ETV Bharat / sitara

RRR : রাজামৌলীর ফিল্মের শ্যুটিং শেষ, শুরু পোস্ট প্রোডাকশন - অজয় দেবগণ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শেষ হল এসএস রাজামৌলীর (SS Rajamouli) ফিল্ম আরআরআর (RRR)-এর শ্যুটিং ৷ ছবির টুইটার হ্যান্ডেল থেকে এ কথা জানানো হয়েছে ৷

SS Rajamouli wraps up 'RRR' shoot, now post-production begins
অবশেষে শেষ রাজামৌলীর ফিল্মের শ্যুটিং, এবার শুরু পোস্ট প্রোডাকশন
author img

By

Published : Aug 26, 2021, 8:46 PM IST

মুম্বই, 26 অগস্ট: শেষ হল আরআরআর (RRR)-এর শ্যুটিং ৷ বাহুবলী খ্যাত এসএস রাজামৌলীর (SS Rajamouli) রাইস রোর রিভোল্টের (Rise Roar Revolt) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই এই খবর শেয়ার করা হয়েছে ৷ ফিল্মের পোস্ট-প্রোডাকশনের কাজও জোর গতিতে চলছে বলে জানিয়েছেন নির্মাতারা ৷

তেলুগু এই ছবিতে বিংশ শতাব্দীর দু'জন স্বাধীনতা সংগ্রামীর কাল্পনিক গল্প তুলে ধরা হয়েছে ৷ আল্লুরি সীতারামা রাজুর চরিত্রে দেখা যাবে রাম চরণ (Ram Charan) ও কুমারম ভীমের চরিত্রে রয়েছেন এনটি রামা রাও জুনিয়র (NT Rama Rao Jr.) ৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আরআরআর-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়, "এ বার শেষ হল ! কয়েকটি ছোটখাট শট ছাড়া আরআরআর মুভির শ্যুটিং শেষ হয়েছে ৷" 2018 সালের নভেম্বর মাসে যে বাইক শট দিয়ে শ্যুটিং শুরু হয়েছিল, সেই শট দিয়েই শ্যুটিং শেষ হয়েছে বলেও জানান নির্মাতারা ৷

আরও পড়ুন: Celebs Congratulate Nusrat: ভালবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত

2018 সালেই শুরু হয়েছিল আরআরআর-এর ফোটোগ্রাফির কাজ ৷ তবে 2020-তে করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেমে যায় শ্যুটিং ৷ পরে অক্টোবরে তা আবার শুরু হয় ৷ এরপর চলতি বছর মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আবারও বন্ধ হয়ে যায় আরআরআর-এর কাজ ৷ তবে কোভিডের সংক্রমণ কিছুটা কমলে বিধিনিষেধ শিথিল করে তেলাঙ্গানা সরকার ৷ এরপর 21 জুন আবার শুরু হয় আরআরআর-এর শ্যুটিং ৷

আরও পড়ুন: Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

চলতি মাসের শুরুতে এই পিরিয়ড অ্যাকশন ছবির শ্যুটিং-এ ইউক্রেনে গিয়েছিল আরআরআর টিম ৷ এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ (Ajay Devgn) ও আলিয়া ভাটকেও (Alia Bhatt) ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা 13 অক্টোবর ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

মুম্বই, 26 অগস্ট: শেষ হল আরআরআর (RRR)-এর শ্যুটিং ৷ বাহুবলী খ্যাত এসএস রাজামৌলীর (SS Rajamouli) রাইস রোর রিভোল্টের (Rise Roar Revolt) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই এই খবর শেয়ার করা হয়েছে ৷ ফিল্মের পোস্ট-প্রোডাকশনের কাজও জোর গতিতে চলছে বলে জানিয়েছেন নির্মাতারা ৷

তেলুগু এই ছবিতে বিংশ শতাব্দীর দু'জন স্বাধীনতা সংগ্রামীর কাল্পনিক গল্প তুলে ধরা হয়েছে ৷ আল্লুরি সীতারামা রাজুর চরিত্রে দেখা যাবে রাম চরণ (Ram Charan) ও কুমারম ভীমের চরিত্রে রয়েছেন এনটি রামা রাও জুনিয়র (NT Rama Rao Jr.) ৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আরআরআর-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়, "এ বার শেষ হল ! কয়েকটি ছোটখাট শট ছাড়া আরআরআর মুভির শ্যুটিং শেষ হয়েছে ৷" 2018 সালের নভেম্বর মাসে যে বাইক শট দিয়ে শ্যুটিং শুরু হয়েছিল, সেই শট দিয়েই শ্যুটিং শেষ হয়েছে বলেও জানান নির্মাতারা ৷

আরও পড়ুন: Celebs Congratulate Nusrat: ভালবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত

2018 সালেই শুরু হয়েছিল আরআরআর-এর ফোটোগ্রাফির কাজ ৷ তবে 2020-তে করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেমে যায় শ্যুটিং ৷ পরে অক্টোবরে তা আবার শুরু হয় ৷ এরপর চলতি বছর মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আবারও বন্ধ হয়ে যায় আরআরআর-এর কাজ ৷ তবে কোভিডের সংক্রমণ কিছুটা কমলে বিধিনিষেধ শিথিল করে তেলাঙ্গানা সরকার ৷ এরপর 21 জুন আবার শুরু হয় আরআরআর-এর শ্যুটিং ৷

আরও পড়ুন: Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

চলতি মাসের শুরুতে এই পিরিয়ড অ্যাকশন ছবির শ্যুটিং-এ ইউক্রেনে গিয়েছিল আরআরআর টিম ৷ এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ (Ajay Devgn) ও আলিয়া ভাটকেও (Alia Bhatt) ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা 13 অক্টোবর ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.