নয়াদিল্লি, 6 জুন : সবে দু দিন হয়েছে অ্যামাজন ভিডিয়োয় স্ট্রিমিং শুরু হয়েছে দ্য ফ্যামিলি ম্যান টু-এর ৷ আর এর মধ্যেই এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্র মনোজ বাজপেয়ির দাবি, ভক্তরা এখন থেকেই এর তৃতীয় অধ্যায় দেখার জন্য হাঁকপাঁক শুরু করে দিয়েছেন ৷ শুক্রবারই মুক্তি পেয়েছে রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকের-র এই নয়া সিরিজ ৷
দ্বিতীয় ভাগেও পারিবারিক জীবন ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে দেখা যায় গোয়েন্দা বিভাগের অফিসার মনোজ বাজপেয়িকে, যাঁর চরিত্রের নাম শ্রীকান্ত তিওয়ারি ৷ এই অ্যাকশন থ্রিলারের তৃতীয় অধ্যায় হলে গল্প কীভাবে এগোবে, তা নিয়ে আপাতত কিছু ভাবতে পারছেন না বলে জানিয়েছেন মনোজ ৷
আরও পড়ুন: নিখিলে-যশে পার্থক্য নেই, নিজের পরিচয়েই সন্তানকে বড় করুক নুসরত: তসলিমা
তিনি বলেন, "একটা সিজন তৈরি করতেই অনেক কিছু করতে হয় ৷ অ্যামাজন ও রাজ এবং ডিকে এর তৃতীয় অধ্যায় করতে চাইলে আমি অবশ্যই খুশি হব ৷ তবে তার আগে লেখাটা শেষ হতে হবে ৷ সব ফরম্যালিটিস শেষ হতে হবে ৷ তবে মানুষ এখন থেকেই তৃতীয় অধ্যায় দেখার জন্য উত্সাহ দেখাচ্ছেন ৷" তবে এই সিরিজ যে কখনওই ওয়ান ম্যান শো নয়, তা স্পষ্ট করে দিয়েছেন মনোজ ৷