মুম্বই, 8 মার্চ: প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Sonakshi Sinha rubbishes non bailable warrant reports) জারি হয়েছে বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে (Sonakshi rubbishes non-bailable warrant report)! বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর রটেছে ৷ তবে এটা নিতান্তই গুজব বলে দাবি করলেন দাবাং অভিনেত্রী ৷ তাঁকে হেনস্থা করার জন্যই এই মিথ্যে খবর রটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
খবর রটেছিল যে, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য উদ্যোক্তাদের থেকে বিরাট পরিমাণ অর্থ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha on warrant in fraud case) ৷ তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি ৷ এরপর আয়োজকরা তাঁর থেকে সেই টাকা ফেরত চাইলে তিনি নাকি তা দিতে অস্বীকার করেন ৷ এরপরই নাকি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয় ৷
তবে এই খবরকে সর্বৈব মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শত্রু-কন্যা (Sonakshi Sinha latest news)৷ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে তিনি বলেন, "সংবাদমাধ্যমে এমন গুজব ঘুরছে যে, আমার বিরুদ্ধে নাকি জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করা হয়েছে ৷ আমার কারও কাছ থেকে এই খবরের সত্যতা যাচাই না করেই এই গুজব রটিয়ে দেওয়া হয়েছে ৷ এটা একেবারে নিখাদ গল্প আর আমাকে হেনস্থা করার জন্যই এটা করা হয়েছে ৷ আমি সব সংবাদমাধ্যম, সাংবাদিকদের কাছে অনুরোধ করছি যে, এই ভুয়ো খবর প্রচার করবেন না ৷ কারণ পাবলিসিটি পেতে এই কাজ ব্যক্তিবিশেষের উদ্দেশ্যপ্রণোদিত ৷"
আরও পড়ুন: নেপোটিজ়মের বিতর্ক উড়িয়ে সফলতার পথে হাঁটছেন সোনাক্ষী
![sonakshi-sinha-rubbishes-non-bailable-warrant-reports-calls-it-harassment-charade](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14670387_p.jpg)
সোনাক্ষীর (Sonakshi Sinha on non bailable warrant) দাবি, "যে ব্যক্তি এই কাজ করছে, সে শুধুমাত্র সস্তার পাবলিসিটি পেতে চায় এবং আমায় আক্রমণ করে আমার থেকে তোলা তুলতে চায় ৷ বহু বছর ধরে আমি যে জনপ্রিয়তা অর্জন করেছি, সংবাদমাধ্যমে ভুল খবর প্রচার করে তাতে সে আঘাত হানতে চায় ৷ অনুগ্রহ করে এই হেনস্থার প্রচেষ্টায় অংশ নেবেন না ৷ এই বিষয়টি মুরাদাবাদ আদালতের বিচারাধীন ৷ এলাহাবাদ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে ৷ ওই ব্যক্তি যে ভাবে আদালত অবমাননা করেছে, তার বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেবেন আমার আইনি পরামর্শদাতারা ৷"
34 বছরের অভিনেত্রীর আর্জি, "দয়া করে এই নিয়ে আমায় কোনও প্রশ্ন করবেন না ৷ আমি বাড়িতেই আছি আর আপনাদের আশ্বস্ত করছি যে, আমার বিরুদ্ধে কোনও পরোয়ানা জারি হয়নি ৷" নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এই বিবৃতি পোস্ট করেছেন সোনাক্ষী সিনহা ৷
আরও পড়ুন: Sonakshi Salman Wedding pic : সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে বিয়ের ছবি, উত্তর দিলেন সোনাক্ষী