ETV Bharat / sitara

'দাদা আমি হাসতে চাই', একসময় এটাই বলতে চাইতেন পাওলি - paoli dam

দীর্ঘদিন ধরে ইন্ট্রোভার্ট চরিত্রে অভিনয় করেন পাওলি । তারপর একসময়ে তাঁর মনে হত যে কাউকে বলেন, "দাদা আমি হাসতে চাই"।

f
fvg
author img

By

Published : Dec 19, 2019, 9:59 PM IST

কলকাতা : জন্ম বাংলাদেশের ফরিদপুরে । কিন্তু, বড় হয়ে উঠেছেন কলকাতায় । কখনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি । চেয়েছিলেন পাইলট বা কেমিকেল রিসার্চার হতে । আচমকাই 2003 সালে বাংলা টেলিভিশনে 'জীবন নিয়ে খেলা' ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান । এরপর আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি পাওলি দামকে । বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে ওঠেন । এরপর ETV-র ধারাবাহিক 'তিথির অতিথি'-তেও অভিনয় করেছেন ।

ধারাবাহিকে অভিনয় করতে করতেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান । 2004 সালে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি 'তিন ইয়ারি কথা'-তে কাজ করেন । এরপর বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি । সিনেমার সঙ্গে কাজ করছেন ওয়েব সিরিজ়েও । এর মাঝেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'সাঁঝবাতি'।

এই ছবিতে ফুলির চরিত্রে অভিনয় করবেন তিনি । প্রথমবার দেবের বিপরীতে কাজ করছেন । এর আগে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ে 'মাটি' ছবিতে কাজ করেছিলেন । এই ছবিতে ফের তাঁদের সঙ্গে কাজ করছেন ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার । সেখানে হাসিমুখে দেখা গেছে পাওলিকে । কিন্তু, আগের কোনও ছবিতেই তাঁকে খুব একটা হাসিমুখে দেখা যায়নি । এ প্রসঙ্গে পাওলি বলেন, "এর আগে যে সব ছবিতে অভিনয় করেছিলাম সবকটি ছিল ইন্ট্রোভার্ট । বিষণ্ণতার পাশাপাশি ছিল গভীরতা । ফুলিও খুব স্ট্রং চরিত্র । কিন্তু, সে যাই করুক না কেন মন খুলে করে । খুব প্রাণবন্ত । এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করলাম । কারণ প্রথমবার এই সুযোগ পেয়েছি । 'মেঘে ঢাকা তারা'-র সংলাপের মতো আমার মনে হত বলি, 'দাদা আমি হাসতে চাই'। ফুলির মাধ্যমে এটা হয়েছে, এতে আমি খুবই আনন্দিত ।"

20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : জন্ম বাংলাদেশের ফরিদপুরে । কিন্তু, বড় হয়ে উঠেছেন কলকাতায় । কখনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি । চেয়েছিলেন পাইলট বা কেমিকেল রিসার্চার হতে । আচমকাই 2003 সালে বাংলা টেলিভিশনে 'জীবন নিয়ে খেলা' ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান । এরপর আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি পাওলি দামকে । বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে ওঠেন । এরপর ETV-র ধারাবাহিক 'তিথির অতিথি'-তেও অভিনয় করেছেন ।

ধারাবাহিকে অভিনয় করতে করতেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান । 2004 সালে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি 'তিন ইয়ারি কথা'-তে কাজ করেন । এরপর বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি । সিনেমার সঙ্গে কাজ করছেন ওয়েব সিরিজ়েও । এর মাঝেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'সাঁঝবাতি'।

এই ছবিতে ফুলির চরিত্রে অভিনয় করবেন তিনি । প্রথমবার দেবের বিপরীতে কাজ করছেন । এর আগে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ে 'মাটি' ছবিতে কাজ করেছিলেন । এই ছবিতে ফের তাঁদের সঙ্গে কাজ করছেন ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার । সেখানে হাসিমুখে দেখা গেছে পাওলিকে । কিন্তু, আগের কোনও ছবিতেই তাঁকে খুব একটা হাসিমুখে দেখা যায়নি । এ প্রসঙ্গে পাওলি বলেন, "এর আগে যে সব ছবিতে অভিনয় করেছিলাম সবকটি ছিল ইন্ট্রোভার্ট । বিষণ্ণতার পাশাপাশি ছিল গভীরতা । ফুলিও খুব স্ট্রং চরিত্র । কিন্তু, সে যাই করুক না কেন মন খুলে করে । খুব প্রাণবন্ত । এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করলাম । কারণ প্রথমবার এই সুযোগ পেয়েছি । 'মেঘে ঢাকা তারা'-র সংলাপের মতো আমার মনে হত বলি, 'দাদা আমি হাসতে চাই'। ফুলির মাধ্যমে এটা হয়েছে, এতে আমি খুবই আনন্দিত ।"

20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: তার জন্ম সুদূর বাংলাদেশের ফরিদপুর জেলা তে। কিন্তু তার বড় হয়ে ওঠা এই কলকাতাতেই। লোরেটো স্কুল ভর্তি হওয়া বা বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী পাওয়ার পরও কোন সময় তা স্বপ্ন ছিল না অভিনেত্রী হওয়ার তিনি সবসময় হতে চেয়ে ছিলেন একজন পাইলট বা কেমিকাল রিসার্চার। কিন্তু আচমকাই 2003 সালে বাংলা টেলিভিশনে জীবন নিয়ে খেলা ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান। এরপর আর পাওলি দামকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপরই আসে ইটিভি বাংলার জন্য তার ধারাবাহিক তিথির অতিথি। যেটি ইটিভি বাংলা চ্যানেলে চলেছিল একটানা ছয় বছর যা আজ ও একটি রেকর্ড। ধারাবাহিকে অভিনয় করতে করতেই তিনি সুযোগ পান সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত 2004 সালের ছবি তিন ইয়ারি কথা তে।যদিও বা ছবিটি বিভিন্ন কারণবশত মুক্তি পায় 2012 সালে। এরপর মুক্তি পেতে থাকে তার নানান ধরনের ছবি যার মধ্যে অন্যতম রয়েছে তুলকালাম, হচ্ছেটা কি, কালবেলা,সব চরিত্র কাল্পনিক, মনের মানুষ, কাগজের বউ,বাঁশিওয়ালা, ছত্রাক এর মতন ভিন্নধর্মী বাংলা ছবি এবং আন্তর্জাতিক ছবিও। তবে অভিনেত্রী পাওলি দাম এখন শুধুমাত্র বাংলার গন্ডিতেই আটকে নেই। তিনি হিন্দিতেও কাজ করেছেন চুটিয়ে। ইতিমধ্যেই তাকে দর্শকরা দেখে ফেলেছেন হেট স্টোরি, অঙ্কুর অরোরা মার্ডার কেস এবং গ্যাং অফ ঘোস্ট ছবিতে একটি আইটেম নাম্বারে। সিনেমার পাশাপাশি তিনি এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যিনি ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। আর অতিসম্প্রতি কালি ওয়েব সিরিজ সিজন টু এর কাজও শুরু করেছেন। আর তারই মাঝে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি সাঁজবাতি। যে ছবিতে তিনি এই প্রথমবার অভিনেতা দেবের সহ অভিনেত্রী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন, সেটাও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত মাটি ছবির পর। নতুন ছবি, ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক ছবি সব মিলিয়ে সামনের বছর টাও বেশ জমজমাট হতে চলেছে অভিনেত্রী পাওলি দামের জন্য। আর সেই সব কিছু জানতে ইটিভি ভারত সিতারা মুখোমুখি হয়েছিল অভিনেত্রী পাওলি দামের।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.