মুম্বই, 17 এপ্রিল: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের অভিনেতা সোনু সুদ ৷ তাঁর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনি নিজেকে বাড়িতেই কোয়ারানটিনে রেখেছেন বলে জানিয়েছেন অভিনেতা ৷
নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন স্বয়ং সোনু ৷ তিনি লিখেছেন, "সবাইকে জানাচ্ছি যে, আজ সকালে আমার কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নিজেকে কোয়ারানটিনে রেখেছি এবং যাবতীয় যত্ন নিচ্ছি ৷"
তিনি কোভিডে আক্রান্ত হলেও তাতে মানুষের পাশে দাঁড়ানো থেকে যে বিরত থাকবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন গরিবের মসীহা হিসেবে পরিচিত রিয়েল লাইফ হিরো ৷ সোনু লিখেছেন, " চিন্তা করবেন না, এর ফলে আপনাদের সমস্যা সমাধান করার প্রচুর সময় পেয়ে গেলাম ৷ মনে রাখবেন, আমি সব সময় আপনাদের সঙ্গে আছি ৷"
গত 7 এপ্রিল করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন সোনু ৷ টিকা নেওয়ার পর টুইট করে তিনি জানান, তাঁর টিকা নেওয়া হয়ে গিয়েছে ৷ এ বার সময় গোটা দেশের টিকাকরণের ৷ 'সঞ্জীবনী' নামে একটি টিকাকরণ অভিযান শুরু করছেন বলেও ঘোষণা করেন সোনু ৷ তবে এরই মধ্যে তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন ৷
আরও পড়ুন: ভক্তদের কাছে এবার 'ব্রাদার অফ দি নেশন' সোনু সুদ
-
आज दवाई आपकेबघर पहुंच जायेगी।
— sonu sood (@SonuSood) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
जल्द ठीक हो जाएं। https://t.co/UnhSGhvs10
">आज दवाई आपकेबघर पहुंच जायेगी।
— sonu sood (@SonuSood) April 17, 2021
जल्द ठीक हो जाएं। https://t.co/UnhSGhvs10आज दवाई आपकेबघर पहुंच जायेगी।
— sonu sood (@SonuSood) April 17, 2021
जल्द ठीक हो जाएं। https://t.co/UnhSGhvs10आज दवाई आपकेबघर पहुंच जायेगी।
— sonu sood (@SonuSood) April 17, 2021
जल्द ठीक हो जाएं। https://t.co/UnhSGhvs10
করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা ৷ যখন যেখানে যে সমস্যায় পড়েছেন, তাঁর পাশে গিয়ে উপস্থিত হয়েছেন তিনি ৷ সেই কারণে বছর খানেকের মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ তাঁর নিঃস্বার্থ সমাজ সেবাকে সম্মান জানিয়েছে একটি ভারতীয় বিমান সংস্থা ৷ তারা সোনু সুদের ছবি ব্যবহার করেছেন তাদের বিমানের গায়ে ৷ রিল লাইফ থেকে রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন তিনি ৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর ভক্তরা ৷