ETV Bharat / sitara

'দূরে থেকে কাছের মানুষ' বিক্রম ও মিথিলা

author img

By

Published : May 13, 2020, 2:00 PM IST

কলকাতা ও ঢাকার দুই প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে একটি শর্টফিল্ম 'দূরে থেকে কাছের মানুষ'। যেখানে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা ও বিক্রম চট্টোপাধ্যায় ।

dfg
dgf

কলকাতা : কলকাতা ও ঢাকার দুই প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়া ও প্রেক্ষাগৃহ ভিজ়ুয়াল ফ্যাক্টরি প্রোডাকশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে একটি শর্টফিল্ম 'দূরে থেকে কাছের মানুষ'। অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা ও বিক্রম চট্টোপাধ্যায় । ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক । ছবিটির গল্প অভ্র চক্রবর্তীর ।

sdf
.

দীপ্ত (বিক্রম) একমাস হল কলকাতায় এসেছে ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতে । আর এদিকে বন্যা (মিথিলা) ঢাকার সাংবাদিক ও গায়িকা । দীপ্ত ভালোবাসে বন্যাকে । বন্যার খোঁজ নেয় সে । দু'জনের কথা হয় 14 বছর পর । তারপর কী হয়, তাই নিয়েই তৈরি গল্প ।

fhhhhh
শাহরিয়ার পলক

টিভিওয়ালা মিডিয়ার কর্ণধার অমিত গাঙ্গুলি ও পরিচালক শাহরিয়ার পলক খুব ভালো বন্ধু । এ প্রসঙ্গে শাহরিয়ার বলেন, "এই লকডাউনের সময় বাড়িতে বসে আমাকে কিছু একটা বানানোর পরামর্শ দিয়েছিল অমিত । এমন কিছু বানাতে বলেছিল, যেটা দুই বাংলার সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবে । অভ্রর গল্প 'দূরে থাকা কাছের মানুষ' পড়ে মনে হল এই পরিস্থিতিতে এটা উপযুক্ত গল্প । গল্পটা পাওয়ার পর আমি তার চিত্রনাট্য শেয়ার করি মিথিলা ও বিক্রমের সঙ্গে । তাঁদেরকে বুঝিয়ে দিলাম যে বাড়িতে বসেই মোবাইল ফোনে শুটিং করতে হবে আমার ডিরেকশন মতো । ওঁরা দু'জনেই রাজি হয়ে যায় । ঢাকা ও কলকাতার দুটি প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহ ভিজ়ুয়াল ফ্যাক্টরি প্রোডাকশন ও টিভিওয়ালা মিডিয়া দু'জনেই আমার পাশে দাঁড়ায় । তারপর দু'দিন মিথিলা ও দু'দিন বিক্রমের সঙ্গে শুট করলাম । শুটিং শেষে শুরু হল ফুটেজ ট্রান্সফারের পদ্ধতি এবং এডিটিং । পোস্ট প্রোডাকশন এবং সাউন্ডের কাজ করেছে প্রেক্ষাগৃহ ভিজ়ুয়াল ফ্যাক্টরি প্রোডাকশন । ছবি থেকে উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে দুই দেশের সেইসব কর্মীদের হাতে যাঁরা রুট লেভেলে কাজ করেন ।"

sdf
বিক্রম চট্টোপাধ্যায়

এদিকে প্রায় দু'মাস হতে চলল মুম্বইতে গিয়ে আটকে পড়েছেন বিক্রম । এই গল্প সম্পর্কে বিক্রম বলেন, "অভ্রর গল্পটি অত্যন্ত সংবেদনশীল । দুটি আলাদা দেশের দুটি মানুষ দীপ্ত এবং বন্যা । তাঁরা অনেক বছর পর একে অপরের সঙ্গে কথা বলছে । গোটা স্ক্রিপ্টে ছড়িয়ে রয়েছে প্রেমের গন্ধ । 'এলার চার অধ্যায়' থেকে আমি অভ্রকে চিনি । ওঁর সঙ্গে আবার কাজ করতে পেরে ভালো লাগছে । আমার বন্ধু অভিনব এবং আমি শুটিং করেছি । ক্যামেরা, আর্ট, মেকআপ সবকিছুই দু'জন মিলে সামলেছি । বাড়িতে বসেই শুটিং করেছি আমরা । এই কাজটি অত্যন্ত কঠিন ছিল । তবে টিমের সকলের সহযোগিতা পেয়েছি । এই শর্টফিল্মের জন্য কোনও পারিশ্রমিক নিইনি । আমাদের আশা মানুষের এই শর্টফিল্ম ভালো লাগবে ।"

