মুম্বই, 12 মে: তিনি ভালো আছেন ৷ সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ জানালেন শক্তিমান স্টার মুকেশ খান্না ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর যে গুজব ছড়িয়েছিল, তার তীব্র কটাক্ষও করেন অভিনেতা ৷
গুজব মেটাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন মুকেশ খান্না ৷ সেখানে তিনি বলেছেন, "আপনাদের আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আছি ৷ আমার কোভিডও হয়নি, আমি কোনও হাসপাতালেও ভর্তি হইনি ৷ জানি না কে এই গুজব ছড়াল ? আর এমন গুজব ছড়ানোর পেছনে উদ্দেশ্যটা কী, সেটাও বুঝতে পারছি না ৷ এই সব ভুল খব ছড়িয়ে ওরা মানুষর আবেগে আঘাত করে ৷"
অভিনেতা রীতিমতো তোপ দেগে বলেন, "এই মানসিকভাবে অস্থির মানুষগুলিকে কী করা উচিত ? এদের ভুলের শাস্তি কে দেবে ? অনেক হয়েছে ৷ এবার খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ৷ এই ভুয়ো খবরগুলি এ বার বন্ধ হওয়া উচিত ৷"
আরও পড়ুন: 16 মে সুজয় প্রসাদের উদ্যোগে অনলাইনে প্রয়াত শঙ্খ ঘোষের স্মৃতিচারণা
90-এর দশকে দূরদর্শনে শক্তিমান ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মুকেশ খান্না ৷ বিআর চোপড়ার মহাভারতে তিনি ভীষ্মের চরিত্রে অভিনয় করেছিলেন ৷ এ ছাড়াও বহু সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