ETV Bharat / sitara

Supreme Court On Gangubai Kathiawadi : পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ? - Supreme Court On Gangubai Kathiawadi Controversy

নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ক্ষেত্রেও বিতর্কের মধ্য়স্থতা করতে গিয়ে নাম বদলের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court On Gangubai Kathiawadi Controversy) ৷ আজকের শুনানিতে ভাগ্য় নির্ধারণ ৷

Gangubai Kathiawadi Controversy
পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম?
author img

By

Published : Feb 24, 2022, 10:10 AM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : জন্মদিনের আগের দিনটা ভাল কাটল না পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্য় ৷ 'রামলীলা', 'পদ্মাবত'-এর মত ছবিগুলির ক্ষেত্রে আদালতের নির্দেশে নাম বদল করতে হয়েছিল এই বর্ষীয়ান পরিচালককে ৷ এবার তাঁর নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ক্ষেত্রেও বিতর্কের মধ্য়স্থতা করতে গিয়ে নাম বদলের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্দায় আসতে চলেছে সঞ্জয় আলিয়া জুটির বহু প্রতিক্ষিত প্রথম ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Supreme Court On Gangubai Kathiawadi Controversy) ৷

ট্রেলার সামনে আসতে না আসতেই বনশালির এই ছবি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গাঙ্গুবাঈয়ের দত্তকপুত্র বাবুজি শাহ আগেই বলেছিলেন, "আমার মাকে যৌনকর্মীর ভূমিকায় দেখানো হয়েছে ৷ লোকজন এখন আমার মা সম্পর্কে নোংরা কথা তুলছে ৷"সেই কারণে আইনের আশ্রয় নেন তিনি ৷ একই দাবি তুলেছেন গাঙ্গু কন্যা ববিতা গৌড়াও ৷ তিনি পরিস্কার জানান তাঁর মা একজন সমাজকর্মী ছিলেন ৷ এছাড়াও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে এই ছবির মুক্তি স্থগিত রাখার জন্য় ৷

আরও পড়ুন : ক্ষুব্ধ গাঙ্গুবাঈয়ের পরিবার, ছবি মুক্তির আগে বিতর্কে বানশালি

তার ভিত্তিতেই বুধবার এই পরামর্শ দিয়েছে আদালত ৷ পরিচালকের আইনজীবী অবশ্য জানিয়েছেন এই বিষয়ে তিনি সঞ্জয়ের সঙ্গে কথা বলবেন, তারপর 24 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের শুনানিতে তিনি আদালতকে তাঁর সিদ্ধান্ত জানাবেন ৷ অর্থাৎ পরিচালকের জন্মদিনেই জানা যাবে কী রয়েছে তাঁর নতুন ছবির ভাগ্যে ৷

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : জন্মদিনের আগের দিনটা ভাল কাটল না পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্য় ৷ 'রামলীলা', 'পদ্মাবত'-এর মত ছবিগুলির ক্ষেত্রে আদালতের নির্দেশে নাম বদল করতে হয়েছিল এই বর্ষীয়ান পরিচালককে ৷ এবার তাঁর নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ক্ষেত্রেও বিতর্কের মধ্য়স্থতা করতে গিয়ে নাম বদলের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্দায় আসতে চলেছে সঞ্জয় আলিয়া জুটির বহু প্রতিক্ষিত প্রথম ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Supreme Court On Gangubai Kathiawadi Controversy) ৷

ট্রেলার সামনে আসতে না আসতেই বনশালির এই ছবি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গাঙ্গুবাঈয়ের দত্তকপুত্র বাবুজি শাহ আগেই বলেছিলেন, "আমার মাকে যৌনকর্মীর ভূমিকায় দেখানো হয়েছে ৷ লোকজন এখন আমার মা সম্পর্কে নোংরা কথা তুলছে ৷"সেই কারণে আইনের আশ্রয় নেন তিনি ৷ একই দাবি তুলেছেন গাঙ্গু কন্যা ববিতা গৌড়াও ৷ তিনি পরিস্কার জানান তাঁর মা একজন সমাজকর্মী ছিলেন ৷ এছাড়াও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে এই ছবির মুক্তি স্থগিত রাখার জন্য় ৷

আরও পড়ুন : ক্ষুব্ধ গাঙ্গুবাঈয়ের পরিবার, ছবি মুক্তির আগে বিতর্কে বানশালি

তার ভিত্তিতেই বুধবার এই পরামর্শ দিয়েছে আদালত ৷ পরিচালকের আইনজীবী অবশ্য জানিয়েছেন এই বিষয়ে তিনি সঞ্জয়ের সঙ্গে কথা বলবেন, তারপর 24 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের শুনানিতে তিনি আদালতকে তাঁর সিদ্ধান্ত জানাবেন ৷ অর্থাৎ পরিচালকের জন্মদিনেই জানা যাবে কী রয়েছে তাঁর নতুন ছবির ভাগ্যে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.