ETV Bharat / sitara

SRK John Deepika off to Spain : 'পাঠান'-এর শ্যুটিংয়ের জন্য স্পেনে পাড়ি শাহরুখ-জন-দীপিকার - SRK John Deepika Pathan Shoot in Spain

নতুন ছবি 'পাঠান'-এর শ্য়ুটিংয়ের জন্য এবার স্পেনের উদ্দেশ্যে পাড়ি দিলেন শাহরুখ, দীপিকা, জন আব্রাহামরা (SRK John Deepika Pathan Shoot in Spain ) ৷ আগামি বছর সাধারণতন্ত্র দিবসের আগের দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

SRK John Deepika off to Spain
'পাঠান'-এর শ্যুটিংয়ের জন্য স্পেনে পাড়ি শাহরুখ-জন-দীপিকার
author img

By

Published : Mar 5, 2022, 3:03 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ : নিজের নতুন ছবি 'পাঠান'-এর শ্য়ুটিংয়ের জন্য এবার স্পেনের উদ্দেশ্যে পাড়ি দিলেন কিং খান (Shah Rukh Khan to Shoot Pathan in Spain) ৷ এদিন নিজের নতুন স্টাইলিশ অবতারে মুম্বই বিমান বন্দরে ক্যামেরার সামনে ধরা পড়লেন শাহরুখ ৷ একইসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তাঁর দুই সহ-অভিনেতা জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনও ৷

বলিউডের বাদশাকে এদিন দেখা গেল নীল জ্যাকেট, কালো টিশার্ট আর কালো প্যান্টে ৷ অন্য়দিকে জন এদিন ক্যামেরাবন্দি হলেন স্ত্রী প্রিয়া পাঞ্চালের সঙ্গে ৷ দীপিকা এদিন ছিলেন লাল পরির সাজে ৷ তাঁর পরনে ছিল লাল সোয়েটার এবং গোলাপী লেদার প্য়ান্ট ৷ তবে তিনি এলেন বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা পরে ৷

ইতিমধ্য়েই সামনে এসেছে 'পাঠান' ছবির অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়ো, সেখানে নির্মাতারা জানিয়ে দিয়েছেন আগামি বছর সাধারণতন্ত্র দিবসের আগের দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ভিডিয়োতে শাহরুখের নতুন লুক যদিও সেভাবে সামনে আনেননি নির্মাতারা, তবে কিং খানের নতুন অবতার ঠিক কেমন হতে চলেছে, সে পরিচয় দিয়ে দিয়েছিলেন জন এবং দীপিকা ৷

আরও পড়ুন: কবে মুক্তি পাবে কিং খানের নতুন ছবি 'পাঠান', জানাল ইয়াশ রাজ ফিল্মস

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি হতে চলেছে একটি স্পাই থ্রিলার ৷ ছবিটি মু্ক্তি পেতে চলেছে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৷ 2018 সালে জিরো বক্স অফিসে মুখ থুবড়ে বিরতিটা যথেষ্ট লম্বা হয়ে গিয়েছে বাদশার জন্য় ৷ তাই অনুরাগীরা অবশ্য়ই চাইবেন ছবিতে সেই দুঃখ সুদে-আসলে পুষিয়ে দেবেন তিনি ৷

হায়দরাবাদ, 5 মার্চ : নিজের নতুন ছবি 'পাঠান'-এর শ্য়ুটিংয়ের জন্য এবার স্পেনের উদ্দেশ্যে পাড়ি দিলেন কিং খান (Shah Rukh Khan to Shoot Pathan in Spain) ৷ এদিন নিজের নতুন স্টাইলিশ অবতারে মুম্বই বিমান বন্দরে ক্যামেরার সামনে ধরা পড়লেন শাহরুখ ৷ একইসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তাঁর দুই সহ-অভিনেতা জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনও ৷

বলিউডের বাদশাকে এদিন দেখা গেল নীল জ্যাকেট, কালো টিশার্ট আর কালো প্যান্টে ৷ অন্য়দিকে জন এদিন ক্যামেরাবন্দি হলেন স্ত্রী প্রিয়া পাঞ্চালের সঙ্গে ৷ দীপিকা এদিন ছিলেন লাল পরির সাজে ৷ তাঁর পরনে ছিল লাল সোয়েটার এবং গোলাপী লেদার প্য়ান্ট ৷ তবে তিনি এলেন বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা পরে ৷

ইতিমধ্য়েই সামনে এসেছে 'পাঠান' ছবির অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়ো, সেখানে নির্মাতারা জানিয়ে দিয়েছেন আগামি বছর সাধারণতন্ত্র দিবসের আগের দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ভিডিয়োতে শাহরুখের নতুন লুক যদিও সেভাবে সামনে আনেননি নির্মাতারা, তবে কিং খানের নতুন অবতার ঠিক কেমন হতে চলেছে, সে পরিচয় দিয়ে দিয়েছিলেন জন এবং দীপিকা ৷

আরও পড়ুন: কবে মুক্তি পাবে কিং খানের নতুন ছবি 'পাঠান', জানাল ইয়াশ রাজ ফিল্মস

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি হতে চলেছে একটি স্পাই থ্রিলার ৷ ছবিটি মু্ক্তি পেতে চলেছে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৷ 2018 সালে জিরো বক্স অফিসে মুখ থুবড়ে বিরতিটা যথেষ্ট লম্বা হয়ে গিয়েছে বাদশার জন্য় ৷ তাই অনুরাগীরা অবশ্য়ই চাইবেন ছবিতে সেই দুঃখ সুদে-আসলে পুষিয়ে দেবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.