ETV Bharat / sitara

সব বিতর্ক কাটিয়ে নির্দিষ্ট দিনেই মুক্তি 'টেকো'-র

মুক্তি পেল অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবি 'টেকো'। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।

Teko Ritwik Chakrabarty
author img

By

Published : Nov 23, 2019, 12:53 PM IST

কলকাতা : বিজ্ঞাপন সংস্থার প্রলোভনে পা দিয়ে এক ব্যক্তি মাথার বেশিরভাগ চুল খুইয়ে বসলেন। এই ঘটনা খুব একটা নতুন নয় আমাদের চারপাশে। এরকমই এক থিমকে নিয়ে অভিমন্যু মুখার্জির নতুন ছবি 'টেকো'। ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

ঋত্বিক বললেন, "আমাদের 22 তারিখই মুক্তির দিন ছিল, আর 22 তারিখই রিলিজ় করল। যে টুকু যা বাধা ছিল, তার জন্য ছবির মুক্তিতে কোনও প্রভাব পড়েনি। সোশাল মিডিয়ায় মানুষ বারবার জানতে চেয়েছে ছবিটা সম্পর্কে, ভালো লাগছে সেটা জানিয়েছে। এবার দেখে জানান কেমন লাগল..."

আরও পড়ুন : আমি বা পাভেল কোথাও থেকে টুকিনি : অভিমন্যু মুখার্জি

'টেকো'-র উপর স্থগিতাদেশ জারি হয়েছিল কয়েকদিন আগে। এক বিপণন সংস্থার দাবিতে বলবৎ হয়েছিল সেই আদেশ। কিন্তু, কয়েকটি দৃশ্যে ছোটোখাটো পরিবর্তন এনে নতুন করে সাজানো হয়েছে ছবিটিকে।

এদিন উপস্থিত ছিলেন ঋত্বিকের স্ত্রী ও অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। তিনি বললেন, "খুব সিরিয়াস বিষয়কে খুব মজার করে বলা হয়েছে। আমার মনে হয় ছবিটা আপনাদের খুব ভালো লাগবে..আসুন দেখুন লেটস হ্যাভ ফান।"

আর বাকিরা কী বললেন ছবি প্রসঙ্গে? দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : বিজ্ঞাপন সংস্থার প্রলোভনে পা দিয়ে এক ব্যক্তি মাথার বেশিরভাগ চুল খুইয়ে বসলেন। এই ঘটনা খুব একটা নতুন নয় আমাদের চারপাশে। এরকমই এক থিমকে নিয়ে অভিমন্যু মুখার্জির নতুন ছবি 'টেকো'। ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

ঋত্বিক বললেন, "আমাদের 22 তারিখই মুক্তির দিন ছিল, আর 22 তারিখই রিলিজ় করল। যে টুকু যা বাধা ছিল, তার জন্য ছবির মুক্তিতে কোনও প্রভাব পড়েনি। সোশাল মিডিয়ায় মানুষ বারবার জানতে চেয়েছে ছবিটা সম্পর্কে, ভালো লাগছে সেটা জানিয়েছে। এবার দেখে জানান কেমন লাগল..."

আরও পড়ুন : আমি বা পাভেল কোথাও থেকে টুকিনি : অভিমন্যু মুখার্জি

'টেকো'-র উপর স্থগিতাদেশ জারি হয়েছিল কয়েকদিন আগে। এক বিপণন সংস্থার দাবিতে বলবৎ হয়েছিল সেই আদেশ। কিন্তু, কয়েকটি দৃশ্যে ছোটোখাটো পরিবর্তন এনে নতুন করে সাজানো হয়েছে ছবিটিকে।

এদিন উপস্থিত ছিলেন ঋত্বিকের স্ত্রী ও অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। তিনি বললেন, "খুব সিরিয়াস বিষয়কে খুব মজার করে বলা হয়েছে। আমার মনে হয় ছবিটা আপনাদের খুব ভালো লাগবে..আসুন দেখুন লেটস হ্যাভ ফান।"

আর বাকিরা কী বললেন ছবি প্রসঙ্গে? দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: সব বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেল অভিমুন্য মুখার্জি পরিচালিত নতুন ছবি টেকো। ছবির বিষয়বস্তু ভুয়া বিজ্ঞাপন এবং তার দ্বারা প্রতারিত হওয়াকে কেন্দ্র করে। অনেক আমরা বিজ্ঞাপনের প্রলোভনে এমন অনেক জিনিস ব্যবহার করি আসলে ভালো চাইতে খারাপই হয়। আর এমন একটি বিভ্রান্তি মূলক বিজ্ঞাপন হলো অসময়ে চুল উঠে গেলে বা পড়ে গেলে ওষুধ বা তেলের মাধ্যমে নতুন করে মাথায় চুল গজিয়ে তোলা। এমনই এক সমস্যাকে বড় পর্দায় তুলে ধরেন পরিচালক অভিমন্যু মুখার্জি। গতকাল আয়োজন করা হয়েছিল ছবি এক স্পেশাল স্পিনিংয়ের।যেখানে উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, অপরাজিতা ঘোষ দাস, মানালি দে,কাঞ্চন মল্লিক, অনীক দত্ত সহ আরো অনেকে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.