ETV Bharat / sitara

চিনে মুক্তি পাচ্ছে শ্রীদেবী অভিনীত ছবি 'মম'

তিনি হয়তো শারীরিকভাবে আর আমাদের মধ্য়ে নেই। তবে স্ক্রিনে তাঁর উপস্থিতি উজ্জ্বল। সিলভার স্ক্রিনে তিনি অমর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর শেষ ছবি ছিল 'মম'। ভারতের পর এবার এই ছবি মুক্তি পেতে চলেছে চিনে।

sridevi
author img

By

Published : Feb 26, 2019, 8:32 PM IST

২০১৭ সালের ৭ জুলাই ভারতে মুক্তি পেয়েছিল 'মম'। অনুরাগী ছাড়াও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। উল্লেখ্য়, 'মম' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন শ্রীদেবী। এবার চলতি বছরের ২২ মার্চ চিনে মুক্তি পাবে এই ছবি। শ্রীদেবীর মৃত্যুর দু'দিন পরেই এই ঘোষণা করা হয়েছিল।

'মম' পরিচালনা করেছিলেন রবি উদয়ওয়ার। ছবিটির প্রযোজক ছিলেন বনি কাপুর। ছবিতে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না ছাড়াও পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি ও সজল আলিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। 'মম' ছবির জন্য শ্রীদেবী ছাড়াও এ আর রহমানও জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন।

২০১৭ সালের ৭ জুলাই ভারতে মুক্তি পেয়েছিল 'মম'। অনুরাগী ছাড়াও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। উল্লেখ্য়, 'মম' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন শ্রীদেবী। এবার চলতি বছরের ২২ মার্চ চিনে মুক্তি পাবে এই ছবি। শ্রীদেবীর মৃত্যুর দু'দিন পরেই এই ঘোষণা করা হয়েছিল।

'মম' পরিচালনা করেছিলেন রবি উদয়ওয়ার। ছবিটির প্রযোজক ছিলেন বনি কাপুর। ছবিতে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না ছাড়াও পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি ও সজল আলিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। 'মম' ছবির জন্য শ্রীদেবী ছাড়াও এ আর রহমানও জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন।

Intro:Body:

তিনি হয়তো শারীরিকভাবে আর আমাদের মধ্য়ে নেই। তবে স্ক্রিনে তাঁর উপস্থিতি উজ্জ্বল। সিলভার স্ক্রিনে তিনি অমর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর শেষ ছবি ছিল 'মম'। ভারতের পর এবার এই ছবি মুক্তি পেতে চলেছে চিনে।



২০১৭ সালের ৭ জুলাই ভারতে মুক্তি পেয়েছিল 'মম'। অনুরাগী ছাড়াও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। উল্লেখ্য়, 'মম' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন শ্রীদেবী। এবার চলতি বছরের ২২ মার্চ চিনে মুক্তি পাবে এই ছবি। শ্রীদেবীর মৃত্যুর দু'দিন পরেই এই ঘোষণা করা হয়েছিল।



'মম' পরিচালনা করেছিলেন রবি উদয়ওয়ার। ছবিটির প্রযোজক ছিলেন বনি কাপুর। ছবিতে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না ছাড়াও পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি ও সজল আলিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। 'মম' ছবির জন্য শ্রীদেবী ছাড়াও এ আর রহমানও জাতীয় পুরস্কারে সন্মানিত হয়েছিলেন।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.