্গল : 18.59 ৷ তরণ এও জানিয়েছেন, অষ্টম দিনের এই ব্যবসার পর একশো কোটির ক্লাবেও পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ ইতিমধ্যেই 116.45 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷

আরও পড়ুন : ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালকের জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রের

কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া নব্বই দশকের অত্যাচারের কাহিনিকে তুলে ধরেছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ অষ্টম দিনের ব্যবসা বলছে, আমির খানের 'আইকনিক ব্লকবাস্টার' 'দঙ্গল'-এর থেকেও তা অনেক বেশি দর্শকদের নজর আকর্ষণ করেছে ৷ এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করা হয়েছে এই ছবিকে ৷

হায়দরাবাদ : পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' যে ব্যবসায়িকভাবে সফল হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল প্রথম কয়েকদিনেই ৷ তবে অনেকেই মনে করেছিলেন অক্ষয় কুমারের 'বচ্চন পান্ডে'-র মুক্তির পর হয়ত কিছুটা ধাক্কা খেতে পারে এই ছবির ব্যবসা ৷ কিন্তু ধাক্কা খাওয়া দূর বরং অষ্টম দিনেই 'বাহুবলী-2'- এর মত ব্লকবাস্টারকে প্রায় ছুঁয়ে ফেলে রেকর্ড তৈরি করল এই ছবি (The Kashmir Files Box Office Milestones)৷

সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের টুইটার হ্য়ান্ডেল থেকে জানিয়েছেন, ইতিহাস তৈরি করেছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি ৷ অষ্টম দিনে ব্যবসার চিত্র: দ্য কাশ্মীর ফাইলস: 19.15 কোটি, বাহুবলী-2 : 19.75 কোটি , দঙ্গল : 18.59 ৷ তরণ এও জানিয়েছেন, অষ্টম দিনের এই ব্যবসার পর একশো কোটির ক্লাবেও পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ ইতিমধ্যেই 116.45 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷

আরও পড়ুন : ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালকের জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রের

কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া নব্বই দশকের অত্যাচারের কাহিনিকে তুলে ধরেছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ অষ্টম দিনের ব্যবসা বলছে, আমির খানের 'আইকনিক ব্লকবাস্টার' 'দঙ্গল'-এর থেকেও তা অনেক বেশি দর্শকদের নজর আকর্ষণ করেছে ৷ এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করা হয়েছে এই ছবিকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.