ETV Bharat / sitara

শুরু হল 'মিতিনমাসি'-র শুটিং - shooting

এতদিন বইয়ের পাতাতে আবদ্ধ থাকলেও এবার বড় পর্দায় দেখা যাবে 'মিতিনমাসি'কে । অরিন্দম শীলের পরিচালনায় ছবির শুটিং শুরু হল গতকাল থেকে । শুটিং চলছে কলকাতার বিভিন্ন জায়গায় ।

শুরু হল 'মিতিনমাসি'-র শুটিং
author img

By

Published : Jul 19, 2019, 1:37 PM IST

কলকাতা : সুচিত্রা ভট্টাচার্যর 'মিতিনমাসি' । একসময় পুজোবার্ষিকীর পাতায় জায়গা পাকা ছিল এই গোয়েন্দার । পাঠকরা মুখিয়ে থাকতেন 'মিতিনমাসি'-র কাহিনী পড়ার জন্য । তবে লেখিকার মৃত্যুর সঙ্গে মৃত্যু হয় 'মিতিনমাসি'রও ।

Mitinmashi
শুটিংয়ের নির্দেশ দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল

এবার পুজোয় অন্যভাবে ফিরছে 'মিতিনমাসি' । পুজোবার্ষিকীর পাতায় নয়, সেলুলয়েডের পর্দায় । ছবির পরিচালনা করছেন অরিন্দম শীল ও প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশনস । গতকাল থেকে শুরু হল ছবির শুটিং ।

Mitinmashi
কোয়েল ও রিয়াকে দৃশ্য বোঝাচ্ছেন অরিন্দম

গতকাল শুটিং হয় ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, বিবেকানন্দ পার্কের একটি চায়ের জাংশনে । আজ ফের শুটিং শুরু হয়েছে ছবির । শুটিং চলছে ইস্টার্ন বাইপাসের কাছে একটি স্কুলে ।

Mitinmashi
ক্যামেরায় চোখ পরিচালকের

ছবিতে মিতিনমাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক । আগে তাঁর লুক টেস্টের ছবিও সামনে এসেছে । এছাড়াও মিতিনমাসির স্বামীর চরিত্রে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ শুভ্রজিৎ দত্ত । বোনঝির চরিত্রে দেখা যাবে রিয়া বণিককে । ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিনয় পাঠক । রয়েছেন অরুণিমা ঘোষও ।

Mitinmashi
কোয়েল ও রিয়াকে দৃশ্য বোঝাচ্ছেন অরিন্দম

কলকাতা : সুচিত্রা ভট্টাচার্যর 'মিতিনমাসি' । একসময় পুজোবার্ষিকীর পাতায় জায়গা পাকা ছিল এই গোয়েন্দার । পাঠকরা মুখিয়ে থাকতেন 'মিতিনমাসি'-র কাহিনী পড়ার জন্য । তবে লেখিকার মৃত্যুর সঙ্গে মৃত্যু হয় 'মিতিনমাসি'রও ।

Mitinmashi
শুটিংয়ের নির্দেশ দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল

এবার পুজোয় অন্যভাবে ফিরছে 'মিতিনমাসি' । পুজোবার্ষিকীর পাতায় নয়, সেলুলয়েডের পর্দায় । ছবির পরিচালনা করছেন অরিন্দম শীল ও প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশনস । গতকাল থেকে শুরু হল ছবির শুটিং ।

Mitinmashi
কোয়েল ও রিয়াকে দৃশ্য বোঝাচ্ছেন অরিন্দম

গতকাল শুটিং হয় ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, বিবেকানন্দ পার্কের একটি চায়ের জাংশনে । আজ ফের শুটিং শুরু হয়েছে ছবির । শুটিং চলছে ইস্টার্ন বাইপাসের কাছে একটি স্কুলে ।

Mitinmashi
ক্যামেরায় চোখ পরিচালকের

ছবিতে মিতিনমাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক । আগে তাঁর লুক টেস্টের ছবিও সামনে এসেছে । এছাড়াও মিতিনমাসির স্বামীর চরিত্রে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ শুভ্রজিৎ দত্ত । বোনঝির চরিত্রে দেখা যাবে রিয়া বণিককে । ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিনয় পাঠক । রয়েছেন অরুণিমা ঘোষও ।

Mitinmashi
কোয়েল ও রিয়াকে দৃশ্য বোঝাচ্ছেন অরিন্দম
Intro:শুরু হল 'মিতিনমাসি' ছবির শুটিং। ETV ভারত সিতারার কাছে এল শুটিংয়ের ছবি।


Body:একসময় পুজোবার্ষিকীর পাতায় সুচিত্রা ভট্টাচার্যের মিতিনমাসি গোয়েন্দাকাহিনি পড়ার জন্য মুখিয়ে থাকত পাঠককুল। সাহিত্যিকারের প্রয়াণের পর মিতিনমাসি আসা বন্ধ হয়ে যায় পুজো সংখ্যায় আর পাঠকের কাছে। কিন্তু এবারের পুজোয় ফের আসতে চলেছে মিতিনমাসি। কিন্তু পুজোবার্ষিকীর পাতায় নয়। এই প্রথম মিতিনমাসি আসছে বড় পর্দায়। সৌজন্যে ছবির পরিচালক অরিন্দম শীল এবং প্রয়োজনের সংস্থা ক্যামেলিয়া প্রডাকশনস।শুরু হয়ে গিয়েছে মিতিন মাসের শুটিং। ছবিতে মিতিনমাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। এই প্রথম মিতিনমাসিকে কোনও অভিনেত্রী পর্দায় উপস্থাপন করবেন। তার উপর আবার কোয়েলের এটা প্রথম গোয়েন্দা চরিত্র। ছবির লুক টেস্টের ছবি আগেই ETV ভারতে সিতারায় প্রকাশিত হয়েছে। কয়েকদিন আগে হয়ে যায় ছবির মহরতও। সেই ছবিও প্রকাশ করি আমরা। আজ রইল শুটিংয়ের বেশকিছু ছবি :


Conclusion:'মিতিনমাসি'র শুটিং শুরু হয়েছে ১৮ জুলাই। শুটিং হয় ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। অর্থাৎ ট্যাংরার শিল্পতালুকে। এবং শুটিং হয় বিবেকানন্দ পার্কের একটি চায়ের জাংশনে। আজ ফের শুটিং করছে টিম 'মিতিনমাসি'। শুটিং চলছে ইস্টার্ন বাইপাসের কাছে একটি আন্তর্জাতিক স্কুলে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিনয় পাঠকও। রয়েছেন অরুণিমা ঘোষ। এবং মিতিনমাসির স্বামীর চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ শুভ্রজিৎ দত্ত। মিতিনমাসির বোনঝির চরিত্রে দেখা যাবে রিয়া বণিককে। মিতিনমাসি ছবি সিরিজের প্রথম গল্প 'হাতে মাত্র তিনদিন'।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.