ETV Bharat / sitara

আগামীকাল থেকে টলিউডে শুরু হচ্ছে শুটিং - undefined

আগামীকাল থেকে টালিগঞ্জে শুরু হবে শুটিং । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ফেডারেশন ও চ্যানেল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ একটি বৈঠকের আয়োজন করা হয় । সেখানেই শুটিং শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।

sdf
df
author img

By

Published : Jun 10, 2020, 6:08 PM IST

Updated : Jun 10, 2020, 9:05 PM IST

কলকাতা : অবশেষে কাটল জট । আগামীকাল থেকে টালিগঞ্জে শুরু হবে শুটিং । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ফেডারেশন ও চ্যানেল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ একটি বৈঠক হয় । সেখানেই আগামীকাল থেকে শুটিং শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আমরা একটা বৃহৎ পরিবার । আমাদের একটা সমস্যা ছিল । সেই সমস্যা মিটে গিয়েছে । আমাদের মধ্যে আর কোনও সমস্যা নেই । আগামীকাল আমাদের টেলিভিশনের শুটিং শুরু হবে । আজ আমরা সকলে মিলে একটা SOP সই করেছি । আর্টিস্ট ফোরামের পক্ষে শংকর চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলি, ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস, WATP-র তরফে শৈবাল ব্যানার্জি, চারটি চ্যানেল জ়ি, স্টার, কালার্স, সান - সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা আগামীকাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছি। ইন্ডাস্ট্রি আমাদের সবার এবং আমরা সকলে একসঙ্গে মিলে চলব । চারদিকের পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা শুটিং শুরু করছি । যদি চলার পথে কোনও জায়গায় কোনও সমস্যা হয়, আমরা মানবিকতার খাতিরে সবাই সবার হাত ধরে এগিয়ে যাব । প্রায় 85 দিন ধরে শুটিং বন্ধ রয়েছে । সেই কারণেই আমরা তাড়াতাড়ি শুটিং প্রক্রিয়া চালু করছি । প্রত্যেকের পরিবারেই কোনও না কোনও সমস্যা থাকে । আমাদেরও ছিল । তবে এখন সব মিটে গিয়েছে ।"

sdf
.

অরূপ বিশ্বাসের সঙ্গে একমত হয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অরিন্দম গাঙ্গুলি বলেন, "আমরা একমত হয়েই এগিয়ে এসেছি । আমরা সবাই চাই কাজটা শুরু হোক । বহুদিন ধরে আমরা কর্মহীন । সেই কাজ চালু হওয়ার জায়গায় পৌঁছানো গিয়েছে । বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে বিষয়টিকে পরিবেশন করা হচ্ছে । এরকম পরিস্থিতি আমাদের কারও জীবনে আগে আসেনি । এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে, কাজ করতে গেলে, অনেক মতবিরোধ আসতেই পারে । সেগুলো আলোচনা করে মিটিয়ে আমরা এখন কাজ করার দিকে এগিয়ে চলছি ।" আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শংকর চক্রবর্তী বলেন, "আমি খুশি হয়েছি এই বৈঠক হয়েছে । আমরা সত্যিই খুশি যে কাল থেকে ফের শুটিং শুরু হচ্ছে ।"

4 জুন বিকেল চারটের সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে টেকনিশিয়ন স্টুডিয়োতে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনের সঙ্গে একটি বৈঠক হয় । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 10 জুন থেকেই শুরু হবে টলিউডের শুটিং । সেই অনুযায়ী শুটিং ফ্লোর জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়ে যায় । সরকারের সব বিধিনিষেধ মেনে আজ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, শুটিং নিয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (চ্যানেল ও প্রযোজক) স্বাক্ষর সহ কোনও নির্দেশিকা পৌঁছায়নি আর্টিস্ট ফোরামের কাছে । আর সেই কারণেই আজ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি । এই সমস্যা নিয়েই আজ একটি বৈঠক হয় অরূপ বিশ্বাসের বিজয়গড়ের অফিসে । সেখানেই সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে শুটিং শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : অবশেষে কাটল জট । আগামীকাল থেকে টালিগঞ্জে শুরু হবে শুটিং । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ফেডারেশন ও চ্যানেল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ একটি বৈঠক হয় । সেখানেই আগামীকাল থেকে শুটিং শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আমরা একটা বৃহৎ পরিবার । আমাদের একটা সমস্যা ছিল । সেই সমস্যা মিটে গিয়েছে । আমাদের মধ্যে আর কোনও সমস্যা নেই । আগামীকাল আমাদের টেলিভিশনের শুটিং শুরু হবে । আজ আমরা সকলে মিলে একটা SOP সই করেছি । আর্টিস্ট ফোরামের পক্ষে শংকর চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলি, ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস, WATP-র তরফে শৈবাল ব্যানার্জি, চারটি চ্যানেল জ়ি, স্টার, কালার্স, সান - সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা আগামীকাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছি। ইন্ডাস্ট্রি আমাদের সবার এবং আমরা সকলে একসঙ্গে মিলে চলব । চারদিকের পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা শুটিং শুরু করছি । যদি চলার পথে কোনও জায়গায় কোনও সমস্যা হয়, আমরা মানবিকতার খাতিরে সবাই সবার হাত ধরে এগিয়ে যাব । প্রায় 85 দিন ধরে শুটিং বন্ধ রয়েছে । সেই কারণেই আমরা তাড়াতাড়ি শুটিং প্রক্রিয়া চালু করছি । প্রত্যেকের পরিবারেই কোনও না কোনও সমস্যা থাকে । আমাদেরও ছিল । তবে এখন সব মিটে গিয়েছে ।"

sdf
.

অরূপ বিশ্বাসের সঙ্গে একমত হয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অরিন্দম গাঙ্গুলি বলেন, "আমরা একমত হয়েই এগিয়ে এসেছি । আমরা সবাই চাই কাজটা শুরু হোক । বহুদিন ধরে আমরা কর্মহীন । সেই কাজ চালু হওয়ার জায়গায় পৌঁছানো গিয়েছে । বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে বিষয়টিকে পরিবেশন করা হচ্ছে । এরকম পরিস্থিতি আমাদের কারও জীবনে আগে আসেনি । এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে, কাজ করতে গেলে, অনেক মতবিরোধ আসতেই পারে । সেগুলো আলোচনা করে মিটিয়ে আমরা এখন কাজ করার দিকে এগিয়ে চলছি ।" আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শংকর চক্রবর্তী বলেন, "আমি খুশি হয়েছি এই বৈঠক হয়েছে । আমরা সত্যিই খুশি যে কাল থেকে ফের শুটিং শুরু হচ্ছে ।"

4 জুন বিকেল চারটের সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে টেকনিশিয়ন স্টুডিয়োতে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনের সঙ্গে একটি বৈঠক হয় । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 10 জুন থেকেই শুরু হবে টলিউডের শুটিং । সেই অনুযায়ী শুটিং ফ্লোর জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়ে যায় । সরকারের সব বিধিনিষেধ মেনে আজ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, শুটিং নিয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (চ্যানেল ও প্রযোজক) স্বাক্ষর সহ কোনও নির্দেশিকা পৌঁছায়নি আর্টিস্ট ফোরামের কাছে । আর সেই কারণেই আজ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি । এই সমস্যা নিয়েই আজ একটি বৈঠক হয় অরূপ বিশ্বাসের বিজয়গড়ের অফিসে । সেখানেই সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে শুটিং শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 10, 2020, 9:05 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.