ETV Bharat / sitara

দরজায় সান্তা, ঝুলি থেকে কী বেরোল ? - শুভশ্রী গাঙ্গুলির খবর

এই বছর সান্তাক্লজ়ের দেওয়া সবচেয়ে বড় উপহারটা পেয়ে গেছেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী । ছোট্টো ছেলে ইউভানই সেই উপহার । তাই সান্তার ঝোলা থেকে বেরোল ইউভান ।

subhashree ganguly son Yuvaan
subhashree ganguly son Yuvaan
author img

By

Published : Dec 25, 2020, 4:15 PM IST

কলকাতা : বড়দিনটা এবার অন্যরকম রাজ আর শুভশ্রীর জন্য । প্রতিবছর দু'জনে মিলে সেলিব্রেট করেন তাঁরা বছরের শেষটা । বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করে জমে ওঠে সময় । তবে এবছর তাঁদের পুরো দুনিয়াটাই বদলে গেছে, সৌজন্যে ইউভান ।

এই বছর শুভশ্রীর সোশাল মিডিয়া তাই ইউভান-ময় । লাল টুপি পরে খুদের সঙ্গে ছবি শেয়ার করেছেন দম্পতি । ছবির ফোকাল পয়েন্ট কিন্তু ইউভান, দ্য বান্ডল অফ জয় ।

রাজ আর শুভশ্রী দু'জনে মিলেও একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে । পিছনে সাজানো স্নো-ম্যান, ক্রিসমাস ট্রি, সোনালি হরিণ, নকল সাদা বরফ । একেবারে বড়দিনের উপযুক্ত ছবি ।

আজই প্রকাশ্যে এসেছে 'বিসমিল্লাহ'-তে শুভশ্রীর লুক । এই ছবিতে ফতিমা নামে এক মুসলিম মহিলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে । ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন ঋদ্ধি সেন ।

কলকাতা : বড়দিনটা এবার অন্যরকম রাজ আর শুভশ্রীর জন্য । প্রতিবছর দু'জনে মিলে সেলিব্রেট করেন তাঁরা বছরের শেষটা । বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করে জমে ওঠে সময় । তবে এবছর তাঁদের পুরো দুনিয়াটাই বদলে গেছে, সৌজন্যে ইউভান ।

এই বছর শুভশ্রীর সোশাল মিডিয়া তাই ইউভান-ময় । লাল টুপি পরে খুদের সঙ্গে ছবি শেয়ার করেছেন দম্পতি । ছবির ফোকাল পয়েন্ট কিন্তু ইউভান, দ্য বান্ডল অফ জয় ।

রাজ আর শুভশ্রী দু'জনে মিলেও একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে । পিছনে সাজানো স্নো-ম্যান, ক্রিসমাস ট্রি, সোনালি হরিণ, নকল সাদা বরফ । একেবারে বড়দিনের উপযুক্ত ছবি ।

আজই প্রকাশ্যে এসেছে 'বিসমিল্লাহ'-তে শুভশ্রীর লুক । এই ছবিতে ফতিমা নামে এক মুসলিম মহিলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে । ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন ঋদ্ধি সেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.