ETV Bharat / sitara

এখনই শুটিং বন্ধ নয় টলিউডে, জানাল ফেডারেশন - ফিল্ম ফেডারেশন

ফেডারেশনের সেক্রিটারি অপর্ণা ঘটক জানিয়েছেন, সরকারি নির্দেশ না আসা পর্যন্ত চলবে শুটিং ৷ শুটিং ফ্লোরে মানা হচ্ছে প্রয়োজনীয় কোভিডবিধি ৷

এখনই শুটিং বন্ধ নয় টলিউডে
এখনই শুটিং বন্ধ নয় টলিউডে
author img

By

Published : May 1, 2021, 9:45 AM IST

কলকাতা, 1 মে : করোনার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে । দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি । রাজ্যেও মৃত্যুর সংখ্যা বাড়ছে দিন দিন । এমন সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার । বন্ধ থাকবে রেস্তরাঁ, পাব, সিনেমা হল, জিম ৷ বন্ধ জমায়েত, সাংস্কৃতিক অনুষ্ঠান । এমত অবস্থায় টলিউডের একাংশের চিন্তা তাহলে কি বন্ধ হবে শুটিং ? তাছাড়া করোনা পরিস্থিতিতে শুটিংয়ের সময় কতটাই বা সুরক্ষিত অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানরা ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ইটিভি ভারতের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন ফেডারেশনের সেক্রিটারি অপর্ণা ঘটকের সঙ্গে ৷ কী বললেন তিনি?

অপর্ণা ঘটক জানিয়েছেন, "এখনও সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা আসেনি, তাই শুটিং চলবে ৷" তিনি আরও বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, 3 মে থেকে শুটিং শুরুর আগে হবে ব়্যাপিড টেস্ট ৷ মানা হবে সবরকম কোভিড বিধি ৷ তবে হঠাৎ করে আংশিক লকডাউন ঘোষণা হওয়ায় তাঁরা এখন অনিশ্চিত হয়ে পড়েছেন ৷ কী ভাবে শুটিং চলবে, ঠিক কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হবে, কিংবা আদৌ শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না তাই নিয়ে চিন্তিত ফেডারেশন ৷

সম্প্রতি এক সংবাদপত্রে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানান, ফেডারেশনের আর্টিস্টদের নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ এই প্রসঙ্গে অপর্ণা ঘটকের কাছে জানতে চাইলে তিনি বলেন, "টেকনিশিয়ানরাই জবাব দেবেন যে ফেডারেশন তাদের কথা ভাবে কি না ৷ এ বিষয়ে আমি কিছু বলব না ৷ আর ইন্দ্রাণী হালদার কী বললেন তাই নিয়ে ফেডারেশনের কিছু যায় আসে না ৷"

আরও পড়ুন : সরকারের কাছে করোনায় বাবা-মা হারানো পড়ুয়াদের বিনামূল্যে পড়ানোর আবেদন সোনু সুদের

কলকাতা, 1 মে : করোনার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে । দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি । রাজ্যেও মৃত্যুর সংখ্যা বাড়ছে দিন দিন । এমন সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার । বন্ধ থাকবে রেস্তরাঁ, পাব, সিনেমা হল, জিম ৷ বন্ধ জমায়েত, সাংস্কৃতিক অনুষ্ঠান । এমত অবস্থায় টলিউডের একাংশের চিন্তা তাহলে কি বন্ধ হবে শুটিং ? তাছাড়া করোনা পরিস্থিতিতে শুটিংয়ের সময় কতটাই বা সুরক্ষিত অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানরা ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ইটিভি ভারতের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন ফেডারেশনের সেক্রিটারি অপর্ণা ঘটকের সঙ্গে ৷ কী বললেন তিনি?

অপর্ণা ঘটক জানিয়েছেন, "এখনও সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা আসেনি, তাই শুটিং চলবে ৷" তিনি আরও বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, 3 মে থেকে শুটিং শুরুর আগে হবে ব়্যাপিড টেস্ট ৷ মানা হবে সবরকম কোভিড বিধি ৷ তবে হঠাৎ করে আংশিক লকডাউন ঘোষণা হওয়ায় তাঁরা এখন অনিশ্চিত হয়ে পড়েছেন ৷ কী ভাবে শুটিং চলবে, ঠিক কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হবে, কিংবা আদৌ শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না তাই নিয়ে চিন্তিত ফেডারেশন ৷

সম্প্রতি এক সংবাদপত্রে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানান, ফেডারেশনের আর্টিস্টদের নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ এই প্রসঙ্গে অপর্ণা ঘটকের কাছে জানতে চাইলে তিনি বলেন, "টেকনিশিয়ানরাই জবাব দেবেন যে ফেডারেশন তাদের কথা ভাবে কি না ৷ এ বিষয়ে আমি কিছু বলব না ৷ আর ইন্দ্রাণী হালদার কী বললেন তাই নিয়ে ফেডারেশনের কিছু যায় আসে না ৷"

আরও পড়ুন : সরকারের কাছে করোনায় বাবা-মা হারানো পড়ুয়াদের বিনামূল্যে পড়ানোর আবেদন সোনু সুদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.