ETV Bharat / sitara

এখনই অভিনয় শুরু করতে চান না প্রবীণ অভিনেতারা

author img

By

Published : Jun 8, 2020, 11:02 PM IST

মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো এতদিনের অভিজ্ঞ এবং বয়স্ক তারকাদের গলায় একই সুর ধরা পড়েছে । রোজগারের জন্য নিজেদের বিপদের মুখে কেউই ফেলতে চাইছেন না এখন ।

dfg
dfg

কলকাতা : দীর্ঘ আড়াই মাস স্তব্ধ থাকার পর অবশেষে সচল হতে চলেছে টলিউড । 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে 4 জুন টেকনিশিয়ন স্টুডিয়োতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনগুলি । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে শুটিং নিয়ে কী বলছেন প্রবীণ তারকারা ? তাঁদের সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা ।

মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো এতদিনের অভিজ্ঞ এবং বয়স্ক তারকাদের গলায় একই সুর ধরা পড়েছে । রোজগারের জন্য নিজেদের বিপদের মুখে কেউই ফেলতে চাইছেন না এখন । বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দীপঙ্কর দে । কিন্তু, এখনই শুটিংয়ে ফেরার কথা ভাবতেই পারছেন না দীপঙ্কর । তিনি জানিয়ে দেন, "আমি এখন শুটিংয়ে ফিরব না । মাস দুয়েক আমি শুটিংয়ে যাবই না ।"

দীপঙ্কর দের মতো মাধবী মুখোপাধ্যায়ও ধারাবাহিকে খুবই নিয়মিত অভিনয় করেন । তিনি কাজ করছিলেন 'নকশী কাঁথা' ধারাবাহিকে । যদিও শুটিংয়ে এখনই ফিরবেন কিনা তাই নিয়ে কিছু জানাননি তিনি । বলেন, "আমি শুটিংয়ে যাওয়ার কথা এখনই ভাবছি না । তাছাড়া আমাকে বলেওনি কেউ ।"

দুটি সিনেমায় অভিনয় করার কথা ছিল বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর । সেই সঙ্গে দুটি ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি, একটি 'অন্য যশোধা' ও আরেকটি 'কনক কাঁকন'। অনেক বয়স্ক আর্টিস্ট আছেন বলে 'অন্য যশোধা' বন্ধ হয়ে গিয়েছে । সুদীপা চট্টোপাধ্যায় তাঁর একটি ধারাবাহিকের জন্য লিলি চক্রবর্তীকে অভিনয় করার কথা বলেছিলেন । যদিও এই মুহূর্তে শুটিংয়ে ফিরতে চাইছেন না লিলি । কাজের থেকে শারীরিক সুরক্ষাকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি । বলেন, "আমি কোনও শারীরিক সুস্থতার প্রমাণ দেখাব না । শুটিংয়েও ফিরব না । আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, জুন, জুলাই শুটিং করব না । বাড়িতেই বসে থাকব ।" তিনি আরও বলেন, "এখন আমার ডেট দেওয়ার কোনও প্রশ্নই আসছে না । আগে দেখব, কীভাবে শুটিং হচ্ছে । যেভাবে কোরোনা এখন বাড়ছে, আমার একার কথা তো ভাবলে চলবে না । আমার বাড়ির লোকেদের সুরক্ষার কথাও ভাবতে হবে । আমি ভাইরাসটা নিয়ে এলাম, আর বাড়িসুদ্ধ লোক গৃহবন্দী হয়ে থাকবে । তাই আমার কোনও দরকার নেই । আমি ঠিকই করে নিয়েছি বাড়িতেই থাকব ।"

'কনক কাঁকন' ধারাবাহিকে অভিনয় করছিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় । তিনি বলেন, "আর কয়েকদিন বন্ধ থাকলে কী ক্ষতি হত আমি জানি না । এগুলো তাড়াহুড়ো করে করার কোনও মানে নেই । আরও দু-তিন মাস অপেক্ষা করতে পারত । আমার থেকেও সিনিয়র যাঁরা, তাঁরা কী করবেন ? যে মানুষগুলো এই টাকায় নিজের ওষুধ কেনেন, তিনি তো বলতে পারবেন না আমি সুস্থ । তাহলে তো সেই মানুষটা কাজ করতে পারবেন না ? কিন্তু যখন লকডাউন ছিল না, তাঁরা কাজ করেছেন । সেই কাজটা করে তিনি ওষুধও কিনেছেন । এখনই মানুষগুলোর কী হবে, কেউ কি ভেবে দেখেছে ? 35জন মিলে কাজ করবেন, তাহলে জুনিয়র আর্টিসদের কী হবে, জুনিয়র টেকনিশিয়নদের কী হবে ? এইসব দেখলে আমার ভিতরে ভীষণ অশান্তি হয়...।"

