ETV Bharat / sitara

রবি ঠাকুরের গানে 'একলা' বৈশাখের বিষণ্ণতা ভোলার চেষ্টা শিল্পীদের - rabindra sangeet

এ প্রসঙ্গে ETV ভারতকে ইমন বলেন, "পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমাদের একটা গান আজ মুক্তি পাচ্ছে । হোম কোয়ারেন্টাইনে থেকে একটি ভিডিয়ো করেছি আমরা । সবাই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ ভরিয়ে, তৃষা হারিয়ে' গানটা রেকর্ড করেছি ।পুরো গানটা গাওয়া ও ভিডিয়ো সব কিছুই বাড়িতে করা হয়েছে ।"

dfg
xgf
author img

By

Published : Apr 14, 2020, 9:43 AM IST

Updated : Apr 17, 2020, 9:09 PM IST

কলকাতা : আনন্দ নেই । আছে আশঙ্কা । সবাই মিলে হুল্লোড় নয় । বাড়িতে একলা বসে থাকা । প্রত্যেকের কাছেই এ এক অচেনা পয়লা বৈশাখ । এবার "নববর্ষ" হারিয়ে গেলেও, হারিয়ে যায়নি অনেক কিছুই । সুর, তাল, ছন্দ, লয় সবই রয়েছে । শুধু ঠিক মতো বাজছে না । তার মধ্যেও কিছুটা হলেও বিষণ্ণতা ভোলার চেষ্টা করলেন ইমন, লগ্নজিতারা । আশ্রয় নিলেন রবি ঠাকুরের ।

এ প্রসঙ্গে ETV ভারতকে ইমন বলেন, "পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমাদের একটা গান আজ মুক্তি পাচ্ছে । হোম কোয়ারেন্টাইনে থেকে একটি ভিডিয়ো করেছি আমরা । সবাই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ ভরিয়ে, তৃষা হারিয়ে' গানটা রেকর্ড করেছি । নীলাঞ্জন ঘোষ সেটা অ্যারেঞ্জ করেছে । পুরো গানটা গাওয়া ও ভিডিয়ো সব কিছুই বাড়িতে করা হয়েছে । আমরা প্রায় আট থেকে 10 জন ভিডিয়ো করেছি ।"

dgf
.

ইমন ছাড়াও বাংলার একাধিক শিল্পী রয়েছেন এই গানে । ইমন বলেন, "আমি, কৌশিক, লগ্নজিতা, গৌরব, উজ্জয়িনী, সায়নী পালিত, আরশাদ, দুর্নিবার, মধুরা, প্রশ্মিতা, রেয়া, নীলাঞ্জন, স্বরজিৎ ও চেন্নাইয়ের এক নামকরা গায়ক অভয় গেয়েছে এই গানে । আমরা বাড়িতে মোবাইলে নিজেরাই গান রেকর্ড করেছি । নীলাঞ্জন পুরো দায়িত্বটা নিয়েছে, একটা অসাধ্য সাধন করেছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : আনন্দ নেই । আছে আশঙ্কা । সবাই মিলে হুল্লোড় নয় । বাড়িতে একলা বসে থাকা । প্রত্যেকের কাছেই এ এক অচেনা পয়লা বৈশাখ । এবার "নববর্ষ" হারিয়ে গেলেও, হারিয়ে যায়নি অনেক কিছুই । সুর, তাল, ছন্দ, লয় সবই রয়েছে । শুধু ঠিক মতো বাজছে না । তার মধ্যেও কিছুটা হলেও বিষণ্ণতা ভোলার চেষ্টা করলেন ইমন, লগ্নজিতারা । আশ্রয় নিলেন রবি ঠাকুরের ।

এ প্রসঙ্গে ETV ভারতকে ইমন বলেন, "পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমাদের একটা গান আজ মুক্তি পাচ্ছে । হোম কোয়ারেন্টাইনে থেকে একটি ভিডিয়ো করেছি আমরা । সবাই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ ভরিয়ে, তৃষা হারিয়ে' গানটা রেকর্ড করেছি । নীলাঞ্জন ঘোষ সেটা অ্যারেঞ্জ করেছে । পুরো গানটা গাওয়া ও ভিডিয়ো সব কিছুই বাড়িতে করা হয়েছে । আমরা প্রায় আট থেকে 10 জন ভিডিয়ো করেছি ।"

dgf
.

ইমন ছাড়াও বাংলার একাধিক শিল্পী রয়েছেন এই গানে । ইমন বলেন, "আমি, কৌশিক, লগ্নজিতা, গৌরব, উজ্জয়িনী, সায়নী পালিত, আরশাদ, দুর্নিবার, মধুরা, প্রশ্মিতা, রেয়া, নীলাঞ্জন, স্বরজিৎ ও চেন্নাইয়ের এক নামকরা গায়ক অভয় গেয়েছে এই গানে । আমরা বাড়িতে মোবাইলে নিজেরাই গান রেকর্ড করেছি । নীলাঞ্জন পুরো দায়িত্বটা নিয়েছে, একটা অসাধ্য সাধন করেছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Apr 17, 2020, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.