কলকাতা : পরিচালক শুভঙ্কর বেরার দ্বিতীয় শর্টফিল্ম 'যে নামেই ডাকো'। গল্পের প্রেক্ষাপট দু'জন পথশিশুকে কেন্দ্র করে। এই দুই ভাইবোনের চরিত্রে শিশুশিল্পী ঋষু দে ও সংস্থিতা।
পরিচালক ETV ভারত সিতারাকে বললেন, "একদিন আমি রাস্তা দিয়ে যেতে যেতে দু'জন পথশিশুকে দেখি। দেখি তারা একটা শুকনো বিস্কুট খাচ্ছে, তাও আবার খুব খুশি মনে। এটা দেখেই আমার মনে হয় যে, আমাদের কাছে প্রচুর জিনিস থাকলেও আমরা সন্তুষ্ট হতে পারি না। আর ওই বাচ্চাদুটো যেটুকু পাচ্ছে, সেটুকু নিয়েই ভালো থাকছে। এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা।"
ক্যামেরায় ধরা দিল দুই শিশুশিল্পীও। দু'জনেই স্বীকার করে নিল যে, "শুভঙ্কর স্যার"-এর সঙ্গে কাজ করে তাদের খুব ভালো লেগেছে। ভিডিয়োয় শুনুন সবাই কী বলছেন...