কলকাতা : হাসপাতালে ভরতির কয়েকদিন আগে অবধি চুটিয়ে কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সেখান থেকেই বোধহয় কোরোনার জীবাণু তাঁর শরীরে ঢোকে । তবে একজন শিল্পী হয়ে শিল্পকে ছেড়ে আর কতদিন থাকবেন ? তাই কাজ ছেড়ে দিনের পর দিন বাড়িতে থেকে তিলে তিলে মৃত্যুকে বরণ না করে, প্রকৃত শিল্পীর মতো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন সৌমিত্র ।
তবে সৌমিত্রর মুখেই তাঁর নিজের জীবনগাঁথা শোনার সৌভাগ্য হতে চলেছে আমাদের । 'আমি সৌমিত্র' নামে যে তথ্যচিত্রের শুটিং করছিলেন তিনি, সেটি মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশ্যে এল তথ্যচিত্রটির টিজ়ার । চোখে জল নিয়েই সেই টিজ়ার দেখলেন সিনেপ্রেমী ও সৌমিত্র অনুরাগীরা ।
সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই তথ্যচিত্রে সৌমিত্র তো আছেনই, সঙ্গে রয়েছেন সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন, দেবশংকর হালদার-সহ আরও অনেকে । এঁরা প্রত্যেকেই সৌমিত্রর সঙ্গে কাজ করেছেন । এছাড়া কন্যা পৌলমী বসুও অনেক সাহায্য করেছেন এই তথ্যচিত্র তৈরিতে ।
দেখে নিন টিজ়ার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2020 সালের 30 সেপ্টেম্বর 'আমি সৌমিত্র'-র শুটিং শেষ করেছিলেন সৌমিত্র । তার ঠিক 6 দিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন তিনি । 40 দিন ধরে লড়াইয়ের পর অবশেষে থেমে যান অভিনেতা । সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন সৌমিত্র । ভাগ্যিস শিল্পীর মৃত্যুর পরেও তাঁর শিল্পগুলো বেঁচে থাকে !