মুম্বই : 2020 সালে জাতীয় স্তরে বেশ নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । 'পাতাললোক' বা 'দিল বেচারা'-র মতো সুপারহিট প্রজেক্টে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে । তবে কাজ করা আর প্রশংসিত হওয়ার মধ্যে একটা পার্থক্য থাকে ।
স্বস্তিকার অভিনয় জাতীয় স্তরের সমালোচকদের মনে ধরেছে । আর সেই জন্যই জাতীয় স্তরে ফিল্ম সমালোচকদের সংগঠন 'দ্য ফিল্ম ক্রিটিক্স গিল্ড'-এর 'ক্রিটিক্স চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড'-এ সেরা অভিনেত্রীর মনোনয়নে জায়গা করে নিয়েছেন স্বস্তিকা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে মজার ব্যাপার হল স্বস্তিকার এই মনোনয়ন কোনও হিন্দি ছবির জন্য় নয়, তাঁর বাংলা ছবি 'তাসের ঘর'-এর জন্য । সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ছবির মনোনয়নেও রয়েছে সুদীপ রায় পরিচালিত 'তাসের ঘর' ।
'উইডো অফ সাইলেন্স'-এর জন্য শিল্পী মারওয়াহা, 'থাপ্পড়'-এর জন্য তাপসী পান্নু, 'স্যর'-এর জন্য তিলোত্তমা সোমের মতো অভিনেতাদের পাশে একমাত্র বাংলা ছবি 'তাসের ঘর'-এর স্বস্তিকা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সেরা পুরুষ অভিনেতার মনোনয়নে রয়েছন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ি বা পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা ।