২০১৭ সালের ৭ জুলাই ভারতে মুক্তি পেয়েছিল 'মম'। অনুরাগী ছাড়াও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। উল্লেখ্য়, 'মম' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন শ্রীদেবী। এবার চলতি বছরের ২২ মার্চ চিনে মুক্তি পাবে এই ছবি। শ্রীদেবীর মৃত্যুর দু'দিন পরেই এই ঘোষণা করা হয়েছিল।
#Xclusiv: Sridevi’s final major film #Mom will release in #China on 22 March 2019... Zee Studios International release... Poster for local audience: pic.twitter.com/mgJQitTohq
— taran adarsh (@taran_adarsh) February 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Xclusiv: Sridevi’s final major film #Mom will release in #China on 22 March 2019... Zee Studios International release... Poster for local audience: pic.twitter.com/mgJQitTohq
— taran adarsh (@taran_adarsh) February 26, 2019#Xclusiv: Sridevi’s final major film #Mom will release in #China on 22 March 2019... Zee Studios International release... Poster for local audience: pic.twitter.com/mgJQitTohq
— taran adarsh (@taran_adarsh) February 26, 2019
'মম' পরিচালনা করেছিলেন রবি উদয়ওয়ার। ছবিটির প্রযোজক ছিলেন বনি কাপুর। ছবিতে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না ছাড়াও পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি ও সজল আলিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। 'মম' ছবির জন্য শ্রীদেবী ছাড়াও এ আর রহমানও জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন।