কলকাতা : জন্ম বাংলাদেশের ফরিদপুরে । কিন্তু, বড় হয়ে উঠেছেন কলকাতায় । কখনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি । চেয়েছিলেন পাইলট বা কেমিকেল রিসার্চার হতে । আচমকাই 2003 সালে বাংলা টেলিভিশনে 'জীবন নিয়ে খেলা' ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান । এরপর আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি পাওলি দামকে । বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে ওঠেন । এরপর ETV-র ধারাবাহিক 'তিথির অতিথি'-তেও অভিনয় করেছেন ।
ধারাবাহিকে অভিনয় করতে করতেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান । 2004 সালে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি 'তিন ইয়ারি কথা'-তে কাজ করেন । এরপর বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি । সিনেমার সঙ্গে কাজ করছেন ওয়েব সিরিজ়েও । এর মাঝেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'সাঁঝবাতি'।
এই ছবিতে ফুলির চরিত্রে অভিনয় করবেন তিনি । প্রথমবার দেবের বিপরীতে কাজ করছেন । এর আগে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ে 'মাটি' ছবিতে কাজ করেছিলেন । এই ছবিতে ফের তাঁদের সঙ্গে কাজ করছেন ।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার । সেখানে হাসিমুখে দেখা গেছে পাওলিকে । কিন্তু, আগের কোনও ছবিতেই তাঁকে খুব একটা হাসিমুখে দেখা যায়নি । এ প্রসঙ্গে পাওলি বলেন, "এর আগে যে সব ছবিতে অভিনয় করেছিলাম সবকটি ছিল ইন্ট্রোভার্ট । বিষণ্ণতার পাশাপাশি ছিল গভীরতা । ফুলিও খুব স্ট্রং চরিত্র । কিন্তু, সে যাই করুক না কেন মন খুলে করে । খুব প্রাণবন্ত । এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করলাম । কারণ প্রথমবার এই সুযোগ পেয়েছি । 'মেঘে ঢাকা তারা'-র সংলাপের মতো আমার মনে হত বলি, 'দাদা আমি হাসতে চাই'। ফুলির মাধ্যমে এটা হয়েছে, এতে আমি খুবই আনন্দিত ।"
20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।