ETV Bharat / sitara

গুলমার্গে মাকে নিয়ে মজার ভিডিয়ো পোস্ট সারার, নজরকাড়া অমৃতা - সারা আলি খান

গুলমার্গে ছুটি কাটাচ্ছেন বলিউডের অভিনেত্রী সারা আলি খান ৷ সেখানে মা অমৃতা রাওয়ের সঙ্গে মজার দুটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

Sara Ali Khan's New Video with her Mom Amrita Singh From Gulmarg
গুলমার্গে মাকে নিয়ে মজার ভিডিয়ো পোস্ট সারার
author img

By

Published : Apr 13, 2021, 2:42 PM IST

গুলমার্গ, 13 এপ্রিল: বেড়াতে ভালোবাসেন নবাবনন্দিনী ৷ মাঝেমাঝেই তাঁর ঘুরে বেড়ানোর ছবি পোস্টও করেন ৷ এ বার তিনি ছুটি কাটাতে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ৷ সঙ্গী তাঁর মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খান ৷ দুধ সাদা বরফে ঢাকা ভূস্বর্গকে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী সারা আলি খান ৷ সম্প্রতি তিনি পোস্ট করেছেন তাঁর মায়ের সঙ্গে কিছু মজার মুহূর্তের ভিডিয়ো ৷

পরিচিত ঢঙে ধারাভাষ্য দিয়ে নিজের ও তাঁর মায়ের অবস্থান রসিকতার ছলে বোঝাচ্ছিলেন সইফ-কন্যা ৷ তবে রোপওয়েতে উঠে অমৃতা সিং-এর ভয়ের অভিব্যক্তি চোখে পড়ার মতো ৷ 'নমস্তে দর্শকো' বলে যে ভিডিয়োটি সারা পোস্ট করেছেন, তার শুরুতেই দেখা যাচ্ছে, গুলমার্গের রোপওয়েতে চড়ছেন তিনি ও তাঁর মা অমৃতা ৷ ভয়ে থরহরিকম্প মায়ের কথা বলতে গিয়ে সারা বলছেন, "নমস্কার দর্শকরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বাইরে বরফ পড়ছে, কিন্তু আমার মা আমার সঙ্গে গান্ডোলায় চড়ছেন ৷ আপনারা দেখতেই পাচ্ছেন, তিনি একটু ভয় পাচ্ছেন তবে টানা চেষ্টা করে যাচ্ছেন ৷"

ভিডিয়োর দ্বিতীয় অংশে বরফে ঢাকা উপত্যকায় স্কি করতে দেখা গিয়েছে মা-মায়েকে ৷ সেখানেও একইভাবে ধারাভাষ্য দেওয়ার ভঙ্গীতে সারা বলেছেন, "আমরা উপরে এসেছি, মজা হচ্ছে সুপার-ডুপার, মা হয়ে গিয়েছে ট্রুপার ৷" মেয়ের এই সায়েরি দেখে হেসে গড়িয়ে পড়তে দেখা গিয়েছে অমৃত সিং-কে ৷

আরও পড়ুন: করোনার জেরে পিছিয়ে গেল বলিউডের একাধিক ছবির মুক্তি

গত শনিবার গুলমার্গে ভাইকে নিয়ে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছিলেন 'আঁখ মারে' খ্যাত অভিনেত্রী ৷

কর্মক্ষেত্রে শেষ বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নাম্বার ওয়ানে দেখা গিয়েছে সারাকে ৷ এরপর আনন্দ এল রাই পরিচালিত আতরঙ্গি রে-তে অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে দেখা যাবে তাঁকে ৷

গুলমার্গ, 13 এপ্রিল: বেড়াতে ভালোবাসেন নবাবনন্দিনী ৷ মাঝেমাঝেই তাঁর ঘুরে বেড়ানোর ছবি পোস্টও করেন ৷ এ বার তিনি ছুটি কাটাতে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ৷ সঙ্গী তাঁর মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খান ৷ দুধ সাদা বরফে ঢাকা ভূস্বর্গকে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী সারা আলি খান ৷ সম্প্রতি তিনি পোস্ট করেছেন তাঁর মায়ের সঙ্গে কিছু মজার মুহূর্তের ভিডিয়ো ৷

পরিচিত ঢঙে ধারাভাষ্য দিয়ে নিজের ও তাঁর মায়ের অবস্থান রসিকতার ছলে বোঝাচ্ছিলেন সইফ-কন্যা ৷ তবে রোপওয়েতে উঠে অমৃতা সিং-এর ভয়ের অভিব্যক্তি চোখে পড়ার মতো ৷ 'নমস্তে দর্শকো' বলে যে ভিডিয়োটি সারা পোস্ট করেছেন, তার শুরুতেই দেখা যাচ্ছে, গুলমার্গের রোপওয়েতে চড়ছেন তিনি ও তাঁর মা অমৃতা ৷ ভয়ে থরহরিকম্প মায়ের কথা বলতে গিয়ে সারা বলছেন, "নমস্কার দর্শকরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বাইরে বরফ পড়ছে, কিন্তু আমার মা আমার সঙ্গে গান্ডোলায় চড়ছেন ৷ আপনারা দেখতেই পাচ্ছেন, তিনি একটু ভয় পাচ্ছেন তবে টানা চেষ্টা করে যাচ্ছেন ৷"

ভিডিয়োর দ্বিতীয় অংশে বরফে ঢাকা উপত্যকায় স্কি করতে দেখা গিয়েছে মা-মায়েকে ৷ সেখানেও একইভাবে ধারাভাষ্য দেওয়ার ভঙ্গীতে সারা বলেছেন, "আমরা উপরে এসেছি, মজা হচ্ছে সুপার-ডুপার, মা হয়ে গিয়েছে ট্রুপার ৷" মেয়ের এই সায়েরি দেখে হেসে গড়িয়ে পড়তে দেখা গিয়েছে অমৃত সিং-কে ৷

আরও পড়ুন: করোনার জেরে পিছিয়ে গেল বলিউডের একাধিক ছবির মুক্তি

গত শনিবার গুলমার্গে ভাইকে নিয়ে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছিলেন 'আঁখ মারে' খ্যাত অভিনেত্রী ৷

কর্মক্ষেত্রে শেষ বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নাম্বার ওয়ানে দেখা গিয়েছে সারাকে ৷ এরপর আনন্দ এল রাই পরিচালিত আতরঙ্গি রে-তে অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে দেখা যাবে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.