ETV Bharat / sitara

সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার - শ্রীলেখা মিত্রের হট ছবি

ঘোর বর্ষায় ইন্টারনেটে আগুন ধরালেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ৷ দুই অভিনেত্রীই তাঁদের সিক্ত শরীরের হট ছবি পোস্ট করেছেন ৷ স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে নেটিজেনদের মনে ৷

swastika mukherjee sreelekha mitra enjoying rainy season, post hot pics
সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার
author img

By

Published : Jun 18, 2021, 12:35 PM IST

কলকাতা, 18 জুন : বর্ষা আগত দ্বারে ৷ গত তিন দিন ধরে অবিরাম নেমে আসছে বারিধারা ৷ কখনও ঝিরঝিরে, আবার কখনও ঝমঝমিয়ে ৷ বর্ষারানির আগমণে হৃদয় ময়ূরের মতো নেচে উঠেছে অনেকেরই ৷ বৃষ্টির আমেজ পুরোদমে উপভোগ করছেন সেলেব্রিটিরাও ৷ তারই আঁচ মিলল বাংলার দুই দাপুটে অভিনেত্রীর সোশ্যাল দেওয়ালে ৷

বলছি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) কথা ৷ বর্ষায় বিদ্যুতের তারে শর্টসার্কিটের সম্ভাবনা থাকে ৷ তবে এই বর্ষায় দুই অভিনেত্রীর সামাজিক পাতায় চোখ রাখলেও লাগতে পারে 440 ভোল্ট ৷ নাগাড়ে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আমেজ মুহূর্তে উধাও হয়ে যেতে পারে ৷ কারণ স্বস্তিকা ও শ্রীলেখা এমন দুটি ছবি পোস্ট করেছেন, যা আগুন জ্বালিয়ে দিয়েছে ইন্টারনেটে ৷ চলছে লাইক ও কমেন্টের বন্যা ৷

আরও পড়ুন: নীল আকাশ, সবুজ জলরাশি... অস্ট্রিয়াতে কেমন কাটছে পরিণীতির ছুটি ?

স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি পোস্ট করেছেন, তা দেখে মনে হচ্ছে সেটা তাঁর চানঘরের ছবি ৷ চোখ, মুখ ও সারা শরীর দিয়ে জল চুঁয়ে পড়ছে ৷ উন্মুক্ত বসনা অভিনেত্রীর নীল চোখের ধারালো চাহনি হাজার হাজার পুরুষকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট ৷ এই ছবি চানঘরের হলেও স্বস্তিকার গলার নেকলেস যেন ছবিটিকে আলাদা মাত্রা দেয় ৷ ছবিটি পোস্ট করে ক্য়াপশনে উইলিয়াম শেক্সপিয়রের লেখা দুটি লাইন লিখেছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "আমি প্রার্থনা করি, আমার প্রেমে পড়ো না ৷ কারণ মদ্যপানের পর করা শপথের থেকেও আমি বেশি কৃত্রিম ৷"

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

একদিকে স্বস্তিকা যখন চানঘরের গান গেয়ে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন, তখনই বর্ষায় আবারও প্রেমে পড়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তিনিও একটি সিক্তবসনা ছবি পোস্ট করেছেন ৷ তবে চানঘরের নয়, তিনি আপাদমস্তক ভিজেছেন বৃষ্টিতে ৷ ঘন আকাশী নীল শাড়ি, সঙ্গে নীল এক গাছা চুরিতে যেন তাঁর শরীরে নেমে এসেছে বর্ষার মেঘ ৷ গালে, কাঁধে চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে ৷ এক কথায় মোহময়ী রূপে ধরা দিয়েছেন শ্রীলেখা ৷ যা তোলপাড় ফেলে দিয়েছে নেটপাড়ায় ৷ ছবির ক্যাপশনে সেই উত্তাপ আরও চড়িয়েছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "থোড়া সা রুমানি হো যায়ে...৷" রুমানি কথাটির অর্থ রোম্যান্টিক ৷

আরও পড়ুন: পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয়

শ্রীলেখার এই আবেদনে সাড়া দিয়ে ইন্টারনেট কমেন্টের বন্যায় বানভাসি ৷ সবারই মন উড়ু উড়ু ৷ আর মুখে দু কলি, "টিপ টিপ বরসা পানি, পানি নে আগ লগাই..."