কলকাতা : দীর্ঘ আড়াই মাস স্তব্ধ থাকার পর অবশেষে সচল হতে চলেছে টলিউড । 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে 4 জুন টেকনিশিয়ন স্টুডিয়োতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনগুলি । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে শুটিং নিয়ে কী বলছেন প্রবীণ তারকারা ? তাঁদের সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা ।

মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো এতদিনের অভিজ্ঞ এবং বয়স্ক তারকাদের গলায় একই সুর ধরা পড়েছে । রোজগারের জন্য নিজেদের বিপদের মুখে কেউই ফেলতে চাইছেন না এখন । বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দীপঙ্কর দে । কিন্তু, এখনই শুটিংয়ে ফেরার কথা ভাবতেই পারছেন না দীপঙ্কর । তিনি জানিয়ে দেন, "আমি এখন শুটিংয়ে ফিরব না । মাস দুয়েক আমি শুটিংয়ে যাবই না ।"

দীপঙ্কর দের মতো মাধবী মুখোপাধ্যায়ও ধারাবাহিকে খুবই নিয়মিত অভিনয় করেন । তিনি কাজ করছিলেন 'নকশী কাঁথা' ধারাবাহিকে । যদিও শুটিংয়ে এখনই ফিরবেন কিনা তাই নিয়ে কিছু জানাননি তিনি । বলেন, "আমি শুটিংয়ে যাওয়ার কথা এখনই ভাবছি না । তাছাড়া আমাকে বলেওনি কেউ ।"

দুটি সিনেমায় অভিনয় করার কথা ছিল বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর । সেই সঙ্গে দুটি ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি, একটি 'অন্য যশোধা' ও আরেকটি 'কনক কাঁকন'। অনেক বয়স্ক আর্টিস্ট আছেন বলে 'অন্য যশোধা' বন্ধ হয়ে গিয়েছে । সুদীপা চট্টোপাধ্যায় তাঁর একটি ধারাবাহিকের জন্য লিলি চক্রবর্তীকে অভিনয় করার কথা বলেছিলেন । যদিও এই মুহূর্তে শুটিংয়ে ফিরতে চাইছেন না লিলি । কাজের থেকে শারীরিক সুরক্ষাকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি । বলেন, "আমি কোনও শারীরিক সুস্থতার প্রমাণ দেখাব না । শুটিংয়েও ফিরব না । আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, জুন, জুলাই শুটিং করব না । বাড়িতেই বসে থাকব ।" তিনি আরও বলেন, "এখন আমার ডেট দেওয়ার কোনও প্রশ্নই আসছে না । আগে দেখব, কীভাবে শুটিং হচ্ছে । যেভাবে কোরোনা এখন বাড়ছে, আমার একার কথা তো ভাবলে চলবে না । আমার বাড়ির লোকেদের সুরক্ষার কথাও ভাবতে হবে । আমি ভাইরাসটা নিয়ে এলাম, আর বাড়িসুদ্ধ লোক গৃহবন্দী হয়ে থাকবে । তাই আমার কোনও দরকার নেই । আমি ঠিকই করে নিয়েছি বাড়িতেই থাকব ।"

'কনক কাঁকন' ধারাবাহিকে অভিনয় করছিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় । তিনি বলেন, "আর কয়েকদিন বন্ধ থাকলে কী ক্ষতি হত আমি জানি না । এগুলো তাড়াহুড়ো করে করার কোনও মানে নেই । আরও দু-তিন মাস অপেক্ষা করতে পারত । আমার থেকেও সিনিয়র যাঁরা, তাঁরা কী করবেন ? যে মানুষগুলো এই টাকায় নিজের ওষুধ কেনেন, তিনি তো বলতে পারবেন না আমি সুস্থ । তাহলে তো সেই মানুষটা কাজ করতে পারবেন না ? কিন্তু যখন লকডাউন ছিল না, তাঁরা কাজ করেছেন । সেই কাজটা করে তিনি ওষুধও কিনেছেন । এখনই মানুষগুলোর কী হবে, কেউ কি ভেবে দেখেছে ? 35জন মিলে কাজ করবেন, তাহলে জুনিয়র আর্টিসদের কী হবে, জুনিয়র টেকনিশিয়নদের কী হবে ? এইসব দেখলে আমার ভিতরে ভীষণ অশান্তি হয়...।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.