কলকাতা : মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সৃজিত মুখার্জি । বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে দারুণ জামাই আদর পেয়েছেন । তার সঙ্গে তাল মিলিয়ে চলেছিল খাওয়া দাওয়া । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রান্নার ছবি । সেখানে কী ছিল না ! ঝিরি ঝিরি আলুভাজা, লটে শুঁটকি, ডাল, কড়াই শুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল এবং বাঁধাকপি দিয়ে গোরুর গোস্ত । এই সব খাবারের পাশাপাশি ছবির ক্যাপশনে লেখেন, "শ্বশুরবাড়ির প্রথম অফিসিয়াল ভুরিভোজ ।"
-
Shoshurbarir prothom official bhuribhoj - jhiri jhiri aaloo bhaja, loitya shnutki, dal, kawraishnuti die paabda maach, murgir jhol aar bnadakopi die gorur goshth 😍 pic.twitter.com/zQ9QsFxLv5
— Srijit Mukherji (@srijitspeaketh) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shoshurbarir prothom official bhuribhoj - jhiri jhiri aaloo bhaja, loitya shnutki, dal, kawraishnuti die paabda maach, murgir jhol aar bnadakopi die gorur goshth 😍 pic.twitter.com/zQ9QsFxLv5
— Srijit Mukherji (@srijitspeaketh) December 19, 2019Shoshurbarir prothom official bhuribhoj - jhiri jhiri aaloo bhaja, loitya shnutki, dal, kawraishnuti die paabda maach, murgir jhol aar bnadakopi die gorur goshth 😍 pic.twitter.com/zQ9QsFxLv5
— Srijit Mukherji (@srijitspeaketh) December 19, 2019
ঠিক তারপরই শুরু হয় বিতর্ক । ওই রান্নাগুলির তারিখ করেন অনেক নেটিজ়েনই । আবার অনেকেই রান্নার রেসিপি চান । ঠিক সেই সময় একজন নেটিজ়েন তাঁর এই খাবারের সমালোচনা করেন । তিনি লেখেন, “হিন্দু নামের কলঙ্ক আপনি । আগে আপনাকে সম্মান করতাম । কিন্তু, এই পোস্ট পড়ার পর থেকে আপনাকে ঘৃণা করি । আপনি হিন্দু ধর্ম ত্যাগ করুন । আই হেট ইউ ।”
-
Excellent 😋😋😋 all are mouth watering dishes ...spclly shuntki....sitting in #bangladesh and eating #shuntki just awsome 😋😋😋😋😋
— Sujoy Biswas (@SujoyBi47296833) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Excellent 😋😋😋 all are mouth watering dishes ...spclly shuntki....sitting in #bangladesh and eating #shuntki just awsome 😋😋😋😋😋
— Sujoy Biswas (@SujoyBi47296833) December 19, 2019Excellent 😋😋😋 all are mouth watering dishes ...spclly shuntki....sitting in #bangladesh and eating #shuntki just awsome 😋😋😋😋😋
— Sujoy Biswas (@SujoyBi47296833) December 19, 2019
এরপরই ওই নেটিজ়েনকে একহাত নেন সৃজিত । লেখেন, “হিন্দু ধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান । ঋক বেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রর কিছু শ্লোক দেব খাওয়াদাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাতে দাঁড়িয়ে মুখস্থ করবেন । ভদ্রভাবে বোঝালাম, নয়তো মনে রাখবেন বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা ।” তারপর ওই নেটজ়েনকে একহাত নেন বাকি নেটিজ়েনরাও ।
-
দাদা খাদ্যাভাস দিয়ে ধর্ম হয়না বলেই মনে করি, ধর্ম প্রচন্ড ভাবে অন্তরের বিশ্বাস থেকে আসে, তাতে কি খেলাম আর কি খেলাম না সেটা একান্তই বেক্তিগত তাতে ধর্মের কিছু এসে যায় না।
— Krishanu Naskar (@09Kkrish) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">দাদা খাদ্যাভাস দিয়ে ধর্ম হয়না বলেই মনে করি, ধর্ম প্রচন্ড ভাবে অন্তরের বিশ্বাস থেকে আসে, তাতে কি খেলাম আর কি খেলাম না সেটা একান্তই বেক্তিগত তাতে ধর্মের কিছু এসে যায় না।
— Krishanu Naskar (@09Kkrish) December 20, 2019দাদা খাদ্যাভাস দিয়ে ধর্ম হয়না বলেই মনে করি, ধর্ম প্রচন্ড ভাবে অন্তরের বিশ্বাস থেকে আসে, তাতে কি খেলাম আর কি খেলাম না সেটা একান্তই বেক্তিগত তাতে ধর্মের কিছু এসে যায় না।
— Krishanu Naskar (@09Kkrish) December 20, 2019
ওই নেটিজ়েনকে এভাবে উত্তর দেওয়ায় সৃজিতের প্রশংসা করেন অনেকেই । কেউ আবার লেখেন, " দাদা খাদ্যাভাস দিয়ে ধর্ম হয় না বলেই মনে করি, ধর্ম প্রচন্ড ভাবে অন্তরের বিশ্বাস থেকে আসে, তাতে কি খেলাম আর কি খেলাম না সেটা একান্তই ব্যাক্তিগত তাতে ধর্মের কিছু এসে যায় না । "