কলকাতা, 18 জুন : বর্ষা আগত দ্বারে ৷ গত তিন দিন ধরে অবিরাম নেমে আসছে বারিধারা ৷ কখনও ঝিরঝিরে, আবার কখনও ঝমঝমিয়ে ৷ বর্ষারানির আগমণে হৃদয় ময়ূরের মতো নেচে উঠেছে অনেকেরই ৷ বৃষ্টির আমেজ পুরোদমে উপভোগ করছেন সেলেব্রিটিরাও ৷ তারই আঁচ মিলল বাংলার দুই দাপুটে অভিনেত্রীর সোশ্যাল দেওয়ালে ৷

বলছি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) কথা ৷ বর্ষায় বিদ্যুতের তারে শর্টসার্কিটের সম্ভাবনা থাকে ৷ তবে এই বর্ষায় দুই অভিনেত্রীর সামাজিক পাতায় চোখ রাখলেও লাগতে পারে 440 ভোল্ট ৷ নাগাড়ে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আমেজ মুহূর্তে উধাও হয়ে যেতে পারে ৷ কারণ স্বস্তিকা ও শ্রীলেখা এমন দুটি ছবি পোস্ট করেছেন, যা আগুন জ্বালিয়ে দিয়েছে ইন্টারনেটে ৷ চলছে লাইক ও কমেন্টের বন্যা ৷

আরও পড়ুন: নীল আকাশ, সবুজ জলরাশি... অস্ট্রিয়াতে কেমন কাটছে পরিণীতির ছুটি ?

স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি পোস্ট করেছেন, তা দেখে মনে হচ্ছে সেটা তাঁর চানঘরের ছবি ৷ চোখ, মুখ ও সারা শরীর দিয়ে জল চুঁয়ে পড়ছে ৷ উন্মুক্ত বসনা অভিনেত্রীর নীল চোখের ধারালো চাহনি হাজার হাজার পুরুষকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট ৷ এই ছবি চানঘরের হলেও স্বস্তিকার গলার নেকলেস যেন ছবিটিকে আলাদা মাত্রা দেয় ৷ ছবিটি পোস্ট করে ক্য়াপশনে উইলিয়াম শেক্সপিয়রের লেখা দুটি লাইন লিখেছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "আমি প্রার্থনা করি, আমার প্রেমে পড়ো না ৷ কারণ মদ্যপানের পর করা শপথের থেকেও আমি বেশি কৃত্রিম ৷"

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

একদিকে স্বস্তিকা যখন চানঘরের গান গেয়ে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন, তখনই বর্ষায় আবারও প্রেমে পড়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তিনিও একটি সিক্তবসনা ছবি পোস্ট করেছেন ৷ তবে চানঘরের নয়, তিনি আপাদমস্তক ভিজেছেন বৃষ্টিতে ৷ ঘন আকাশী নীল শাড়ি, সঙ্গে নীল এক গাছা চুরিতে যেন তাঁর শরীরে নেমে এসেছে বর্ষার মেঘ ৷ গালে, কাঁধে চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে ৷ এক কথায় মোহময়ী রূপে ধরা দিয়েছেন শ্রীলেখা ৷ যা তোলপাড় ফেলে দিয়েছে নেটপাড়ায় ৷ ছবির ক্যাপশনে সেই উত্তাপ আরও চড়িয়েছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "থোড়া সা রুমানি হো যায়ে...৷" রুমানি কথাটির অর্থ রোম্যান্টিক ৷

আরও পড়ুন: পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয়

শ্রীলেখার এই আবেদনে সাড়া দিয়ে ইন্টারনেট কমেন্টের বন্যায় বানভাসি ৷ সবারই মন উড়ু উড়ু ৷ আর মুখে দু কলি, "টিপ টিপ বরসা পানি, পানি নে আগ লগাই..."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.