ETV Bharat / sitara

দুর্গেশগড়ে টানা 50 দিন রাজত্ব সোনাদা-ঝিনুক-আবিরের - বাংলা ছবি

'হিসট্রির প্রফেসর সুবর্ণ সেন, গরমের ছুটিতে ফের ফিরলেন'...তবে গরমের ছুটি পেরিয়ে বর্ষা এসে গেল। এখনও হাউজ়ফুল হচ্ছে 'দুর্গেশগড়ের গুপ্তধন'। মুক্তির পর ৫০তম দিনটি তাই বিশেষ ভাবে উদযাপন করলেন ছবির সোনাদা, অর্থাৎ আবির চ্যাটার্জি সহ অন্যান্য় কলাকুশলীরা। সোনাদাই এই ছবির হিরো বা গোয়েন্দা। অনুষ্ঠানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।

বাংলা গোয়েন্দা সিনেমা
author img

By

Published : Jul 13, 2019, 1:20 PM IST

Updated : Jul 13, 2019, 1:44 PM IST

কলকাতা : ফেলুদার যেমন দুই সঙ্গী ছিল, সোনাদারও রয়েছে দুই সঙ্গী। ঝিনুক আর আবির, যারা না থাকলে সোনাদার এই ফ্র্যাঞ্চাইজ়ি অসম্পূর্ণ। সোনাদা-আবির আর ঝিনুকের এই অ্যাডভেঞ্চারকে শুধুমাত্র একটা সিনেমা না বলে একটা জার্নি বলা ভালো। যেই জার্নির মধ্য়ে দিয়ে এক্সপ্লোর করা যায় বাংলার অনেক ঐতিহ্যময় জায়গা, জানা যায় অনেক না জানা ইতিহাস। এই ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ভাগ 'গুপ্তধনের সন্ধানে' আর দ্বিতীয় ভাগ 'দুর্গেশগড়ের গুপ্তধন'। প্রথমটা হিট ছিল, তবে দ্বিতীয়ভাগ আরও ধারালো, আরও মেদহীন। ফলে টানা ৫০ দিন ধরে চলার পরও এখনও কিছু কিছু জায়গায় হাউজ়ফুল হতে দেখা যাচ্ছে এই ছবিকে। এক কথায় ছবি সুপারহিট।

বাংলা গোয়েন্দা সিনেমা
কেক কাটার আগে ক্যামেরার সামনে ছবির টিম...

সোনাদা অর্থাৎ আবির বললেন, "দর্শককে ধন্যবাদ জানাতে চাই। শুধুমাত্র বাঙালি নয়, অনেক অবাঙালি মানুষও দেখেছেন এই ছবি, যাঁরা বাংলায় কথা বলেন না, তবে বাংলা সিনেমাকে ভালোবাসেন।" তবে সোনাদার দোসর আবির আর ঝিনুক অর্থাৎ অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা ছিলেন না অনুষ্ঠানে। তাঁদের মিস করছিলেন আবির।

কথা বললেন ছবির পরিচালক ধ্রুব ব্য়ানার্জি ও সংগীত পরিচালক বিক্রম ঘোষও। কী বললেন তাঁরা? দেখে নিন ভিডিয়োতে...

দেখুন ভিডিয়ো

কলকাতা : ফেলুদার যেমন দুই সঙ্গী ছিল, সোনাদারও রয়েছে দুই সঙ্গী। ঝিনুক আর আবির, যারা না থাকলে সোনাদার এই ফ্র্যাঞ্চাইজ়ি অসম্পূর্ণ। সোনাদা-আবির আর ঝিনুকের এই অ্যাডভেঞ্চারকে শুধুমাত্র একটা সিনেমা না বলে একটা জার্নি বলা ভালো। যেই জার্নির মধ্য়ে দিয়ে এক্সপ্লোর করা যায় বাংলার অনেক ঐতিহ্যময় জায়গা, জানা যায় অনেক না জানা ইতিহাস। এই ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ভাগ 'গুপ্তধনের সন্ধানে' আর দ্বিতীয় ভাগ 'দুর্গেশগড়ের গুপ্তধন'। প্রথমটা হিট ছিল, তবে দ্বিতীয়ভাগ আরও ধারালো, আরও মেদহীন। ফলে টানা ৫০ দিন ধরে চলার পরও এখনও কিছু কিছু জায়গায় হাউজ়ফুল হতে দেখা যাচ্ছে এই ছবিকে। এক কথায় ছবি সুপারহিট।

বাংলা গোয়েন্দা সিনেমা
কেক কাটার আগে ক্যামেরার সামনে ছবির টিম...

সোনাদা অর্থাৎ আবির বললেন, "দর্শককে ধন্যবাদ জানাতে চাই। শুধুমাত্র বাঙালি নয়, অনেক অবাঙালি মানুষও দেখেছেন এই ছবি, যাঁরা বাংলায় কথা বলেন না, তবে বাংলা সিনেমাকে ভালোবাসেন।" তবে সোনাদার দোসর আবির আর ঝিনুক অর্থাৎ অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা ছিলেন না অনুষ্ঠানে। তাঁদের মিস করছিলেন আবির।

কথা বললেন ছবির পরিচালক ধ্রুব ব্য়ানার্জি ও সংগীত পরিচালক বিক্রম ঘোষও। কী বললেন তাঁরা? দেখে নিন ভিডিয়োতে...

দেখুন ভিডিয়ো
Intro:50 দিনের সেলিব্রেশন মেতে উঠলো টিম দুর্গেশগড়ের গুপ্তধন


অমিত চক্রবর্তী,কলকাতা: দেখতে দেখতে 50 দিন পার করে ফেলল ধ্রুব ব্যানার্জি পরিচালিত নতুন ছবি দুর্গেশগড়ের গুপ্তধন। প্রথম ছবি গুপ্তধনের সন্ধানে মুক্তি পাওয়ার আগে পর্যন্ত বাংলা ছবির জগতে ধ্রুব ব্যানার্জি নামটা খুব একটা বেশি পরিচিত ছিল না। কিন্তু প্রথম ছবি মুক্তির পরই যেভাবে অসাধারণ গল্প এবং বাংলার কিছু অভূতপূর্ব গ্রাম্য পরিবেশ কে তিনি তার ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন ,তা এককথায় অনবদ্য। প্রথম ছবি যেভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল, ঠিক সেভাবেই দ্বিতীয় ছবি দুর্গেশগড়ের গুপ্তধন এ আবির, ঝিনুক ও সোনাদা কে দর্শকরা আপন করে নিয়েছে। অতি সম্প্রতি ছবিটির বিভিন্ন সিনেমা হলে 50 দিন পার করল। সেই উপলক্ষে আজ দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্সে ছবির প্রধান কলাকুশলীরা মিলে কেক কেটে দিনটাকে উদযাপন করলেন। ইশা ও অর্জুন শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় আজ অবশ্য আসতে পারেনি। তবে আবির চ্যাটার্জি, বিক্রম ঘোষ ও ধ্রুব ব্যানার্জীর উপস্থিতিতে পরিবেশ মনোরম হয়ে উঠেছিল।



Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 13, 2019, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.