ETV Bharat / sitara

Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেবরা - সিম্বা

শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) জেল থেকে বাড়ি ফেরার পর খুশির হাওয়া বলিউডে ৷ ভক্তরা বলছেন, সিম্বা (Simba Returns) ফিরে এসেছে ৷ তাঁকে স্বাগত ৷

Simba Returns: celebrities and fans celebrate Shah Rukh Khan's son Aryan Khan's homecoming
সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেবরা
author img

By

Published : Oct 30, 2021, 4:14 PM IST

মুম্বই, 30 অক্টোবর: বাবা ও ছেলের গল্প শুনিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল লায়ন কিং ৷ আরিয়ানকে শাহরুখ খান (Shah Rukh Khan) জেল থেকে বাড়িতে নিয়ে ফেরার পর জঙ্গলের রাজার সেই অপত্য প্রেম নিয়ে ফের চর্চা শুরু হল সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে লিখলেন, "সিম্বা রিটার্নস " (Simba Returns)৷ পোস্ট করলেন লায়ন কিং-এর মুফাসা ও তার শাবক সিম্বার ছবি ৷ ফিল্মের হিন্দি ভার্সানে এই দুটি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বাস্তবের পিতা-পুত্র শাহরুখ-আরিয়ানই ৷

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে লায়ন কিং-এর ক্লিপিং ৷ ছেলেকে মুক্ত করতে বলিউডের কিং খান যখন সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন, তখন তাঁকে শক্তি জোগাতে ভক্তরা ব্যবহার করে লায়ন কিং-এর একটি দৃশ্য ৷ যেখানে হায়নার কবল থেকে ছোট্ট সিংহশাবক সিম্বাকে বাঁচিয়ে হুংকার ছাড়ে জঙ্গলের রাজা মুফাসা ৷ হায়নাকে সে বলে দেয়, "আজকের পর আমার ছেলের দিকে চোখ তুলে দেখলে...শেষ হুঁশিয়ারি দিলাম ৷"

আরিয়ানের মুক্তির পর আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিম্বা ৷ নেট নাগরিকরা বলছেন, সিম্বা ফিরে এসেছে ৷ একজন লিখেছেন, "প্রিন্স আরিয়ান মন্নতে ফিরে এসেছেন...আমরা তোমায় ভালোবাসি সিম্বা ৷" অপরজনের কথায়, "স্বাগত সিম্বা ৷"

আরও পড়ুন: Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি

লায়ন কিং ফিল্মের হিন্দি ভার্সানে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ৷ আর মুফাসার ছেলে সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান ৷ স্বাভাবিক ভাবেই বাস্তবের পিতা-পুত্রের এই আনন্দের দিনে নেট নাগরিকরা মেতেছেন তাঁদেরই কণ্ঠ দেওয়া পিতা-পুত্রের চরিত্র মুফাসা ও সিম্বাকে নিয়ে ৷

  • my heavens! i can't stop my tears 😭😭 😭 😭 😭
    the KINGS OF KING MAJESTY Prince Aryan arrived to the Mannat Kingdom, with the Royal Auspice!
    Prince Aryan Khan 🚩SIMBA 🦁
    he said "it doesn't matter, I'm HOME.."
    We love uh SIMBA 😭😭pic.twitter.com/HcxIoZU8ED

    — Rup¡ka S¡ngh 💜! ❤️se! (@ru16_dilse) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু ভক্তরাই নন, আরিয়ান বাড়ি ফেরায় খুশির হাওয়া বলিউডেও ৷ কঠিন সময়ে বলিউডের বাদশার শক্তি ও পরিণত বুদ্ধির তারিফ করেছেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর ৷

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

বলিউডের এ বছরের দীপাবলি কেমন কাটবে, তা আরিয়ানের মুক্তির উপরই নির্ভর করছিল বলে মত চিত্রনির্মাতা রামগোপাল বর্মার ৷

  • In Bollywood, Diwali has always been reserved for a Khans's release.

    This Diwali also Khan got released.

