ETV Bharat / sitara

Mahalakshmi Iyer in Super Singer : 'সুপার সিঙ্গার'-এর নয়া পর্বে আসছেন মহালক্ষ্মী আইয়ার - Mahalakshmi Iyer is coming in super singer season 3

এবার গানের রিয়ালিটি শো-এর মঞ্চে সঙ্গীত শিল্পী মহালক্ষ্মী আইয়ার (Mahalakshmi Iyer in Super singer season 3 this week)। প্রতিযোগীদের গান শুনতে হাজির হবেন তিনি।

Super Singer Season 3
'সুপার সিঙ্গার'-এর নয়া পর্বে আসছেন মহালক্ষ্মী আয়ার
author img

By

Published : Feb 18, 2022, 11:28 AM IST

কলকাতা , 18 ফেব্রুয়ারি : সঙ্গীত দুনিয়ায় একের পর এক ইন্দ্রপতন ৷ মনখারপ সঙ্গীতশিল্পী এবং অনুরাগীদের ৷ তার মধ্যেই রিয়ালিটির শোয়ের মঞ্চ থেকে উঠে আসছে নতুন নতুন প্রতিভা । বলা বাহুল্য, কেউ নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হচ্ছে কেউ বা হয়ে যাচ্ছেন 'বিকেলে ভোরের ফুল'। কিন্তু নতুন প্রতিভাকে মঞ্চ দেওয়ার কাজটি নিরন্তর করে চলেছে প্রথম সারির বিনোদন চ্যানেলগুলি । এরকমই একটি মঞ্চ হল 'সুপার সিঙ্গার'। চলছে এর তৃতীয় মরশুম ।

প্রায় প্রতি সপ্তাহেই প্রতিযোগীদের উৎসাহিত করতে মঞ্চে হাজির হন কোনও না কোনও প্রথিতযশা সঙ্গীত শিল্পী । এসেছিলেন বাপ্পিদাও। তাঁকে ঘিরে একটি বিশেষ পর্বও সম্প্রচারিত হয়েছে । তবে সেসবই আজ স্মৃতি। চলতি সপ্তাহে এই গানের মঞ্চে হাজির হবেন আরেক প্রথিতযশা সঙ্গীত শিল্পী মহালক্ষ্মী আইয়ার (Mahalakshmi Iyer in Super singer season 3)। তাঁর কণ্ঠের জাদুর মায়াজালেই চলতি সপ্তাহে মেতে উঠবে সঙ্গীতের এই মঞ্চ । কীভাবে তিনি প্রতিযোগীদের উৎসাহিত করবেন সেটাই দেখার ।

Super Singer Season 3
এবার গানের রিয়ালিটি শো-এ দেখা যাবে মহালক্ষ্মী আইয়ারকে

আরও পড়ুন : চম্বলের সঙ্গে বিশেষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন বাপ্পি লাহিড়ি

'সুর', 'দিল সে', ' হার জিত', 'লে ছক্কা', 'প্রেমের কাহিনী', 'হ্যাটট্রিক', 'ঝুম বারাবার ঝুম, 'অ্যাকশন রিপ্লে', 'আই হেট লাভ স্টোরিজ', 'দিল জো ভি কাহে', 'তারা রাম পাম', 'সালাম-এ-ইশক', 'ফানা', 'স্লামডগ মিলিয়নিয়ার', 'সাথিয়াঁ'-সহ বহু ছবিতে জনপ্রিয় সব গানে গলা দিয়েছেন মহালক্ষী ৷ এসব গান আজও গুনগুন করেন সঙ্গীতপ্রেমীরা ৷ মহালক্ষী গান গেয়েছেন তামিল ছবিতেও । 19 এবং 20 ফেব্রুয়ারির পরস্পর দু'টি পর্বে মন মাতাতে আসছেন মহালক্ষী ।

কলকাতা , 18 ফেব্রুয়ারি : সঙ্গীত দুনিয়ায় একের পর এক ইন্দ্রপতন ৷ মনখারপ সঙ্গীতশিল্পী এবং অনুরাগীদের ৷ তার মধ্যেই রিয়ালিটির শোয়ের মঞ্চ থেকে উঠে আসছে নতুন নতুন প্রতিভা । বলা বাহুল্য, কেউ নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হচ্ছে কেউ বা হয়ে যাচ্ছেন 'বিকেলে ভোরের ফুল'। কিন্তু নতুন প্রতিভাকে মঞ্চ দেওয়ার কাজটি নিরন্তর করে চলেছে প্রথম সারির বিনোদন চ্যানেলগুলি । এরকমই একটি মঞ্চ হল 'সুপার সিঙ্গার'। চলছে এর তৃতীয় মরশুম ।

প্রায় প্রতি সপ্তাহেই প্রতিযোগীদের উৎসাহিত করতে মঞ্চে হাজির হন কোনও না কোনও প্রথিতযশা সঙ্গীত শিল্পী । এসেছিলেন বাপ্পিদাও। তাঁকে ঘিরে একটি বিশেষ পর্বও সম্প্রচারিত হয়েছে । তবে সেসবই আজ স্মৃতি। চলতি সপ্তাহে এই গানের মঞ্চে হাজির হবেন আরেক প্রথিতযশা সঙ্গীত শিল্পী মহালক্ষ্মী আইয়ার (Mahalakshmi Iyer in Super singer season 3)। তাঁর কণ্ঠের জাদুর মায়াজালেই চলতি সপ্তাহে মেতে উঠবে সঙ্গীতের এই মঞ্চ । কীভাবে তিনি প্রতিযোগীদের উৎসাহিত করবেন সেটাই দেখার ।

Super Singer Season 3
এবার গানের রিয়ালিটি শো-এ দেখা যাবে মহালক্ষ্মী আইয়ারকে

আরও পড়ুন : চম্বলের সঙ্গে বিশেষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন বাপ্পি লাহিড়ি

'সুর', 'দিল সে', ' হার জিত', 'লে ছক্কা', 'প্রেমের কাহিনী', 'হ্যাটট্রিক', 'ঝুম বারাবার ঝুম, 'অ্যাকশন রিপ্লে', 'আই হেট লাভ স্টোরিজ', 'দিল জো ভি কাহে', 'তারা রাম পাম', 'সালাম-এ-ইশক', 'ফানা', 'স্লামডগ মিলিয়নিয়ার', 'সাথিয়াঁ'-সহ বহু ছবিতে জনপ্রিয় সব গানে গলা দিয়েছেন মহালক্ষী ৷ এসব গান আজও গুনগুন করেন সঙ্গীতপ্রেমীরা ৷ মহালক্ষী গান গেয়েছেন তামিল ছবিতেও । 19 এবং 20 ফেব্রুয়ারির পরস্পর দু'টি পর্বে মন মাতাতে আসছেন মহালক্ষী ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.