ETV Bharat / sitara

Lukochuri : চোরের সঙ্গে বড়লোকের মেয়ের বিয়ে, ঘটক শিলাদিত্য - শিলাদিত্য মৌলিকের খবর

চোরের সঙ্গে বড়লোকের মেয়ের বিয়ে হতে চলেছে ৷ ঘটক হলেন শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik)৷ তাঁর ছবি 'লুকোচুরি' (Lukochuri) শিগগিরই মুক্তি পাবে ৷

Shiladitya Moulik's new film lukochuri shooting completed
চোরের সঙ্গে বড়লোকের মেয়ের বিয়ে, ঘটক শিলাদিত্য
author img

By

Published : Oct 22, 2021, 1:46 PM IST

কলকাতা, 22 অক্টোবর: শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulik) আগামী ছবি 'লুকোচুরি' (Lukochuri)। শুটিং শেষ হয়েছে সম্প্রতি । ফের এক অন্য ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছেন শিলাদিত্য ।

উত্তমকুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত 'ছদ্মবেশী' ছবিতে জহর রায়ের লিপে একটা গান ছিল - "ছো ছো ছো ছো কেয়া শরম কি বাত, ভদ্দর ঘরকা লড়কি ভাগে ড্রাইভার কে সাথ, কেয়া শরম কি বাত"। আর এ বার সত্যিই একজন চোরের সঙ্গে প্রেম করে পালিয়ে যাবে ভদ্র ও বড়লোক বাপের মেয়ে শিবাঙ্গী । কী ভাবে সম্ভব হবে ব্যাপারটা ? চুরি করতে গিয়েই দেখা হবে দু'জনের । তারপর প্রেম ৷ বাকিটা থাক । গল্পের মোড় ঘুরবে নানাদিকে । বলা ভাল, গল্পে মোচড় আছে । গল্পের নায়ক অর্থাৎ চোর মিকির মা জ্যাকিও পেশায় চোর ।

আরও পড়ুন: Bappi Lahiri: সুপার সিঙ্গারের মঞ্চে এবার বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড

এর আগেও 'সোয়েটার', 'হৃদপিণ্ড'-তে অন্য ভাবনার গল্প বুনেছিলেন শিলাদিত্য । আর এবার তো আরও অভিনব কিছু করতে চলেছেন তিনি । চোর মিকি ধরা পড়ে বাড়ির মালিকের মেয়ের হাতে । আর তারপর....

আরও পড়ুন: Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাজদীপ দেব, আত্মদীপ ঘোষ, গুলশনারা খাতুন, সুকন্যা । 'নলিনী লক্ষ্মী ক্রিয়েশন' এবং 'দ্য বিগ ডে'র ব্যানারে ননী গোপাল দেব এবং শুভেন কুমার দাসের প্রযোজনায় আসছে এই ছবি ।

Shiladitya Moulik's new film lukochuri shooting completed
চলছে শুটিং

আরও পড়ুন: Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

'লুকোচুরি'র শুটিং সম্প্রতি শেষ হয়েছে । ছবির ক্যামেরা সামলেছেন সৌভিক বসু । সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য । শিগগিরই মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

কলকাতা, 22 অক্টোবর: শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulik) আগামী ছবি 'লুকোচুরি' (Lukochuri)। শুটিং শেষ হয়েছে সম্প্রতি । ফের এক অন্য ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছেন শিলাদিত্য ।

উত্তমকুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত 'ছদ্মবেশী' ছবিতে জহর রায়ের লিপে একটা গান ছিল - "ছো ছো ছো ছো কেয়া শরম কি বাত, ভদ্দর ঘরকা লড়কি ভাগে ড্রাইভার কে সাথ, কেয়া শরম কি বাত"। আর এ বার সত্যিই একজন চোরের সঙ্গে প্রেম করে পালিয়ে যাবে ভদ্র ও বড়লোক বাপের মেয়ে শিবাঙ্গী । কী ভাবে সম্ভব হবে ব্যাপারটা ? চুরি করতে গিয়েই দেখা হবে দু'জনের । তারপর প্রেম ৷ বাকিটা থাক । গল্পের মোড় ঘুরবে নানাদিকে । বলা ভাল, গল্পে মোচড় আছে । গল্পের নায়ক অর্থাৎ চোর মিকির মা জ্যাকিও পেশায় চোর ।

আরও পড়ুন: Bappi Lahiri: সুপার সিঙ্গারের মঞ্চে এবার বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড

এর আগেও 'সোয়েটার', 'হৃদপিণ্ড'-তে অন্য ভাবনার গল্প বুনেছিলেন শিলাদিত্য । আর এবার তো আরও অভিনব কিছু করতে চলেছেন তিনি । চোর মিকি ধরা পড়ে বাড়ির মালিকের মেয়ের হাতে । আর তারপর....

আরও পড়ুন: Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাজদীপ দেব, আত্মদীপ ঘোষ, গুলশনারা খাতুন, সুকন্যা । 'নলিনী লক্ষ্মী ক্রিয়েশন' এবং 'দ্য বিগ ডে'র ব্যানারে ননী গোপাল দেব এবং শুভেন কুমার দাসের প্রযোজনায় আসছে এই ছবি ।

Shiladitya Moulik's new film lukochuri shooting completed
চলছে শুটিং

আরও পড়ুন: Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

'লুকোচুরি'র শুটিং সম্প্রতি শেষ হয়েছে । ছবির ক্যামেরা সামলেছেন সৌভিক বসু । সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য । শিগগিরই মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.