কলকাতা : সুপ্রিয়া দেবী অর্থাৎ টলিউডের প্রিয় বেণুদির হাতের রান্নার কথা জানেন সবাই। তাঁর রান্নার প্রশংসা করেছেন স্বয়ং উত্তম কুমারও। এবার সুপ্রিয়া দেবীর এই স্পেশাল ডিশগুলো সামনে নিয়ে আসছেন তাঁর মেয়ে সোমা চৌধুরি। ফেসবুকে একটি আলাদা পেজ খুলেছেন তিনি এই বিষয়ে। খুব তাড়াতাড়ি সেই পেজে সুপ্রিয়া দেবীর নিরামিষ খাবারের একটি স্পেশাল রেসিপি দিতে চলেছেন সোমা দেবী। ফেসবুকে তিনি শেয়ার করেছেন সেই খবর।
ফেসবুকে সোমা দেবী লিখেছেন, "আমার মা সুপ্রিয়া দেবীর অভিনয় ছাড়াও রান্না ছিল দ্বিতীয় প্যাশন। অত বড় অভিনেত্রী হওয়া সত্ত্বেও, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবদের নিজের হাতে রান্না করে না খাওয়ালে মা শান্তি পেত না। আর বাবি উত্তমকুমার তো মায়ের রান্না না হলে মুখেই দিতে চাইত না।"
তিনি আরও লিখেছেন, "অসাধারণ সব ভার্সেটাইল ক্যারেক্টার্স করা আমার মা সুপ্রিয়া দেবী বেসিকালি ছিল পুরোপুরি সাধারণ বাঙালি মেয়ে। ঘর-সংসার-স্বামী যাঁর সব এবং সবার ওপরে......
সামনের সপ্তাহে নিয়ে আসছি মায়ের স্পেশাল নিরামিষ আইটেম.....সঙ্গে থাকুন।"
নাতি ও অভিনেতা শন ব্যানার্জি আবার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই পোস্টটি।