মুম্বই, 8 মার্চ: প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Sonakshi Sinha rubbishes non bailable warrant reports) জারি হয়েছে বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে (Sonakshi rubbishes non-bailable warrant report)! বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর রটেছে ৷ তবে এটা নিতান্তই গুজব বলে দাবি করলেন দাবাং অভিনেত্রী ৷ তাঁকে হেনস্থা করার জন্যই এই মিথ্যে খবর রটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
খবর রটেছিল যে, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য উদ্যোক্তাদের থেকে বিরাট পরিমাণ অর্থ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha on warrant in fraud case) ৷ তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি ৷ এরপর আয়োজকরা তাঁর থেকে সেই টাকা ফেরত চাইলে তিনি নাকি তা দিতে অস্বীকার করেন ৷ এরপরই নাকি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয় ৷
তবে এই খবরকে সর্বৈব মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শত্রু-কন্যা (Sonakshi Sinha latest news)৷ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে তিনি বলেন, "সংবাদমাধ্যমে এমন গুজব ঘুরছে যে, আমার বিরুদ্ধে নাকি জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করা হয়েছে ৷ আমার কারও কাছ থেকে এই খবরের সত্যতা যাচাই না করেই এই গুজব রটিয়ে দেওয়া হয়েছে ৷ এটা একেবারে নিখাদ গল্প আর আমাকে হেনস্থা করার জন্যই এটা করা হয়েছে ৷ আমি সব সংবাদমাধ্যম, সাংবাদিকদের কাছে অনুরোধ করছি যে, এই ভুয়ো খবর প্রচার করবেন না ৷ কারণ পাবলিসিটি পেতে এই কাজ ব্যক্তিবিশেষের উদ্দেশ্যপ্রণোদিত ৷"
আরও পড়ুন: নেপোটিজ়মের বিতর্ক উড়িয়ে সফলতার পথে হাঁটছেন সোনাক্ষী
সোনাক্ষীর (Sonakshi Sinha on non bailable warrant) দাবি, "যে ব্যক্তি এই কাজ করছে, সে শুধুমাত্র সস্তার পাবলিসিটি পেতে চায় এবং আমায় আক্রমণ করে আমার থেকে তোলা তুলতে চায় ৷ বহু বছর ধরে আমি যে জনপ্রিয়তা অর্জন করেছি, সংবাদমাধ্যমে ভুল খবর প্রচার করে তাতে সে আঘাত হানতে চায় ৷ অনুগ্রহ করে এই হেনস্থার প্রচেষ্টায় অংশ নেবেন না ৷ এই বিষয়টি মুরাদাবাদ আদালতের বিচারাধীন ৷ এলাহাবাদ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে ৷ ওই ব্যক্তি যে ভাবে আদালত অবমাননা করেছে, তার বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেবেন আমার আইনি পরামর্শদাতারা ৷"
34 বছরের অভিনেত্রীর আর্জি, "দয়া করে এই নিয়ে আমায় কোনও প্রশ্ন করবেন না ৷ আমি বাড়িতেই আছি আর আপনাদের আশ্বস্ত করছি যে, আমার বিরুদ্ধে কোনও পরোয়ানা জারি হয়নি ৷" নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এই বিবৃতি পোস্ট করেছেন সোনাক্ষী সিনহা ৷
আরও পড়ুন: Sonakshi Salman Wedding pic : সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে বিয়ের ছবি, উত্তর দিলেন সোনাক্ষী