কলকাতা : তানসেনের তানপুরা পাওয়া মানে সংগীতের একটা মাত্রা অতিক্রম করা । যাঁর সংগীতের জ্ঞান সর্বোচ্চ, সেই পাবে এই তানপুরা । বিষয়টি আসলে রূপক । কিছু ধাঁধারও সমাধান করতে হবে। 'তানসেনের তানপুরা' আসলে একটি ওয়েব সিরিজ় । SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
সিরিজ়ে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, জয়তি ভাটিয়া, সুজন মুখোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় এবং রঞ্জন । ওয়েব সিরিজ়টি পরিচালনা করেন সৌমিক চট্টোপাধ্যায় ।
আলাপ (বিক্রম চট্টোপাধ্যায়) এবং শ্রুতি (রূপসা চট্টোপাধ্যায়) এই ওয়েব সিরিজ়ের প্রধান দুই চরিত্র । তারা প্রেমিক-প্রেমিকা । শ্রুতির পরিবারের কাছে অনেক প্রজন্ম ধরে একটি তানপুরা রয়েছে । কিন্তু সেটি কোথায় রয়েছে, তা কেউ জানে না । সেটি খুঁজে বের করাই হল ছবির আসল বিষয় । সেটি খোঁজার মধ্যে দিয়েই এগিয়ে যাবে গল্প ।
কে পাবে 'তানসেনের তানপুরা' ?
SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে 'তানসেনের তানপুরা' সিরিজ়টি । অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, জয়তি ভাটিয়া, সুজন মুখোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় এবং রঞ্জন ।
কলকাতা : তানসেনের তানপুরা পাওয়া মানে সংগীতের একটা মাত্রা অতিক্রম করা । যাঁর সংগীতের জ্ঞান সর্বোচ্চ, সেই পাবে এই তানপুরা । বিষয়টি আসলে রূপক । কিছু ধাঁধারও সমাধান করতে হবে। 'তানসেনের তানপুরা' আসলে একটি ওয়েব সিরিজ় । SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
সিরিজ়ে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, জয়তি ভাটিয়া, সুজন মুখোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় এবং রঞ্জন । ওয়েব সিরিজ়টি পরিচালনা করেন সৌমিক চট্টোপাধ্যায় ।
আলাপ (বিক্রম চট্টোপাধ্যায়) এবং শ্রুতি (রূপসা চট্টোপাধ্যায়) এই ওয়েব সিরিজ়ের প্রধান দুই চরিত্র । তারা প্রেমিক-প্রেমিকা । শ্রুতির পরিবারের কাছে অনেক প্রজন্ম ধরে একটি তানপুরা রয়েছে । কিন্তু সেটি কোথায় রয়েছে, তা কেউ জানে না । সেটি খুঁজে বের করাই হল ছবির আসল বিষয় । সেটি খোঁজার মধ্যে দিয়েই এগিয়ে যাবে গল্প ।