dfg
রাফিয়াথ রশিদ মিথিলা

অন্যদিকে ছবি সম্পর্কে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, "এই সময় সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা অসহায় মানুষদের জন্য তহবিল তৈরি করাই খুব ভালো উদ্যোগ । এই লকডাউনে দুই বাংলারই সিনেমা-প্রযুক্তিবিদরা কাজ হারিয়েছেন । এই ছবির মাধ্যমে তাঁদের পাশে থাকা আমাদের কেবলই একটি প্রয়াস । তবে মোবাইলে শুট করার অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম । এরকমভাবে আগে তো কোনওদিন শুট করিনি । প্রথমদিকে ভেবেছিলাম, পুরো পদ্ধতিটা বোধহয় খুব কঠিন হবে । তারপর সেটাকে আমি উপভোগ করতে শুরু করি । এবার যদি সকলের ছবিটি পছন্দ হয়, তাহলেই আমরা সফল হব ।"

sdf
.

শুটিং সম্পর্কে মিথিলা বলেন, "আমার ভাই মাইমুন ক্যামেরার কাজে আমাকে সাহায্য করেছে । আমার পরিচালক স্টোরি বোর্ড এবং প্রয়োজনীয় শটগুলি ছবিসহ এঁকে বুঝিয়ে দেন আমায় । তাতে আমার খুব সাহায্য হয়েছে । শুটিং করে খুব আনন্দ পেয়েছি ।"

fdg
অভ্র চক্রবর্তী

ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন মুস্তাফি শিমুল । ছবির সংগীতের দায়িত্বে ছিল বিটকল মিউজ়িক । মিউজ়িক অ্যারেঞ্জমেন্ট ও ভয়েস দিয়েছেন গৌরব মণ্ডল জন । গান গেয়েছেন সিথি সাহা । টাইটেল মিউজ়িক করেছেন শাহরিয়ার আলম মার্শেল । ছবি তৈরিতে বিশেষ সহায়তা করেছেন ইমন চৌধুরি । ছবির পোস্টার ডিজ়াইন করেছেন শুভব্রত ।

কলকাতা : কলকাতা ও ঢাকার দুই প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়া ও প্রেক্ষাগৃহ ভিজ়ুয়াল ফ্যাক্টরি প্রোডাকশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে একটি শর্টফিল্ম 'দূরে থেকে কাছের মানুষ'। অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা ও বিক্রম চট্টোপাধ্যায় । ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক । ছবিটির গল্প অভ্র চক্রবর্তীর ।

sdf
.

দীপ্ত (বিক্রম) একমাস হল কলকাতায় এসেছে ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতে । আর এদিকে বন্যা (মিথিলা) ঢাকার সাংবাদিক ও গায়িকা । দীপ্ত ভালোবাসে বন্যাকে । বন্যার খোঁজ নেয় সে । দু'জনের কথা হয় 14 বছর পর । তারপর কী হয়, তাই নিয়েই তৈরি গল্প ।

fhhhhh
শাহরিয়ার পলক

টিভিওয়ালা মিডিয়ার কর্ণধার অমিত গাঙ্গুলি ও পরিচালক শাহরিয়ার পলক খুব ভালো বন্ধু । এ প্রসঙ্গে শাহরিয়ার বলেন, "এই লকডাউনের সময় বাড়িতে বসে আমাকে কিছু একটা বানানোর পরামর্শ দিয়েছিল অমিত । এমন কিছু বানাতে বলেছিল, যেটা দুই বাংলার সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবে । অভ্রর গল্প 'দূরে থাকা কাছের মানুষ' পড়ে মনে হল এই পরিস্থিতিতে এটা উপযুক্ত গল্প । গল্পটা পাওয়ার পর আমি তার চিত্রনাট্য শেয়ার করি মিথিলা ও বিক্রমের সঙ্গে । তাঁদেরকে বুঝিয়ে দিলাম যে বাড়িতে বসেই মোবাইল ফোনে শুটিং করতে হবে আমার ডিরেকশন মতো । ওঁরা দু'জনেই রাজি হয়ে যায় । ঢাকা ও কলকাতার দুটি প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহ ভিজ়ুয়াল ফ্যাক্টরি প্রোডাকশন ও টিভিওয়ালা মিডিয়া দু'জনেই আমার পাশে দাঁড়ায় । তারপর দু'দিন মিথিলা ও দু'দিন বিক্রমের সঙ্গে শুট করলাম । শুটিং শেষে শুরু হল ফুটেজ ট্রান্সফারের পদ্ধতি এবং এডিটিং । পোস্ট প্রোডাকশন এবং সাউন্ডের কাজ করেছে প্রেক্ষাগৃহ ভিজ়ুয়াল ফ্যাক্টরি প্রোডাকশন । ছবি থেকে উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে দুই দেশের সেইসব কর্মীদের হাতে যাঁরা রুট লেভেলে কাজ করেন ।"

