কলকাতা : টেক অফ করার আগেই নানা বিতর্কে জড়াচ্ছে 'ফেলুদা ফেরত' । সৃজিত মুখার্জির কাজ মানে সেখানে একটু বিতর্ক তো থাকবেই । 'ফেলুদা ফেরত' নিয়ে সাম্প্রতিকতম সমস্যাটা হল তার ক্রেডিট কার্ড নিয়ে । সেখানে written by-এর জায়গায় সত্যজিৎ রায়ের পরিবর্তে কেন সৃজিতের নাম ? এই নিয়েই দানা বাঁধে ঝামেলা ।
যে কোনও ফিল্ম বা সিরিজ়ের ক্ষেত্রে এই written by বলতে স্ক্রিপ্ট লেখার কথা বলা হয় । কারও গল্প অবলম্বনে প্রজেক্টটি তৈরি হলে based on-এর জায়গায় সেই সাহিত্যিকের নাম লেখা হয় এবং written by-এর জায়গায় স্ক্রিপ্ট লেখকের নাম লেখা হয় । 'ফেলুদা ফেরত'-এর স্ক্রিপ্ট সৃজিতের লেখা । ফলে ক্রেডিট কার্ডে written by সৃজিত মুখার্জি লেখা ছিল ।
এই তথ্যটি অনেকেই জানেন না । স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ । অবশেষে নির্মাতারা কোনও ঝুঁকি না নিয়ে বদলে দেন ক্রেডিট কার্ড । লেখা হয় 'স্ক্রিনপ্লে, ডায়লগ অ্যান্ড ডিরেকশন সৃজিত মুখার্জি' ।
সোশাল মিডিয়ায় এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সৃজিত নিজেও । এর আগে বহু সাহিত্যধর্মী ছবিতে এমন ভাবেই ক্রেডিট কার্ড সাজানো হয়েছে । সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্তের মতো আরও অনেক পরিচালক একই কাজ করেছেন । সৃজিত সেই সব ক্রেডিট কার্ডের স্ক্রিনশট তুলে একটি লম্বা পোস্ট করেছেন ।
দেখে নিন...
-
A surprisingly high % of people are blissfully unaware that 'written' in film credits is synonymous with screenplay & dialogues if the story is separately credited. Hence we've re-uploaded the trailer of #FeludaPherot to avoid unnecessary & ignorance-fuelled confusion. Enjoy!:) pic.twitter.com/EGyJsZZnc2
— Srijit Mukherji (@srijitspeaketh) November 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A surprisingly high % of people are blissfully unaware that 'written' in film credits is synonymous with screenplay & dialogues if the story is separately credited. Hence we've re-uploaded the trailer of #FeludaPherot to avoid unnecessary & ignorance-fuelled confusion. Enjoy!:) pic.twitter.com/EGyJsZZnc2
— Srijit Mukherji (@srijitspeaketh) November 22, 2020A surprisingly high % of people are blissfully unaware that 'written' in film credits is synonymous with screenplay & dialogues if the story is separately credited. Hence we've re-uploaded the trailer of #FeludaPherot to avoid unnecessary & ignorance-fuelled confusion. Enjoy!:) pic.twitter.com/EGyJsZZnc2
— Srijit Mukherji (@srijitspeaketh) November 22, 2020