ETV Bharat / sitara

"এই বাংলা আমার, হাসবে আবার"

কোরোনা আশঙ্কার মধ্যেই একটু মোটিভেশন এনে দিল এই গান ।

subhashree ganguly new song
subhashree ganguly new song
author img

By

Published : Apr 17, 2020, 7:33 PM IST

কলকাতা : কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে কয়েকদিন আগে টলিপাড়ায় এক নতুন শর্টফিল্ম তৈরি হয়েছে, নাম 'ঝড় থেমে যাবে একদিন' । আর এবার কোরোনা আশঙ্কার মধ্যেও নতুন পৃথিবীর স্বপ্ন দেখাবে একটি গান । গানটির প্রথম ঝলক নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি ।

গানের কথা শুনেই বোঝা যাচ্ছে সেটি অনুপ্রেরণা জোগাবে শ্রোতাকে, 'এই বাংলা আমার, হাসবে আমার...এই বাংলা আমার, বাঁচবে আমার' । কোরোনা অবসানের পর ফের যেন আমাদের বাংলা ফিরে আসবে স্বাভাবিক ছন্দে ।

subhashree ganguly new song
নিজের বাড়িতেই শুটিং শুভশ্রীর..

গানটিতে অভিনয় করতে দেখা গেল শুভশ্রীকে । অবশ্যই বাড়িতে থেকে শুটিং করেছেন অভিনেত্রী । ক্যাপশনে লিখেছেন, "রাজ্যের মানুষকে একটু উৎসাহ দিতে এই গান । উই শ্য়াল ওভারকাম ।"

গানটি মুক্তির তারিখও জানিয়েছেন তিনি । আগামী 20 এপ্রিল মুক্তি পাবে এই এই গান । শুনে নিন...

কলকাতা : কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে কয়েকদিন আগে টলিপাড়ায় এক নতুন শর্টফিল্ম তৈরি হয়েছে, নাম 'ঝড় থেমে যাবে একদিন' । আর এবার কোরোনা আশঙ্কার মধ্যেও নতুন পৃথিবীর স্বপ্ন দেখাবে একটি গান । গানটির প্রথম ঝলক নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি ।

গানের কথা শুনেই বোঝা যাচ্ছে সেটি অনুপ্রেরণা জোগাবে শ্রোতাকে, 'এই বাংলা আমার, হাসবে আমার...এই বাংলা আমার, বাঁচবে আমার' । কোরোনা অবসানের পর ফের যেন আমাদের বাংলা ফিরে আসবে স্বাভাবিক ছন্দে ।

subhashree ganguly new song
নিজের বাড়িতেই শুটিং শুভশ্রীর..

গানটিতে অভিনয় করতে দেখা গেল শুভশ্রীকে । অবশ্যই বাড়িতে থেকে শুটিং করেছেন অভিনেত্রী । ক্যাপশনে লিখেছেন, "রাজ্যের মানুষকে একটু উৎসাহ দিতে এই গান । উই শ্য়াল ওভারকাম ।"

গানটি মুক্তির তারিখও জানিয়েছেন তিনি । আগামী 20 এপ্রিল মুক্তি পাবে এই এই গান । শুনে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.