কলকাতা : অমৃতা চট্টোপাধ্যায়ের বাবা একজন বিশিষ্ট সাংবাদিক । অনেকেই ভেবেছিলেন মেয়েও হয়তো সাংবাদিক হবেন । কিন্তু, স্নাতকোত্তর পড়ার পরই তাঁর কাছে হঠাৎ একদিন অভিনয়ের সুযোগ আসে । তাও আবার বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ছবি 'আনোয়ার কা আজব কিসসা'-তে । এরপর আর কোনওদিন পিছনে ফিরে তাকাতে হয়নি অমৃতাকে । ধীরে ধীরে বাংলা ছবির পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ।
সম্প্রতি 'আলাদিন' ছবিতে কাজ করছেন অমৃতা । চলছে শুটিং । এছাড়া আগামী বছর মুক্তি পাবে তাঁর চারটি ছবি । সেগুলি হল 'JL-50', 'রানি', 'চাবিওয়ালা', 'লর্ড অফ দি অরফ্যান্স'। 'JL-50' ছবিতে অভয় দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অমৃতা । আর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজা ঘোষ পরিচালিত ছবি 'চাবিওয়ালা'।
প্রতিটি ছবির গল্পই একে অপরের থেকে আলাদা । এমনকী, ছবির চরিত্রগুলিও অন্যরকম । সিনেমা ছাড়াও একটি নতুন ওয়েব সিরিজ়ে কাজ করছেন অমৃতা ।
এর পাশাপাশি শীতকালের পছন্দের খাবার নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে । বলেন, "শীতকালে পাটালি, নলেন গুড়, মোয়া ও কমলালেবু এগুলো খাওয়া হয় । কারণ এগুলো সারা বছর তো আর পাওয়া যায় না ।" তবে বড়দিন নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অমৃতা ।