ETV Bharat / sitara

পথশিশুদের নিয়ে মানবিক শর্টফিল্ম 'যে নামেই ডাকো' - Bengali Short Film

দুটি পথশিশু, যাদের সম্পদ বলতে কিছুই নেই। শুধু রয়েছে একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। কেমন তাদের জীবন? সেই গল্পই বলবে 'যে নামেই ডাকো'।

শর্ট ফিল্ম
author img

By

Published : Jun 17, 2019, 2:22 PM IST

কলকাতা : পরিচালক শুভঙ্কর বেরার দ্বিতীয় শর্টফিল্ম 'যে নামেই ডাকো'। গল্পের প্রেক্ষাপট দু'জন পথশিশুকে কেন্দ্র করে। এই দুই ভাইবোনের চরিত্রে শিশুশিল্পী ঋষু দে ও সংস্থিতা।

পরিচালক ETV ভারত সিতারাকে বললেন, "একদিন আমি রাস্তা দিয়ে যেতে যেতে দু'জন পথশিশুকে দেখি। দেখি তারা একটা শুকনো বিস্কুট খাচ্ছে, তাও আবার খুব খুশি মনে। এটা দেখেই আমার মনে হয় যে, আমাদের কাছে প্রচুর জিনিস থাকলেও আমরা সন্তুষ্ট হতে পারি না। আর ওই বাচ্চাদুটো যেটুকু পাচ্ছে, সেটুকু নিয়েই ভালো থাকছে। এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা।"

ক্যামেরায় ধরা দিল দুই শিশুশিল্পীও। দু'জনেই স্বীকার করে নিল যে, "শুভঙ্কর স্যার"-এর সঙ্গে কাজ করে তাদের খুব ভালো লেগেছে। ভিডিয়োয় শুনুন সবাই কী বলছেন...

শুনে নিন সবার বক্তব্য

কলকাতা : পরিচালক শুভঙ্কর বেরার দ্বিতীয় শর্টফিল্ম 'যে নামেই ডাকো'। গল্পের প্রেক্ষাপট দু'জন পথশিশুকে কেন্দ্র করে। এই দুই ভাইবোনের চরিত্রে শিশুশিল্পী ঋষু দে ও সংস্থিতা।

পরিচালক ETV ভারত সিতারাকে বললেন, "একদিন আমি রাস্তা দিয়ে যেতে যেতে দু'জন পথশিশুকে দেখি। দেখি তারা একটা শুকনো বিস্কুট খাচ্ছে, তাও আবার খুব খুশি মনে। এটা দেখেই আমার মনে হয় যে, আমাদের কাছে প্রচুর জিনিস থাকলেও আমরা সন্তুষ্ট হতে পারি না। আর ওই বাচ্চাদুটো যেটুকু পাচ্ছে, সেটুকু নিয়েই ভালো থাকছে। এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা।"

ক্যামেরায় ধরা দিল দুই শিশুশিল্পীও। দু'জনেই স্বীকার করে নিল যে, "শুভঙ্কর স্যার"-এর সঙ্গে কাজ করে তাদের খুব ভালো লেগেছে। ভিডিয়োয় শুনুন সবাই কী বলছেন...

শুনে নিন সবার বক্তব্য
Intro:দুই পথশিশু ভাই বোনের গল্প বলবে নতুন শর্ট ফিল্ম যে নামেই ডাকো

অমিত চক্রবর্তী,কলকাতা: পরিচালক শুভঙ্কর বেরার পরিচালনায় আসছে দ্বিতীয় শর্ট ফিল্ম যে নামেই ডাকো। গল্পের প্রেক্ষাপট দুজন পথশিশু কে কেন্দ্র করে যারা, সম্পর্কে ভাই এবং বোন। ভাই সব সময় চেষ্টা করে বোনকে খুশিতে রাখতে। কিন্তু কিছু কিছু সময় সে আর পেরে ওঠে না সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়ে তার বোনের জন্য ভালোবাসা বা একটু ভালো খাবার নিয়ে আসতে। টাকা জীবনের সমস্ত খুশি কে দিতে পারে না। কিন্তু ভালো মন ও হৃদয় সব সময় যে কাউকে খুশিতে রাখতে পারে। এই শর্ট ফিল্ম টি প্রধান চরিত্রে অভিনয় করছেন দুজন শিশু শিল্পী যারা হলেন হৃসু দে ও সংস্থিতা।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.