ETV Bharat / sitara

বিধিনিষেধ মেনেই টলিপাড়ায় চলছে ধারাবাহিকের শুটিং

অবশেষে শুটিং শুরু হল টলিউডে । সরকারি বিধিনিষেধ মেনেই ফ্লোরে এখন জোরকদমে চলছে ধারাবাহিকের শুটিং । এতদিন পর শুটিংয়ে ফিরে খুশি কলাকুশলীরা ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 11, 2020, 8:36 PM IST

কলকাতা : সরকারি বিধিনিষেধ মেনে অবশেষে শুটিং শুরু হল টলিউডে । বিভিন্ন ফ্লোরে এখন জোরকদমে চলছে ধারাবাহিকের শুটিং । কলটাইম পেয়ে সেখানে হাজির হয়েছেন কলাকুশলীরা ।

dsf
.

'চুনিপান্না' ধারাবাহিকের নির্ভীক, অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত বলেন, "আমি শুটিংয়ে এসেছি । স্ক্রিপ্ট পড়ছি । এখনও পর্যন্ত সব নিয়মকানুন মেনে শুটিং হচ্ছে । হ্যান্ড স্যানিটাইজ়ার, হ্যান্ড ওয়াশ সব দেওয়া হয়েছে । সবাই সামাজিক দূরত্ব মেনে কাজ করছে । এটা খুব ভালো ব্যাপার, যে আমরা কাজে ফিরে এসেছি । এবার বেশি সতর্কতা মেনে চলতে হবে । এটাই একমাত্র অস্ত্র । আত্মার তো কোনও দূরত্ব থাকে না । সেই টানটাই আমাদের কাজে ফিরিয়ে এনেছে । আমরা অপেক্ষায় আছি, সব আগের অবস্থায় কবে ফিরে আসবে তার জন্য । ফ্লোরে যাঁরা শট দিচ্ছে, তাঁরা ছাড়া আর কেউ সেখানে যেতে পারছেন না ।"

sdf
.

'লোকনাথ' ধারাবাহিকে পূর্ণ বয়স্ক বৃদ্ধ লোকনাথ বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । PPE পরে তাঁর মেকআপ করছেন একজন আটির্স্ট । তার সঙ্গে রয়েছে মাস্ক ও গ্লাভস ।

sdf
.

'আলোছায়া' ধারাবাহিকে সামাজিক দূরত্ব মেনে বোঝানো হচ্ছে শট । শটের ফাঁকে ফাঁকে তারকার হাতে লাগিয়ে নিচ্ছেন হ্যান্ড স্যানিটাইজ়ার । স্ক্রিপ্ট পড়া চলছে মাস্ক এবং গ্লাভস পরেই । শুটিং ফ্লোরে যাওয়ার আগে ভালো করে হাতে স্যানিটাইজ়ার লাগিয়ে নেন 'ত্রিনয়নী' ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী শ্রুতি দাস ।

sdf
.

'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের কাজও চলছে সুষ্ঠুভাবে । শট না থাকলে মাস্ক ও গ্লাভস পরে থাকছেন অভিনেতারা । যাঁরা শট বোঝাচ্ছেন, তাঁরাও পরেছেন ফেস শিল্ড ।

sdf
.

15 জুন থেকে ধারাবাহিকের নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা । একথা জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল এবং প্রযোজকরা । তাই সরকারের বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শুরু হয়েছে টলিউডে । এই পরিস্থিতিতে বদলেছে ধারাবাহিকের চিত্রনাট্যও । তবে এতদিন পর শুটিংয়ে ফিরে খুশি কলাকুশলীরা ।

কলকাতা : সরকারি বিধিনিষেধ মেনে অবশেষে শুটিং শুরু হল টলিউডে । বিভিন্ন ফ্লোরে এখন জোরকদমে চলছে ধারাবাহিকের শুটিং । কলটাইম পেয়ে সেখানে হাজির হয়েছেন কলাকুশলীরা ।

dsf
.

'চুনিপান্না' ধারাবাহিকের নির্ভীক, অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত বলেন, "আমি শুটিংয়ে এসেছি । স্ক্রিপ্ট পড়ছি । এখনও পর্যন্ত সব নিয়মকানুন মেনে শুটিং হচ্ছে । হ্যান্ড স্যানিটাইজ়ার, হ্যান্ড ওয়াশ সব দেওয়া হয়েছে । সবাই সামাজিক দূরত্ব মেনে কাজ করছে । এটা খুব ভালো ব্যাপার, যে আমরা কাজে ফিরে এসেছি । এবার বেশি সতর্কতা মেনে চলতে হবে । এটাই একমাত্র অস্ত্র । আত্মার তো কোনও দূরত্ব থাকে না । সেই টানটাই আমাদের কাজে ফিরিয়ে এনেছে । আমরা অপেক্ষায় আছি, সব আগের অবস্থায় কবে ফিরে আসবে তার জন্য । ফ্লোরে যাঁরা শট দিচ্ছে, তাঁরা ছাড়া আর কেউ সেখানে যেতে পারছেন না ।"

sdf
.

'লোকনাথ' ধারাবাহিকে পূর্ণ বয়স্ক বৃদ্ধ লোকনাথ বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । PPE পরে তাঁর মেকআপ করছেন একজন আটির্স্ট । তার সঙ্গে রয়েছে মাস্ক ও গ্লাভস ।

sdf
.

'আলোছায়া' ধারাবাহিকে সামাজিক দূরত্ব মেনে বোঝানো হচ্ছে শট । শটের ফাঁকে ফাঁকে তারকার হাতে লাগিয়ে নিচ্ছেন হ্যান্ড স্যানিটাইজ়ার । স্ক্রিপ্ট পড়া চলছে মাস্ক এবং গ্লাভস পরেই । শুটিং ফ্লোরে যাওয়ার আগে ভালো করে হাতে স্যানিটাইজ়ার লাগিয়ে নেন 'ত্রিনয়নী' ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী শ্রুতি দাস ।

sdf
.

'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের কাজও চলছে সুষ্ঠুভাবে । শট না থাকলে মাস্ক ও গ্লাভস পরে থাকছেন অভিনেতারা । যাঁরা শট বোঝাচ্ছেন, তাঁরাও পরেছেন ফেস শিল্ড ।

sdf
.

15 জুন থেকে ধারাবাহিকের নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা । একথা জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল এবং প্রযোজকরা । তাই সরকারের বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শুরু হয়েছে টলিউডে । এই পরিস্থিতিতে বদলেছে ধারাবাহিকের চিত্রনাট্যও । তবে এতদিন পর শুটিংয়ে ফিরে খুশি কলাকুশলীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.