কলকাতা : "আপনার চ্যানেলে কি নুড কনটেন্ট থাকবে?", হ্যাঁ শ্রীলেখার ভিডিয়োর নিচে এমন প্রশ্নই করেছেন এক ইউজ়ার। সেই বিকৃত প্রশ্নে রীতিমতো চমকেছেন শ্রীলেখা।
তবে শ্রীলেখা সেই ব্যক্তিকে উপযুক্ত জবাব দিতে ছাড়েননি। "নুড কনটেন্ট" দেখানোর জন্য তিনি গিয়ে পৌঁছেছেন কুমোরটুলিতে। সেখানে তখন সারি সারি দুর্গা প্রতিমা দাঁড়িয়ে রয়েছে আবরণহীন ভাবে।
চ্যানেল লঞ্চ করার সময়ই শ্রীলেখা বলেছিলেন তিনি একটু অন্যভাবনা নিয়ে তৈরি করেছেন "আমি শ্রীলেখা"। এই ভিডিয়োতেও সেই অভিনবত্বের ছাপ রেখেছেন তিনি। কুমোরটুলির প্রথম মহিলা কুমোর চায়না পালকে ইন্টারভিউ করেছেন তিনি।
দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">