    — Ram Gopal Varma (@RGVzoomin) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবারই লাল হৃদয়ের ইমোজি দিয়ে শাহরুখের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন চিত্রনির্মাতা করণ জোহর ৷ আরিয়ান গ্রেফতারের পর থেকে সলমন খান, হৃত্বিক রোশন, ফারহা খান, সুজান খান-সহ বলিউডের নানা তারকা পাশে দাঁড়িয়েছেন খান পরিবারের ৷ আজ শাহরুখ-পুত্রের বাড়ি ফেরার দিন থেকেই তাই দীপাবলির আমেজ বলিউডে ৷

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলে থাকছেন আরিয়ান

মুম্বই, 30 অক্টোবর: বাবা ও ছেলের গল্প শুনিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল লায়ন কিং ৷ আরিয়ানকে শাহরুখ খান (Shah Rukh Khan) জেল থেকে বাড়িতে নিয়ে ফেরার পর জঙ্গলের রাজার সেই অপত্য প্রেম নিয়ে ফের চর্চা শুরু হল সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে লিখলেন, "সিম্বা রিটার্নস " (Simba Returns)৷ পোস্ট করলেন লায়ন কিং-এর মুফাসা ও তার শাবক সিম্বার ছবি ৷ ফিল্মের হিন্দি ভার্সানে এই দুটি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বাস্তবের পিতা-পুত্র শাহরুখ-আরিয়ানই ৷

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে লায়ন কিং-এর ক্লিপিং ৷ ছেলেকে মুক্ত করতে বলিউডের কিং খান যখন সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন, তখন তাঁকে শক্তি জোগাতে ভক্তরা ব্যবহার করে লায়ন কিং-এর একটি দৃশ্য ৷ যেখানে হায়নার কবল থেকে ছোট্ট সিংহশাবক সিম্বাকে বাঁচিয়ে হুংকার ছাড়ে জঙ্গলের রাজা মুফাসা ৷ হায়নাকে সে বলে দেয়, "আজকের পর আমার ছেলের দিকে চোখ তুলে দেখলে...শেষ হুঁশিয়ারি দিলাম ৷"

আরিয়ানের মুক্তির পর আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিম্বা ৷ নেট নাগরিকরা বলছেন, সিম্বা ফিরে এসেছে ৷ একজন লিখেছেন, "প্রিন্স আরিয়ান মন্নতে ফিরে এসেছেন...আমরা তোমায় ভালোবাসি সিম্বা ৷" অপরজনের কথায়, "স্বাগত সিম্বা ৷"

আরও পড়ুন: Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি

লায়ন কিং ফিল্মের হিন্দি ভার্সানে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ৷ আর মুফাসার ছেলে সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান ৷ স্বাভাবিক ভাবেই বাস্তবের পিতা-পুত্রের এই আনন্দের দিনে নেট নাগরিকরা মেতেছেন তাঁদেরই কণ্ঠ দেওয়া পিতা-পুত্রের চরিত্র মুফাসা ও সিম্বাকে নিয়ে ৷

  • my heavens! i can't stop my tears 😭😭 😭 😭 😭
    the KINGS OF KING MAJESTY Prince Aryan arrived to the Mannat Kingdom, with the Royal Auspice!
    Prince Aryan Khan 🚩SIMBA 🦁
    he said "it doesn't matter, I'm HOME.."
    We love uh SIMBA 😭😭pic.twitter.com/HcxIoZU8ED

    — Rup¡ka S¡ngh 💜! ❤️se! (@ru16_dilse) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু ভক্তরাই নন, আরিয়ান বাড়ি ফেরায় খুশির হাওয়া বলিউডেও ৷ কঠিন সময়ে বলিউডের বাদশার শক্তি ও পরিণত বুদ্ধির তারিফ করেছেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর ৷

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

বলিউডের এ বছরের দীপাবলি কেমন কাটবে, তা আরিয়ানের মুক্তির উপরই নির্ভর করছিল বলে মত চিত্রনির্মাতা রামগোপাল বর্মার ৷

  • In Bollywood, Diwali has always been reserved for a Khans's release.

    This Diwali also Khan got released.

    — Ram Gopal Varma (@RGVzoomin) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবারই লাল হৃদয়ের ইমোজি দিয়ে শাহরুখের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন চিত্রনির্মাতা করণ জোহর ৷ আরিয়ান গ্রেফতারের পর থেকে সলমন খান, হৃত্বিক রোশন, ফারহা খান, সুজান খান-সহ বলিউডের নানা তারকা পাশে দাঁড়িয়েছেন খান পরিবারের ৷ আজ শাহরুখ-পুত্রের বাড়ি ফেরার দিন থেকেই তাই দীপাবলির আমেজ বলিউডে ৷

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলে থাকছেন আরিয়ান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.