মুম্বই, 19 মার্চ: অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল অভিষেক বচ্চনের আপকামিং ফিল্ম দ্য বিগ বুলের ট্রেলার ৷ 3 মিনিট 8 সেকেন্ডের ট্রেলারে দর্শক মনে আশা জাগাচ্ছেন জুনিয়র বচ্চন ৷
কুকি গুলাটি পরিচালিত এই ফিল্ম হর্ষদ মেহতার শেয়ারবাজার কেলেঙ্কারির উপর ভিত্তি করে তৈরি ৷ ট্রেলারে অভিষেকের অবতার নজর কেড়েছে সিনেপ্রেমীদের ৷ ফিল্মে অভিষেকের চরিত্রের নাম হেমন্ত শাহ ৷ হেমন্ত শাহ কীভাবে নিপুণ ছক করে দেশের ইতিহাসের বৃহত্তম শেয়ারবাজার দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তারই এক ঝলক তুলে ধরা হয়েছে ট্রেলারে ৷ ট্রেলারে দেখা গিয়েছে ইলিয়ানা ডি'ক্রুজ়কেও ৷ তিনি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন ৷ তাঁর চরিত্রের নাম সুচেতা দালাল ৷
সোশ্যাল মিডিয়ায় দ্য বিগ বুলের ট্রেলার শেয়ার করেন অভিষেক বচ্চন ও অজয় দেবগণ ৷ ক্যাপশনে অভিষেক লিখেছেন, "দ্য বিগ বুল - অফিসিয়াল ট্রেলার ৷ এটা শুধু একটা কেলেঙ্কারিই নয়, এটা ছিল সব কেলেঙ্কারির জননী ৷ প্রকাশ্যে দ্য বিগ বুলের ট্রেলার ৷ ডিজ়নি প্লাস হটস্টার ভিআইপি-তে 8 এপ্রিল মুক্তি পাচ্ছে দ্য বিগ বুল ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কথা ছিল, 2020 সালের 23 অক্টোবর ছবিটি মুক্তি পাবে ৷ তবে করোনাভাইরাসের আবহে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় ৷ পরে চিত্রনির্মাতারা জানান, ডিজিট্যালি মুক্তি পাবে এই ফিল্ম ৷ 2019 সালের সেপ্টেম্বর থেকে এই ফিল্মের শ্যুটিং শুরু করেছেন অভিষেক বচ্চন ৷ এরপর কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন শ্যুটিং বন্ধ থাকার পর ফের শুরু হয় শ্যুটিং ৷ শেষ হয় বাকি ছবির কাজ ৷
আরও পড়ুন: দেশের বৃহত্তম দুর্নীতির পর্দা ফাঁস অভিষেকের, নজরকাড়া দ্য বিগ বুলের টিজ়ার
1980 থেকে 1990 সালের মধ্যে স্টক ব্রোকার হর্ষদ মেহেতার আর্থিক দুর্নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ফিল্ম । অভিষেকের চরিত্র স্টক ব্রোকার হর্ষদ মেহতার অনুপ্রেরণায় তৈরি । জ্যোতি মেহেতার চরিত্রে অভিনয় করছেন নিকিতা দত্ত। 1992 সালের স্টক ব্রোকার দুর্নীতিকে আজও দেশের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে ধরা হয় । প্রায় 5 হাজার কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল হর্ষদ-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে । সেই কেলেঙ্কারির নানা কথা তুলে ধরবেন অভিষেক বচ্চন ও অজয় দেবগণ ।