ETV Bharat / sitara

Anti-Tobacco Day: "কণ্ঠ দেখে একজন মানুষও ধূমপান ছাড়লে আমরা খুশি" - Bengali Film

'কণ্ঠ' সাড়া ফেলে দিয়েছে শহরে। শুধু সাড়া ফেলেছে বললে ভুল হবে, 'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'- এই লাইনটাকে মানুষের মরমে স্থাপন করার চেষ্টা করেছে ছবিটি। এখনও অবধি তিন লাখ সত্তর হাজার মানুষ দেখেছেন ছবিটি।

কণ্ঠ
author img

By

Published : May 31, 2019, 12:41 PM IST

কলকাতা : আজ অ্যান্টি টোবাকো ডে। আর এই বিশেষ দিনে ফেসবুকে লাইভ এল উইন্ডোজ় প্রডাকশন হাউজ়। কী ছিল লাইভের বিষয়?

লাইভের সেই ভিডিয়োতে দেখা গেল একটি অনুষ্ঠানের ফুটেজ। সেখানে উপস্থিত মহানাগরিক ফিরহাদ হাকিম আর সঙ্গে অবশ্যই 'কণ্ঠ' ছবির কলাকূশলীরা। শহরের প্রতিটা মানুষের মধ্যে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পাশে আছে কলকাতা মিউনিসিপালিটি, জানালেন ফিরহাদ হাকিম।

বক্তব্য রাখলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। তিনি বললেন, "এই সচেতনতা বাড়াতে আমি বা নন্দিতা দি (পরিচালক নন্দিতা রায়) বা উইন্ডোজ় প্রোডাকশন হাউজ় যদি কোনওভাবে সাহায্য করতে পারি, আমাদের কথায় যদি কাজ হয়, আমরা সেটা করতে রাজি।"

দেখে নিন সেই ভিডিয়োটি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : আজ অ্যান্টি টোবাকো ডে। আর এই বিশেষ দিনে ফেসবুকে লাইভ এল উইন্ডোজ় প্রডাকশন হাউজ়। কী ছিল লাইভের বিষয়?

লাইভের সেই ভিডিয়োতে দেখা গেল একটি অনুষ্ঠানের ফুটেজ। সেখানে উপস্থিত মহানাগরিক ফিরহাদ হাকিম আর সঙ্গে অবশ্যই 'কণ্ঠ' ছবির কলাকূশলীরা। শহরের প্রতিটা মানুষের মধ্যে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পাশে আছে কলকাতা মিউনিসিপালিটি, জানালেন ফিরহাদ হাকিম।

বক্তব্য রাখলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। তিনি বললেন, "এই সচেতনতা বাড়াতে আমি বা নন্দিতা দি (পরিচালক নন্দিতা রায়) বা উইন্ডোজ় প্রোডাকশন হাউজ় যদি কোনওভাবে সাহায্য করতে পারি, আমাদের কথায় যদি কাজ হয়, আমরা সেটা করতে রাজি।"

দেখে নিন সেই ভিডিয়োটি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.