কলকাতা : আজ অ্যান্টি টোবাকো ডে। আর এই বিশেষ দিনে ফেসবুকে লাইভ এল উইন্ডোজ় প্রডাকশন হাউজ়। কী ছিল লাইভের বিষয়?
লাইভের সেই ভিডিয়োতে দেখা গেল একটি অনুষ্ঠানের ফুটেজ। সেখানে উপস্থিত মহানাগরিক ফিরহাদ হাকিম আর সঙ্গে অবশ্যই 'কণ্ঠ' ছবির কলাকূশলীরা। শহরের প্রতিটা মানুষের মধ্যে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পাশে আছে কলকাতা মিউনিসিপালিটি, জানালেন ফিরহাদ হাকিম।
বক্তব্য রাখলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। তিনি বললেন, "এই সচেতনতা বাড়াতে আমি বা নন্দিতা দি (পরিচালক নন্দিতা রায়) বা উইন্ডোজ় প্রোডাকশন হাউজ় যদি কোনওভাবে সাহায্য করতে পারি, আমাদের কথায় যদি কাজ হয়, আমরা সেটা করতে রাজি।"
দেখে নিন সেই ভিডিয়োটি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">