sdf
বিক্রম চট্টোপাধ্যায়

এদিকে প্রায় দু'মাস হতে চলল মুম্বইতে গিয়ে আটকে পড়েছেন বিক্রম । এই গল্প সম্পর্কে বিক্রম বলেন, "অভ্রর গল্পটি অত্যন্ত সংবেদনশীল । দুটি আলাদা দেশের দুটি মানুষ দীপ্ত এবং বন্যা । তাঁরা অনেক বছর পর একে অপরের সঙ্গে কথা বলছে । গোটা স্ক্রিপ্টে ছড়িয়ে রয়েছে প্রেমের গন্ধ । 'এলার চার অধ্যায়' থেকে আমি অভ্রকে চিনি । ওঁর সঙ্গে আবার কাজ করতে পেরে ভালো লাগছে । আমার বন্ধু অভিনব এবং আমি শুটিং করেছি । ক্যামেরা, আর্ট, মেকআপ সবকিছুই দু'জন মিলে সামলেছি । বাড়িতে বসেই শুটিং করেছি আমরা । এই কাজটি অত্যন্ত কঠিন ছিল । তবে টিমের সকলের সহযোগিতা পেয়েছি । এই শর্টফিল্মের জন্য কোনও পারিশ্রমিক নিইনি । আমাদের আশা মানুষের এই শর্টফিল্ম ভালো লাগবে ।"

dfg
রাফিয়াথ রশিদ মিথিলা

অন্যদিকে ছবি সম্পর্কে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, "এই সময় সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা অসহায় মানুষদের জন্য তহবিল তৈরি করাই খুব ভালো উদ্যোগ । এই লকডাউনে দুই বাংলারই সিনেমা-প্রযুক্তিবিদরা কাজ হারিয়েছেন । এই ছবির মাধ্যমে তাঁদের পাশে থাকা আমাদের কেবলই একটি প্রয়াস । তবে মোবাইলে শুট করার অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম । এরকমভাবে আগে তো কোনওদিন শুট করিনি । প্রথমদিকে ভেবেছিলাম, পুরো পদ্ধতিটা বোধহয় খুব কঠিন হবে । তারপর সেটাকে আমি উপভোগ করতে শুরু করি । এবার যদি সকলের ছবিটি পছন্দ হয়, তাহলেই আমরা সফল হব ।"

sdf
.

শুটিং সম্পর্কে মিথিলা বলেন, "আমার ভাই মাইমুন ক্যামেরার কাজে আমাকে সাহায্য করেছে । আমার পরিচালক স্টোরি বোর্ড এবং প্রয়োজনীয় শটগুলি ছবিসহ এঁকে বুঝিয়ে দেন আমায় । তাতে আমার খুব সাহায্য হয়েছে । শুটিং করে খুব আনন্দ পেয়েছি ।"

fdg
অভ্র চক্রবর্তী

ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন মুস্তাফি শিমুল । ছবির সংগীতের দায়িত্বে ছিল বিটকল মিউজ়িক । মিউজ়িক অ্যারেঞ্জমেন্ট ও ভয়েস দিয়েছেন গৌরব মণ্ডল জন । গান গেয়েছেন সিথি সাহা । টাইটেল মিউজ়িক করেছেন শাহরিয়ার আলম মার্শেল । ছবি তৈরিতে বিশেষ সহায়তা করেছেন ইমন চৌধুরি । ছবির পোস্টার ডিজ়াইন করেছেন শুভব্রত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.