কলকাতা : শুটিং শুরু করা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন চলছে টলিপাড়ায় । আজ থেকেই সিনেমা, ওয়েব সিরিজ় ও ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, তা আর সম্ভব হয়নি । এদিকে তার মধ্যেই শোনা যায় যে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন শংকর চক্রবর্তী । চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এই খবর । এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা । যদিও ইস্তফা দিচ্ছেন না বলে আমাদের সাফ জানিয়ে দেন তিনি ।
শংকর চক্রবর্তী বলেন, "আমি ইস্তফা দিচ্ছি না । এরকম একটা খবর কেন রটল আমি জানি না । আমি হয়তো কাউকে কথায় কথায় বলে ফেলেছিলাম, 'ধুর, আমার আমার ভালো লাগছে না । আমি আর কাজ করছি না ।' সেই হয়তো খবরটা চাউর করে দিয়েছে । পদত্যাগ করার হলে সংবাদিক বৈঠক ডেকেই করব । সব আপনাদের জানিয়েই করব ।"
এদিকে শুটিং শুরু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে টলিপাড়ায় । 4 জুন বিকেল চারটের সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে টেকনিশিয়ন স্টুডিয়োতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনগুলির । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 10 জুন থেকেই শুরু হবে টলিউডের শুটিং । সেই অনুযায়ী শুটিং ফ্লোর জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়ে যায় । সরকারের সব বিধিনিষেধ মেনে আজ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, শুটিং নিয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (চ্যানেল ও প্রযোজক) স্বাক্ষর সহ কোনও নির্দেশিকা পৌঁছায়নি আর্টিস্ট ফোরামের কাছে । আর সেই কারণেই আজ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি ।
যদিও আগামীকাল থেকে শুটিং শুরু করার চেষ্টা চালাচ্ছেন শংকর চক্রবর্তী । এ প্রসঙ্গে তিনি বলেন, "আগামীকাল থেকে শুটিং শুরু করার প্রচেষ্টা চালাচ্ছি আমরা । এ নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথাও বলছি ।"