ETV Bharat / sitara

আগামী বছর মুক্তি পাবে অমৃতার 4টি ছবি - amrita on xmas

Etv ভারত সিতারার মুখোমুখি হয়েছিলেন অমৃতা চট্টোপাধ্যায় । আপকামিং ছবি সম্পর্কে কথা বলার পাশাপাশি বড়দিনের পরিকল্পনার কথাও জানালেন তিনি ।

g
dg
author img

By

Published : Dec 16, 2019, 8:38 PM IST

কলকাতা : অমৃতা চট্টোপাধ্যায়ের বাবা একজন বিশিষ্ট সাংবাদিক । অনেকেই ভেবেছিলেন মেয়েও হয়তো সাংবাদিক হবেন । কিন্তু, স্নাতকোত্তর পড়ার পরই তাঁর কাছে হঠাৎ একদিন অভিনয়ের সুযোগ আসে । তাও আবার বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ছবি 'আনোয়ার কা আজব কিসসা'-তে । এরপর আর কোনওদিন পিছনে ফিরে তাকাতে হয়নি অমৃতাকে । ধীরে ধীরে বাংলা ছবির পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ।

সম্প্রতি 'আলাদিন' ছবিতে কাজ করছেন অমৃতা । চলছে শুটিং । এছাড়া আগামী বছর মুক্তি পাবে তাঁর চারটি ছবি । সেগুলি হল 'JL-50', 'রানি', 'চাবিওয়ালা', 'লর্ড অফ দি অরফ্যান্স'। 'JL-50' ছবিতে অভয় দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অমৃতা । আর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজা ঘোষ পরিচালিত ছবি 'চাবিওয়ালা'।

প্রতিটি ছবির গল্পই একে অপরের থেকে আলাদা । এমনকী, ছবির চরিত্রগুলিও অন্যরকম । সিনেমা ছাড়াও একটি নতুন ওয়েব সিরিজ়ে কাজ করছেন অমৃতা ।

এর পাশাপাশি শীতকালের পছন্দের খাবার নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে । বলেন, "শীতকালে পাটালি, নলেন গুড়, মোয়া ও কমলালেবু এগুলো খাওয়া হয় । কারণ এগুলো সারা বছর তো আর পাওয়া যায় না ।" তবে বড়দিন নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অমৃতা ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : অমৃতা চট্টোপাধ্যায়ের বাবা একজন বিশিষ্ট সাংবাদিক । অনেকেই ভেবেছিলেন মেয়েও হয়তো সাংবাদিক হবেন । কিন্তু, স্নাতকোত্তর পড়ার পরই তাঁর কাছে হঠাৎ একদিন অভিনয়ের সুযোগ আসে । তাও আবার বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ছবি 'আনোয়ার কা আজব কিসসা'-তে । এরপর আর কোনওদিন পিছনে ফিরে তাকাতে হয়নি অমৃতাকে । ধীরে ধীরে বাংলা ছবির পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ।

সম্প্রতি 'আলাদিন' ছবিতে কাজ করছেন অমৃতা । চলছে শুটিং । এছাড়া আগামী বছর মুক্তি পাবে তাঁর চারটি ছবি । সেগুলি হল 'JL-50', 'রানি', 'চাবিওয়ালা', 'লর্ড অফ দি অরফ্যান্স'। 'JL-50' ছবিতে অভয় দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অমৃতা । আর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজা ঘোষ পরিচালিত ছবি 'চাবিওয়ালা'।

প্রতিটি ছবির গল্পই একে অপরের থেকে আলাদা । এমনকী, ছবির চরিত্রগুলিও অন্যরকম । সিনেমা ছাড়াও একটি নতুন ওয়েব সিরিজ়ে কাজ করছেন অমৃতা ।

এর পাশাপাশি শীতকালের পছন্দের খাবার নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে । বলেন, "শীতকালে পাটালি, নলেন গুড়, মোয়া ও কমলালেবু এগুলো খাওয়া হয় । কারণ এগুলো সারা বছর তো আর পাওয়া যায় না ।" তবে বড়দিন নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অমৃতা ।

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: তার বাবা কলকাতার একজন বিশিষ্ট সাংবাদিক, সেই হিসাবে মেয়েও যে সাংবাদিক হবে সেটাই সকলে ধরে নিয়েছিল। কিন্তু পাঠভবন এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট এরপর আচমকাই একদিন সুযোগ আসে ছবিতে অভিনয় করবার সেটাও 2013 সালে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত আনোয়ার কা আজব কিসসা ছবিতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অসংখ্য বাংলা ছবির অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। আর অতি সম্প্রতি তিনি শুরু করলেন তার নতুন ছবি আলাদিনের শুটিং। আর সামনের বছর মুক্তি পাচ্ছে তার চার চারটি নতুন ছবি যার মধ্যে রয়েছে বলিউডি অভিনেতা অভয় দেওয়ালের সঙ্গে তার ছবি JL 50, রিক বাসু পরিচালিত ছবি রানী, রঞ্জন পালিত পরিচালিত ছবি লর্ড অফ দি অর্ফানস,আর আর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজা ঘোষ পরিচালিত ছবি চাবিওয়ালা। এক একটা ছবির গল্প যেমন সম্পূর্ণ আলাদা, তেমনি প্রতি কটা ছবির চরিত্র বেশ জোরদার।আর এর পাশাপাশি আসছে তার নতুন একটি ওয়েব সিরিজ ও। সব মিলিয়ে তার কাজের অভিজ্ঞতা জানতে ইটিভি ভারত সিতারা মুখোমুখি হয়েছিল অভিনেত্রী অমৃতা চ্যাটার্জির সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.