কলকাতা : ফেলুদার যেমন দুই সঙ্গী ছিল, সোনাদারও রয়েছে দুই সঙ্গী। ঝিনুক আর আবির, যারা না থাকলে সোনাদার এই ফ্র্যাঞ্চাইজ়ি অসম্পূর্ণ। সোনাদা-আবির আর ঝিনুকের এই অ্যাডভেঞ্চারকে শুধুমাত্র একটা সিনেমা না বলে একটা জার্নি বলা ভালো। যেই জার্নির মধ্য়ে দিয়ে এক্সপ্লোর করা যায় বাংলার অনেক ঐতিহ্যময় জায়গা, জানা যায় অনেক না জানা ইতিহাস। এই ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ভাগ 'গুপ্তধনের সন্ধানে' আর দ্বিতীয় ভাগ 'দুর্গেশগড়ের গুপ্তধন'। প্রথমটা হিট ছিল, তবে দ্বিতীয়ভাগ আরও ধারালো, আরও মেদহীন। ফলে টানা ৫০ দিন ধরে চলার পরও এখনও কিছু কিছু জায়গায় হাউজ়ফুল হতে দেখা যাচ্ছে এই ছবিকে। এক কথায় ছবি সুপারহিট।
সোনাদা অর্থাৎ আবির বললেন, "দর্শককে ধন্যবাদ জানাতে চাই। শুধুমাত্র বাঙালি নয়, অনেক অবাঙালি মানুষও দেখেছেন এই ছবি, যাঁরা বাংলায় কথা বলেন না, তবে বাংলা সিনেমাকে ভালোবাসেন।" তবে সোনাদার দোসর আবির আর ঝিনুক অর্থাৎ অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা ছিলেন না অনুষ্ঠানে। তাঁদের মিস করছিলেন আবির।
কথা বললেন ছবির পরিচালক ধ্রুব ব্য়ানার্জি ও সংগীত পরিচালক বিক্রম ঘোষও। কী বললেন তাঁরা? দেখে নিন ভিডিয়োতে...