ETV Bharat / sitara

মুক্তি পেল 'পাসওয়ার্ড'-র দ্বিতীয় টিজ়ার - Adrit

প্রথম টিজ়ারে দর্শককে সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করেছিলেন দেব সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা । অ্যাকশন দেখা গেল নতুন টিজ়ারে ।

পাসওয়ার্ড
author img

By

Published : Sep 1, 2019, 5:12 PM IST

Updated : Sep 2, 2019, 8:03 PM IST

কলকাতা : কিছুদিন আগে প্রথম টিজ়ার প্রকাশ করে দর্শকদের সাইবার দুনিয়া নিয়ে সচেতন করেছিলেন 'পাসওয়ার্ড'-র অভিনেতা অভিনেত্রীরা । এবার দর্শকদের সামনে দ্বিতীয় টিজ়ার আনলেন ছবিনির্মাতারা ।

এবার আর শুধু সতর্ক নয়, সাইবার দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করার চেষ্টা করতে দেখা গেল দেব ও তাঁর টিমকে । যুদ্ধ যেমন ইন্টারনেটে চলছে, চলছে বাস্তবেও বন্দুক নিয়ে । এমনই কিছু দৃশ্য তুলে ধরা হল নতুন এই টিজ়ারে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'পাসওয়ার্ড'-র বিষয়বস্তু ক্রাইম ও ইন্টারনেট হ্যাকিংকে কেন্দ্র করে । আজ টিজ়ার লঞ্চ উপলক্ষে দক্ষিণ কলকাতার হাজরা পার্ক সার্বজনীন দুর্গা পুজো কমিটির প্রাঙ্গণে উপস্থিত হন দেব, রুক্মিণী, পাওলি, পরমব্রত, অদ্রিত ও ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জি । শেয়ার করেন ছবির নানা খুঁটিনাটি বিষয় ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : কিছুদিন আগে প্রথম টিজ়ার প্রকাশ করে দর্শকদের সাইবার দুনিয়া নিয়ে সচেতন করেছিলেন 'পাসওয়ার্ড'-র অভিনেতা অভিনেত্রীরা । এবার দর্শকদের সামনে দ্বিতীয় টিজ়ার আনলেন ছবিনির্মাতারা ।

এবার আর শুধু সতর্ক নয়, সাইবার দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করার চেষ্টা করতে দেখা গেল দেব ও তাঁর টিমকে । যুদ্ধ যেমন ইন্টারনেটে চলছে, চলছে বাস্তবেও বন্দুক নিয়ে । এমনই কিছু দৃশ্য তুলে ধরা হল নতুন এই টিজ়ারে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'পাসওয়ার্ড'-র বিষয়বস্তু ক্রাইম ও ইন্টারনেট হ্যাকিংকে কেন্দ্র করে । আজ টিজ়ার লঞ্চ উপলক্ষে দক্ষিণ কলকাতার হাজরা পার্ক সার্বজনীন দুর্গা পুজো কমিটির প্রাঙ্গণে উপস্থিত হন দেব, রুক্মিণী, পাওলি, পরমব্রত, অদ্রিত ও ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জি । শেয়ার করেন ছবির নানা খুঁটিনাটি বিষয় ।

দেখুন ভিডিয়ো
Intro:পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে নতুন ছবি ছবি পাসওয়ার্ড


অমিত চক্রবর্তী, কলকাতা: পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন।তারপর বাঙালিরা মেতে উঠবে তার চিরকালীন আবেগময় দুর্গাপূজাকে কে নিয়ে। আর দুর্গা পুজো মানেই হাতে অঢেল সময়,বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়ে সময় কাটানোর পাশাপাশি নিত্য নতুন সিনেমা দেখা। সিনেমাপ্রেমী দর্শকদের সিনেমা হল পর্যন্ত টেনে আনতে পুজোয় মুক্তি পাচ্ছে বেশকিছু নতুন ছবি। যার মধ্যে অন্যতম হলো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত ও কমলেশ্বর মুখার্জী পরিচালিত নতুন ছবি পাসওয়ার্ড। ছবির বিষয়বস্তু সাইবার ক্রাইম ও ইন্টারনেট হ্যাকিং কে কেন্দ্র করে। এদিন ছবির টিজার লঞ্চ উপলক্ষে দক্ষিন কলকাতার হাজরা পার্ক সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির প্রাঙ্গণে উপস্থিত হয়ে দেব,রুক্মিণী, পাওলি, পরমব্রত, অদ্রিত ও ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জী দর্শকদের সামনে শেয়ার করলেন ছবির নানান খুটিনাটি বিষয়।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Sep 2, 2019, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.