ETV Bharat / sitara

Supreme Court On Gangubai Kathiawadi : জন্মদিনে সুখবর পেলেন সঞ্জয়, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি-কে সবুজ সংকেত আদালতের - Supreme Court gives green light On Gangubai Kathiawadi issue

25 ফেব্রুয়ারিই মুক্তি পেতে চলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ ছবি মুক্তি স্থগিত করার জন্য আবেদন খারিজ করে দিল সু্প্রিম কোর্ট (Supreme Court gives green light On Gangubai Kathiawadi issue) ৷

Supreme Court On Gangubai Kathiawadi
জন্মদিনে সুখবর পেলেন সঞ্জয়, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি-কে সবুজ সংকেত আদালতের
author img

By

Published : Feb 24, 2022, 5:44 PM IST

Updated : Feb 24, 2022, 5:54 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : জন্মদিনে সুখবর পেলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ 25 ফেব্রুয়ারিই মুক্তি পেতে চলেছে সঞ্জয়-আলিয়া জুটির বহু প্রতিক্ষিত প্রথম ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ ছবি মুক্তি স্থগিত করার জন্য় আবেদন জানানো হলেও সেই আর্জি সম্পুর্ণ খারিজ করে দিয়েছে সু্প্রিম কোর্ট (Supreme Court On Gangubai Kathiawadi Controversy) ৷ বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চ ছবি মুক্তির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে।

'রামলীলা', 'পদ্মাবত'-এর মত ছবিগুলির ক্ষেত্রে এর আগেও বির্তকে জড়াতে হয়েছিল এই বর্ষীয়ান পরিচালককে ৷ আদালতের নির্দেশে ছবির নামও বদল করতে হয়েছিল তাঁকে ৷ 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ক্ষেত্রেও নিজেকে গাঙ্গুবাঈয়ের দত্তকপুত্র বলে দাবি করা বাবুজি শাহ বিতর্কের সূত্রপাত করেন ৷ তিনি বলেন, "আমার মাকে যৌনকর্মীর ভূমিকায় দেখানো হয়েছে ৷ লোকজন এখন আমার মা সম্পর্কে নোংরা কথা তুলছে ৷" সেই কারণে আইনের আশ্রয় নেন তিনি ৷ একই দাবি তুলেছিলেন গাঙ্গু কন্যা ববিতা গৌড়াও ৷ তিনি পরিষ্কার জানান তাঁর মা একজন সমাজকর্মী ছিলেন ৷

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ?

যদিও এবার ছবির মুক্তির ক্ষেত্রে পুরোপুরি সবুজ সংকেত দিল আদালত ৷ শুনানিতে সঞ্জয়ের পক্ষের আইনজীবী আদালতে স্পষ্টতই জানান যে, ছবিতে গাঙ্গুবাঈকে একেবারেই ভূলভাবে চিত্রিত করা হয়নি ৷ একইসঙ্গে বাবুজি শাহও আদালতের কাছে প্রমাণ করতে পারেননি যে তিনি গাঙ্গুবাঈয়ের দত্তকপুত্র ৷ সেই কারণেই এই মামলা খারিজ করে দেয় আদালত ৷

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : জন্মদিনে সুখবর পেলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ 25 ফেব্রুয়ারিই মুক্তি পেতে চলেছে সঞ্জয়-আলিয়া জুটির বহু প্রতিক্ষিত প্রথম ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ ছবি মুক্তি স্থগিত করার জন্য় আবেদন জানানো হলেও সেই আর্জি সম্পুর্ণ খারিজ করে দিয়েছে সু্প্রিম কোর্ট (Supreme Court On Gangubai Kathiawadi Controversy) ৷ বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চ ছবি মুক্তির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে।

'রামলীলা', 'পদ্মাবত'-এর মত ছবিগুলির ক্ষেত্রে এর আগেও বির্তকে জড়াতে হয়েছিল এই বর্ষীয়ান পরিচালককে ৷ আদালতের নির্দেশে ছবির নামও বদল করতে হয়েছিল তাঁকে ৷ 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ক্ষেত্রেও নিজেকে গাঙ্গুবাঈয়ের দত্তকপুত্র বলে দাবি করা বাবুজি শাহ বিতর্কের সূত্রপাত করেন ৷ তিনি বলেন, "আমার মাকে যৌনকর্মীর ভূমিকায় দেখানো হয়েছে ৷ লোকজন এখন আমার মা সম্পর্কে নোংরা কথা তুলছে ৷" সেই কারণে আইনের আশ্রয় নেন তিনি ৷ একই দাবি তুলেছিলেন গাঙ্গু কন্যা ববিতা গৌড়াও ৷ তিনি পরিষ্কার জানান তাঁর মা একজন সমাজকর্মী ছিলেন ৷

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ?

যদিও এবার ছবির মুক্তির ক্ষেত্রে পুরোপুরি সবুজ সংকেত দিল আদালত ৷ শুনানিতে সঞ্জয়ের পক্ষের আইনজীবী আদালতে স্পষ্টতই জানান যে, ছবিতে গাঙ্গুবাঈকে একেবারেই ভূলভাবে চিত্রিত করা হয়নি ৷ একইসঙ্গে বাবুজি শাহও আদালতের কাছে প্রমাণ করতে পারেননি যে তিনি গাঙ্গুবাঈয়ের দত্তকপুত্র ৷ সেই কারণেই এই মামলা খারিজ করে দেয় আদালত ৷

Last Updated : Feb 24, 2022, 5:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.