ETV Bharat / sitara

"মালিককে গিয়ে বল খোকার মালিক বদলে গেছে" - অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে

এতদিন খোকা অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের মালিক ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । তিনিই তো বড় পরদায় 'খোকা'-র জনক । তবে বিয়ের পর মালিকানা বদল । স্ত্রী মধুরিমা গোস্বামীর এখন অনির্বাণের মালিক । সৃজিতের কি মন ভার ?

Srijit Mukherjee on Anirban Bhattacharya wedding
Srijit Mukherjee on Anirban Bhattacharya wedding
author img

By

Published : Nov 27, 2020, 8:03 PM IST

কলকাতা : সৃজিত আর অনির্বাণের বন্ধুত্বের কথা সবাই জানেন । বড় পরদায় অনির্বাণকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন সৃজিতই । নির্ভরযোগ্যতার সঙ্গে ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে । অনির্বাণের বিয়ের পর তাই পরিচালক-অভিনেতার এই মধুর সম্পর্ক নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ।

সৃজিত পরিচালিত 'দ্বিতীয় পুরুষ' ছবিতে খোকা চরিত্রে অভিনয় করেন অনির্বাণ । তাঁর বলা একটি সংলাপ আজও লোকের মুখে মুখে ফিরছে..'মালিককে গিয়ে বল খোকা এসেছে' । ছবি সুপারহিট হওয়ার পর পরিচালক সৃজিত হয়ে উঠেছেন মালিক আর খোকা অনির্বাণ ।

তবে অনির্বাণের বিয়ের পর তো তাঁর জীবন মধুরিমাই নিয়ন্ত্রণ করবেন, তিনিই এখন খোকার মালিক । তাই খোকার মালিক বদল হয়েছে । এই বিষয়টি নিয়ে একাধিক মিম ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সৃজিত নিজেও মিমটি তাঁর টুইটার ওয়ালে শেয়ার করেছেন ।

একটি নয়, সৃজিত আরও একটি মিম শেয়ার করেছেন, যেটির বিষয়বস্তু কিছুটা একই । মজার ছলে সেই মিমে লেখা 'মালিককে গিয়ে বল খোকা তার খুকি নিয়ে এসেছে'...

দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে বিয়ে করেছেন অনির্বাণ । টলিপাড়া শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছে নবদম্পতিকে । খুব সাদামাটা ছিমছাম ভাবে প্রিয় মানুষকে সামাজিক স্বীকৃতি দিয়েছেন অনির্বাণ আর মধুরিমা ।

কলকাতা : সৃজিত আর অনির্বাণের বন্ধুত্বের কথা সবাই জানেন । বড় পরদায় অনির্বাণকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন সৃজিতই । নির্ভরযোগ্যতার সঙ্গে ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে । অনির্বাণের বিয়ের পর তাই পরিচালক-অভিনেতার এই মধুর সম্পর্ক নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ।

সৃজিত পরিচালিত 'দ্বিতীয় পুরুষ' ছবিতে খোকা চরিত্রে অভিনয় করেন অনির্বাণ । তাঁর বলা একটি সংলাপ আজও লোকের মুখে মুখে ফিরছে..'মালিককে গিয়ে বল খোকা এসেছে' । ছবি সুপারহিট হওয়ার পর পরিচালক সৃজিত হয়ে উঠেছেন মালিক আর খোকা অনির্বাণ ।

তবে অনির্বাণের বিয়ের পর তো তাঁর জীবন মধুরিমাই নিয়ন্ত্রণ করবেন, তিনিই এখন খোকার মালিক । তাই খোকার মালিক বদল হয়েছে । এই বিষয়টি নিয়ে একাধিক মিম ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সৃজিত নিজেও মিমটি তাঁর টুইটার ওয়ালে শেয়ার করেছেন ।

একটি নয়, সৃজিত আরও একটি মিম শেয়ার করেছেন, যেটির বিষয়বস্তু কিছুটা একই । মজার ছলে সেই মিমে লেখা 'মালিককে গিয়ে বল খোকা তার খুকি নিয়ে এসেছে'...

দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে বিয়ে করেছেন অনির্বাণ । টলিপাড়া শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছে নবদম্পতিকে । খুব সাদামাটা ছিমছাম ভাবে প্রিয় মানুষকে সামাজিক স্বীকৃতি দিয়েছেন অনির্বাণ আর মধুরিমা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.